14/08/2024
১৪ই আগস্ট রাত দখলের আন্দোলনে যারা সামিল হতে চলেছেন, যারা যে এরিয়ায় জয়েন করছেন, প্রত্যেকে দয়া করে জমায়েত শেষে মাঝ রাতে বাড়ি ফেরার উপায় সুনিশ্চিত করবেন। সমাজ রাতারাতি বদলায় না। যে ভাবে ক্যাম্পেনিং হয়েছে, ওই রাতে কোন শিকারি কোথায় জাল পেতে বসে থাকবে তার কোনও ঠিক নেই। নিজেদের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। ব্যাগে ছুরি, কাঁচি, স্প্রে যা পারেন রাখবেন। প্রয়োজনে তার সদ ব্যবহার করবেন। এই অভূতপূর্ব আন্দোলনের জন্য আপনাদের আগাম অভ্যর্থনা।
এ বার পুজো অনেক আগেই শুরু হচ্ছে এই শহরে। মহিষাসুরমর্দিনীরা শহরে হাঁটবেন স্বাধীনতার রাত্রে। ❤️
সংগৃহীত
゚