12/07/2025
বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু অনেক স্মার্ট। কোনো রাজনৈতিক দল যদি ভাবে যে তাদের বোকা বানিয়ে আগের মতোই রাজনীতি—চাঁদাবাজির রাজনীতি—চালিয়ে যেতে পারবে, তাহলে তারা মার খেবেই।
এই তরুণ প্রজন্ম মানেই যদি আপনি শুধু NCP বোঝেন, তাহলে ভুল করবেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের রাজনীতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারা কিছু বলছে না, কিছু করছে না, কিন্তু সব কিছু লক্ষ্য রাখছে।
ভুলেও ভাববেন না—যাদের আপনারা এখন অবমূল্যায়ন করেছেন, তারাই কিন্তু গুলি খেয়ে, বুক পেতে দাঁড়িয়ে, হাসিনাকে দেশছাড়া করতে পেরেছে। আপনাদের জেল থেকে মুক্ত করেছে। তাই তরুণ প্রজন্মকে দুর্বল বা নির্বোধ ভাবার কোনো সুযোগ নেই।
তারা চুপ করে আছে, কারণ তারা আপনাদের দেখছে। কিন্তু যেদিন তারা মাঠে নামবে, সেদিন আর কারো নিস্তার থাকবে না।
কিন্তু বিএনপি'র কিছু বড় বড় বুকাচুদা নেতা ভাবতেছে হাসিনা গেছে দেশ চালানোর সুযোগ পেয়ে গেছি শুধু একটা ইলেকশনের অপেক্ষা।
ভাইরে ভাই Go Sarwar Daily-র এই পোস্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, বিএনপি নেতাকর্মীরা ভাবতেছে দল ক্ষমতায় যাওয়ার পরেই তারা বড় বড় সুযোগ গুলা নিয়া নিবে, যে যার মত সেটেলমেন্ট হয়ে যাবে, ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, যে মনোভাবটা বর্তমান সময়ে দেখতেছি, এইভাবে যদি তারা ইলেকশন হওয়ার সাথে সাথে কাজ শুরু করে বিএনপি, সর্বোচ্চ ২ থেকে ৩ বছর ক্ষমতায় থাকতে পারে নাকি আমার সন্দেহ আছে, স্ক্রিনশট তুলে রাখুন খুব কনফিডেন্সলি কথাটা লিখলাম।
কারণ বর্তমানে যে Gen-Z বা তরুন প্রজন্ম এরা কিন্তু বিশাল পুংটা এরা যখন মাঠে নেমে যাবে, ফেসবুকের গ্রুপ ইভেন্ট করে, মানে ওরা টেকনোলজি খুব বুঝে ফখরুল সালাউদ্দিন এবং দুদুদের থেকে।
আর এরা যে আশায় শেখ হাসিনারে দেশ থেকে বিতাড়িত করেছিল সেই আশায় কিন্তু তাদের পূর্ণ হয়নি তারা চেয়েছিল উন্নত একটি দেশ হওয়ার যে রোড ম্যাপ এটা ইউনুস সরকার করে যাবে।
ইউনুস সরকারকে অনেক রাজনৈতিক দল মুখে বলতেছে যে আমরা সাপোর্ট করতেছি কিন্তু শুধু আমাদের তরুণ প্রজন্মের আইডল মেয়র ইশরাক ভাই যে যে হেনস্থাটা করছে, এই সব কিছুর জবাব বিএনপি ক্ষমতায় গেলেই পাবে শুধু অপেক্ষা করেন আর আমার লেখাটা স্ক্রিনশট রাখেন।
ধন্যবাদ Go Sarwar Daily এর পক্ষ থেকে।