Go Sarwar Daily

Go Sarwar Daily এই পেইজে চীনের ব্লগ দেখতে পারবেন🇨🇳

13/09/2025
02/09/2025

মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবর এর সাথে

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। যেমন আমি এখন আমার ইউটিউব চ্যানে...
05/08/2025

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। যেমন আমি এখন আমার ইউটিউব চ্যানেলে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ড. ইউনুস স্যারের বিরুদ্ধে যে কোনো কিছুই লিখতে পারি, তার জন্য কোনো হুমকি পেতে হয় না, যেমনটা আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিরুদ্ধে কিছু বলতে গেলেই বঙ্গবল্টু* কে অবমাননার ট্যাগ দিয়ে মানুষকে হয়রানি করা হতো।

বঙ্গবল্টুর ট্যাগ লাগিয়ে মানুষকে হয়রানির করার কারণেই মানুষ বিরক্ত হয়ে বঙ্গবল্টুর মাথার উপর উঠে প্রস্রাব করেছিল। আপনি যাই বলেন না কেন শেখ মুজিবকে দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ কিন্তু সম্মান করত, আমি নিজেও করতাম, শুধু স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা এই লোকটাকে সৃষ্টিকর্তা পর্যায়ে নিয়ে গিয়েছিল, যার কারণে বাংলার মানুষ মাথার উপর উঠে প্রস্রাব করতে বাধ্য হয়েছে।

সময়ের সাথে সাথে মানুষ, ভালোবাসার মানুষ থেকে ঘৃণিত মানুষে পরিণত হয়, যেমনটা বঙ্গবল্টুকে তার দলের লোকেরা ঘৃণিত বানিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার দলের নেতাকর্মীদের ধর্ম ছিল আওয়ামী লীগ, সৃষ্টিকর্তা ছিল শেখ মুজিব। তারা মুসলিম ধর্মটাকে প্রচণ্ডভাবে ঘৃণা করতো, তাইতো হুজুরদের উপর কিছুদিন পরপরই জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ড চালাত। আর এই আওয়ামি ধর্মটা পরিচালনা করা হতো ভারত থেকে, তাই তাদের পণ্যভূমি ভারত এবং শেখ মুজিবের পরে যদি এই আওয়ামি ধর্মের লোকদের কেউ বাপ থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদি, তাইতো ২০২১ সালে নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমন উপলক্ষে প্রায় ৫০ জন আলেম-ওলামাকে হত্যা করে শেখ হাসিনা।

যাই হোক, বাংলাদেশের মানুষ জঘন্য এক স্বৈরাচারীর হাত থেকে মুক্ত পেয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ।

এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম দেশে একমাত্র ইসলামিক শাসনব্যবস্থা আসলেই দেশের মানুষ শান্তিতে থাকবে। এই দেশে যদি দুর্নীতি...
20/07/2025

এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম দেশে একমাত্র ইসলামিক শাসনব্যবস্থা আসলেই দেশের মানুষ শান্তিতে থাকবে। এই দেশে যদি দুর্নীতি আর চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলা বন্ধ হয় তাহলেই এই দেশ একদিন ইরানের মত পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইনশাল্লাহ। চীনের মত উন্নত প্রযুক্তি তৈরি করবে।

ডক্টর ইউনুস স্যার কে দিয়ে অনেক আশা ছিল কিন্তু উনি প্রচন্ড রকমের ভীতু মানুষ, উনি একজন জ্ঞানী মানুষ কিন্তু উনাকে দিয়ে দেশ চালানো সম্ভব নয়।

বিএনপির নেতাদের সাথে মাঝে মাঝে কথা বলে মনে হয় তারা টার্গেট করে রেখেছেন নির্বাচন হওয়ার পরে কে কোন এলাকাটাতে, চাঁদাবাজি, ধান্দাবাজি এবং বাটপারি করবে। আমাকে হয়তোবা আপনারা খারাপ বলতে পারেন কিন্তু আপনারা নিজেও জানেন কিন্তু ভয়ে বলেন না আর কি।

আমি কিন্তু আওয়ামী লীগ জয়ী হবে জেনেও জীবনের প্রথম ভোটটি ২০১৮ সালে বিএনপিকে দিয়েছিলাম।কিন্তু এখন বিএনপি নেতাদের মনোভাব দেখে আমার মনে হচ্ছে দেশ উন্নয়নের জন্য সৎ মানুষদেরকে দরকার। যারা আর যাই করুক দুর্নীতির সাথে জড়িত হবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না।

যারা বিএনপি করে তারা বিএনপি ক্ষমতায় গেলে অনেক বড়লোক হবে, অনেক ক্ষমতাবান হবে কিন্তু দেশের কোন রকম উন্নতি হবে না।যাদের টার্গেটেই দল ক্ষমতায় আসছে চুরিদারি বাটপারি ধান্দাবাজি করা ওদেরকে দ্বারা দেশের আর কি বা উন্নতি হবে!

যদি আজকে জিয়াউর রহমান থাকতো তাহলে বিএনপিকে নিয়ে গুনগান গাইতাম কিন্তু এখন যে বিএনপি আছে এটা জিয়াউর রহমানের বিএনপি না।

তাই আমি ইসলামিক দল গুলোকে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই তার সাথে গণঅভ্যুত্থানের নেতৃত্ব কারী দল NCP ও অন্য দলগুলো যদি যুক্ত হয়! দেশে যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি না থাকে তাহলে আমার দেশ এমনি এমনি উন্নত দেশে পরিণত হবে। একদিন ইনশাল্লাহ আমরাও ইরানের মত পারমাণবিক অ"স্ত্র তৈরীর কথা চিন্তা করতে পারব।

দেশের পক্ষে সব সময় লেখালেখি অব্যাহত রাখতে চাই। তাই এই চ্যানেলে শকুনের নজর পড়েছে, আমার দ্বিতীয় চ্যানেলটি কমেন্টে দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আসুন।

18/07/2025

চীনের নি'ষি'দ্ধ গ্রামে যাওয়াটা এত সহজ ছিল না! 🇨🇳 Chinese Village VLOG

চোখের সামনে ঘটে যাওয়া একটি বাস্তব গল্প....
17/07/2025

চোখের সামনে ঘটে যাওয়া একটি বাস্তব গল্প....

বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু অনেক স্মার্ট। কোনো রাজনৈতিক দল যদি ভাবে যে তাদের বোকা বানিয়ে আগের মতোই রাজনীতি—চাঁদাবাজি...
12/07/2025

বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু অনেক স্মার্ট। কোনো রাজনৈতিক দল যদি ভাবে যে তাদের বোকা বানিয়ে আগের মতোই রাজনীতি—চাঁদাবাজির রাজনীতি—চালিয়ে যেতে পারবে, তাহলে তারা মার খেবেই।

এই তরুণ প্রজন্ম মানেই যদি আপনি শুধু NCP বোঝেন, তাহলে ভুল করবেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের রাজনীতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারা কিছু বলছে না, কিছু করছে না, কিন্তু সব কিছু লক্ষ্য রাখছে।

ভুলেও ভাববেন না—যাদের আপনারা এখন অবমূল্যায়ন করেছেন, তারাই কিন্তু গুলি খেয়ে, বুক পেতে দাঁড়িয়ে, হাসিনাকে দেশছাড়া করতে পেরেছে। আপনাদের জেল থেকে মুক্ত করেছে। তাই তরুণ প্রজন্মকে দুর্বল বা নির্বোধ ভাবার কোনো সুযোগ নেই।

তারা চুপ করে আছে, কারণ তারা আপনাদের দেখছে। কিন্তু যেদিন তারা মাঠে নামবে, সেদিন আর কারো নিস্তার থাকবে না।

কিন্তু বিএনপি'র কিছু বড় বড় বুকাচুদা নেতা ভাবতেছে হাসিনা গেছে দেশ চালানোর সুযোগ পেয়ে গেছি শুধু একটা ইলেকশনের অপেক্ষা।

ভাইরে ভাই Go Sarwar Daily-র এই পোস্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, বিএনপি নেতাকর্মীরা ভাবতেছে দল ক্ষমতায় যাওয়ার পরেই তারা বড় বড় সুযোগ গুলা নিয়া নিবে, যে যার মত সেটেলমেন্ট হয়ে যাবে, ধান্দাবাজি করবে, চাঁদাবাজি করবে, যে মনোভাবটা বর্তমান সময়ে দেখতেছি, এইভাবে যদি তারা ইলেকশন হওয়ার সাথে সাথে কাজ শুরু করে বিএনপি, সর্বোচ্চ ২ থেকে ৩ বছর ক্ষমতায় থাকতে পারে নাকি আমার সন্দেহ আছে, স্ক্রিনশট তুলে রাখুন খুব কনফিডেন্সলি কথাটা লিখলাম।

কারণ বর্তমানে যে Gen-Z বা তরুন প্রজন্ম এরা কিন্তু বিশাল পুংটা এরা যখন মাঠে নেমে যাবে, ফেসবুকের গ্রুপ ইভেন্ট করে, মানে ওরা টেকনোলজি খুব বুঝে ফখরুল সালাউদ্দিন এবং দুদুদের থেকে।

আর এরা যে আশায় শেখ হাসিনারে দেশ থেকে বিতাড়িত করেছিল সেই আশায় কিন্তু তাদের পূর্ণ হয়নি তারা চেয়েছিল উন্নত একটি দেশ হওয়ার যে রোড ম্যাপ এটা ইউনুস সরকার করে যাবে।

ইউনুস সরকারকে অনেক রাজনৈতিক দল মুখে বলতেছে যে আমরা সাপোর্ট করতেছি কিন্তু শুধু আমাদের তরুণ প্রজন্মের আইডল মেয়র ইশরাক ভাই যে যে হেনস্থাটা করছে, এই সব কিছুর জবাব বিএনপি ক্ষমতায় গেলেই পাবে শুধু অপেক্ষা করেন আর আমার লেখাটা স্ক্রিনশট রাখেন।

ধন্যবাদ Go Sarwar Daily এর পক্ষ থেকে।

BCS
03/07/2025

BCS

01/07/2025

চীনে মাছের বাজার 🇨🇳 | চীন দেশে ভ্রমণ

আপনারা যারা পাঁচ-দশ বছরের পুরনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, তারা সহজে সফল হতে পারবে...
30/06/2025

আপনারা যারা পাঁচ-দশ বছরের পুরনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, তারা সহজে সফল হতে পারবেন না। কারণ, সেখানে রয়েছে আপনার বহু দিনের পরিচিত বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন, যাদের সামনে বারবার ভিডিও আপলোড করে বিরক্ত করা একদমই উচিত না।

পরামর্শ হচ্ছে—একদম নতুন একটি পেজ খুলুন। সেখানেই ভিডিও আপলোড করুন বা লেখালেখি শুরু করুন। অপরিচিত মানুষদের কাছ থেকে আপনি বেশি সাড়া পাবেন, কারণ তারা কনটেন্টের গুণগত মানকে মূল্য দেয়। আর পরিচিত মানুষেরা অনেক সময় হিংসা বা অবজ্ঞা অনুভব করে।

এই সাধারণ মনস্তাত্ত্বিক ব্যাপারটা যদি আপনি না বোঝেন, তাহলে লাখ লাখ মানুষের কাছে আপনার কনটেন্ট কীভাবে পৌঁছাবে?

আমার প্রায় চার বছর আগে একটি ইউটিউব চ্যানেল ছিল। সেখানে ভিডিও আপলোড করার পর আমি সেগুলো ফেসবুকে পোস্ট করতাম এবং মানুষের ইনবক্সে পাঠাতাম। কিন্তু বেশিরভাগ মানুষই ভিডিও দেখতো না।

এরপর, এক বছর আগে আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুললাম—কোনো পরিচিতজনকে কিছুই জানাইনি। শুধু ইউটিউবের অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা শেখার চেষ্টা করেছি। সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এক বছরে আমার ৩ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার হয়েছে।

যখন আপনি অপরিচিত মানুষের জন্য ভিডিও বানান, তখন আপনি নানা রকম ‘মাইন্ড গেম’ খেলতে পারেন—যা মানুষের মনোযোগ কাড়ে এবং ইউটিউব অ্যালগরিদমকেও প্রভাবিত করে। কিন্তু পরিচিতদের সামনে আপনি মাইন্ড গেম খেলতে গেলে, তারা বরং আপনার ভুল ধরতেই ব্যস্ত থাকবে। ফলে উন্নতি করা কঠিন হয়ে পড়ে।

মনে রাখবেন—বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শুধু মনিটাইজেশনের টাকা দেয় না, বরং এগুলোর মাধ্যমে আপনি পরিচিতিকে কাজে লাগিয়ে অনলাইন ব্যবসাও করতে পারেন। তাই ইউটিউব বা ফেসবুক কীভাবে কাজ করে, সেই অ্যালগরিদম বুঝুন, শিখুন—তারপর কনটেন্ট তৈরি করুন।

— Go Sarwar Daily

27/06/2025

Address

Shenzhen

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go Sarwar Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category