
27/01/2025
এটি কি স্টুডন্টদের সাথে প্রতারণা নয়!
একজন বইয়ের লেখক দাবি করছেন যে,
এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় তার বই থেকে সাধারণ জ্ঞানের ৩০টি MCQ প্রশ্নের মধ্যে ৩০টিই কমন পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
উনি আরো দাবি করছেন, উনার ফাইনাল সাজেশন বই থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পড়েছে, ২২টি প্রশ্ন কমন এসেছে উনার সাজেশন থেকে; সব মিলিয়ে উনার ২৪ টি প্রশ্ন কমন আছে। বাজারের অন্যান্য বই থেকে এর চেয়ে বেশী কমন আছে। নিচের ছবিগুলো দেখলেই স্টুডেন্টদের সাথে উনার প্রতারণা বুঝতে পারবেন।
এখানে গত বছরের পুরাতন সংস্করণ থেকে কমন দেখিয়েছে যা নতুন সংস্করণ বইয়ে নেই। আবার কিছু প্রশ্ন বইয়েই নেই এডিট করে বসিয়ে কমন দেখায়ছে।
কয়েকটি প্রশ্ন কমন দেখায়ছে যা সেম প্রশ্ন হয়নি।
এ কেমন ধরণের বাটপারি ভাই?