20/09/2025
তাহসান খানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা রুপে-গুণে অনন্যা টাইপ হলেও দেশের মানুষ তাকে একদম ই পছন্দ করেন না! তিনি পিএইচডি ডিগ্রী নিয়ে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে কিংবা জাতিসংঘের হয়ে চাকরী করলেও মানুষ কেনো যেন তাকে পজিটিভলি নিতেই পারে না! অথচ তাহসান খান এর বর্তমান স্ত্রী-রোজা আহমেদ,যিনি পেশায় একজন মেক আপ আর্টিস্ট, শিক্ষাগত যোগ্যতার হয়তো মিথিলার থেকে কিছুটা পিছিয়েই আছেন, আবার তার বাবাকে নিয়েও বাংলাদেশে শোনা যায় নানান চাঞ্চল্যকর তথ্য, তার বাবা ছিলেন এক সময়ের কুখ্যাত অপরাধীদের একজন! অথচ তাও মানুষ রোজা আহমেদ কে গ্রহণ করেছে দারুণ ভাবে, তাহসান এর স্ত্রী বলেই নয় মানুষ হিসেবেও রোজা আহমেদ কে সবাই পছন্দ করে! কি অদ্ভুত না বিষয় টা?
দর্শক বলুন তো সবাই কেনো মিথিলাকে এতোটা অপছন্দ করে অথচ রোজাকে এতো ভালোবাসায় সিক্ত করে? আপনার কি মনে হয়?