01/02/2024
সেদিন তুমি চলে যাওয়ার পর একটা মেয়ে আমাকে অনেক ভালোবেসেছে।
আমি যেমন তোমাকে নিয়ে ভাবতাম ঠিক তেমন করেই ভাবে হয়তো তার থেকেও বেশি। আমার শত রাগ অভিমানে তোমাকে দেখলে যেমন চুপ হয়ে যেতাম, সেই মেয়েটিও আমাকে দেখে চুপ হয়ে যায়। আমি যেমন তোমাকে হারানোর ভয় করতাম, ঠিক তেমনি সেই মেয়েটিও আমাকে হারানোর ভয় করে। ভালোবাসে সেই মেয়েটি আমাকে। কিন্তু তুমি চলে যাওয়ার পর তো আমি ভালোবাসা ভুলে গেছি। আমি আর কাওকে ভালোবাসতে জানি না,ভালোবাসতে পারি না !তারপর আমি আর কাওকে ভালোবাসিনি.!
• সৈকত