
28/06/2025
বদনজর & তৃতীয় ব্যক্তি 💔
এই দুটো জিনিস একটা মানুষের সুন্দর সংসার আর জীবনকে ধ্বংস করার জন্য ইনাফ 💔 আপনার জীবনের সুন্দর মুহূর্ত কখনো মানুষের সাথে শেয়ার করতে যাবেন না আর জীবনে কখনো তৃতীয় ব্যক্তি আনবেন না🙂!! আমি আমার কাছের একজনকে দেখেছি যার জীবনে তৃতীয় ব্যক্তি বদনজর এবং কালো জাদু তিনটাই তার জীবনটাকে খুব বিচ্ছিরিভাবে ধ্বংস করেছে !! গোটা কয়েক বছরেও তার জীবনটা এখনো স্বাভাবিক হয়নি?
মাছের কাঁটা গলায় আটকে গেলে যেমনটা হয় তার জীবনটা ঠিক তেমনি হয়েছে না ফেলতে পারছে না গিলতে পারছে😅
সে সোশ্যাল মিডিয়াতে তার জীবন নিয়ে খুব একটা অ্যাক্টিভ নয় তবে তার কাছে কয়েকজন মানুষ তার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য খুব আগ্রহ দেখায় এবং তা করেও ।আমার নিজের চোখে দেখা আল্লাহ তাদেরকে মাফ করুক আর হেদায়েত দান করুক !!
ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত হিসেবে রাখার চেষ্টা করুন বদ নজর নিজের জীবনে টেনে এনে জীবন এলোমেলো করার কোন মানে নেই 🙌
আর্টিস্ট: মিলা খাঁন
ব্রাইড:PS Shimu ❣️