Hidayah with Akash

  • Home
  • Hidayah with Akash

Hidayah with Akash “Sharing my Journey of Faith, Growth & Guidance —”

23/11/2025

*»❝✿অবাধ্য নফস কেন বুঝতে চায় না*
*সময় ফুরিয়ে গেলে শত আফসোস তখন কোনো কাজে আসবে না 🥀*
*—••’ইয়া রব’ এই গাফেলা হৃদয়কে* *হেদায়েতের জন্য কবুল করুন!🌷✨🎀*
*আমিন ইয়া রাব্বুল আলামিন*

23/11/2025

Allah is so powerful, Allah can change a situation within a second & also Allah can destroy anything within a second. For Allah nothing is impossible. Everything belongs to Allah, Allah has power over all things.❤️💫

23/11/2025

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

(তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

21/11/2025

FRIDAY ❤️🌷

May Allah bless you with endless happiness and peace in your heart.

May Allah guide you to the straight path and make your life full of light.

May Allah forgive your sins and grant you success in this world and the Hereafter.

May Allah protect you and your family from every harm and difficulty.

May Allah accept your prayers and open doors of blessings for you.

*Aameen* 🤲🕊️

21/11/2025

*কিছু দুঃখ আড়ালেই থাকুক,*
*সব অনুভূতি প্রকাশের জন্য নয়😌*
*কিছু কান্না শুধু সিজদায় মানায়*,
*যেখানে চোখের পানি হয় প্রশান্তির আশ্রয়🫠*
*কিছু ব্যথা বললে হালকা হয় না,*
*বরং মনে বাড়ায় শূন্যতা*।
*তাই কিছু কষ্ট শুধু রবের কাছেই রাখি*
*যিঁনি জানেন— নীরব হৃদয়ের ভাষা*।🤍
*সেই কষ্টগুলা গভীর রাতের*
*তাহাজ্জুদের নামাযের* *সেজদাতে শুধু আল্লাহই জানেন*....😅❤️‍🩹

21/11/2025

*সবর সহজ নয়,*
*সবর হলো অশ্রু*;
*সবর হলো একাকিত্ব;*
*সবর হলো অপমান সহ্য করা*;
*সবর হলো চোখের জল লুকিয়ে হাসা;*
*সবর হলো আল্লাহর পক্ষ থেকে সাড়া পাওয়ার জন্য কান্না করা।*

— সংগৃহিত

মানুষ বলে: *ধার্মিক সাজো না, আমরা তোমার অতীত জানি।*কিন্তু রাসূলুল্লাহ ﷺ বলেছেন: *গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্...
21/11/2025

মানুষ বলে: *ধার্মিক সাজো না, আমরা তোমার অতীত জানি।*

কিন্তু রাসূলুল্লাহ ﷺ বলেছেন: *গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।*

— ইবন মাজাহ — ৪২৫০

21/11/2025

`মালাকুল মউত`

*তোমাকে অপ্রস্তুত দেখে ও , মালাকুল মউত ফিরে যাবে না ।*🥺

19/11/2025

পৃথিবীতে যা কিছু পাওয়া অসম্ভব,তার মধ্যে আপনি অন্যতম। 💔
আপনাকে পাওয়া সহজলভ্য করার সাধ্য আমার নেই। আমার জন্য আপনি পুরোটাই যেন নসিব।🤲

19/11/2025

*পাপে পড়ে যাওয়া খারাপ নয়; খারাপ হলো পড়ে গিয়ে আর উঠতে চেষ্টা না করা। আল্লাহ তাঁর বান্দার প্রতি রাগান্বিত হন না, যখন সে কান্নাভেজা চোখে তাঁর দরজায় ফিরে আসে। সেই রবের দরজা কখনো বন্ধ হয় না—যিনি আত-তাওয়াব, আর-রহীম’।*

17/11/2025

যারা আঁকড়ে ধরতে জানে, তাদের আঁকড়ে ধরার কেউ থাকেনা। যারা সইবার ক্ষমতা রাখে, হৃদয়ে তাদের জন্য কেউ জায়গা রাখে না। সত্যি বলতে, একতরফা অনুভূতিগুলো খুব বেশি প্রবল হয়। খামখেয়ালী হয়। উগ্র হয়।
তাইতো শত অবহেলার পরেও আঁকড়ে ধরা মানুষটা ঠিকই আঁকড়ে ধরে থাকে আর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটা আবছা অন্ধকারে কেমন যেন মিলিয়ে যায়।
#একতরফা

15/11/2025

*তোমার রিজিক লেখা হয়ে গেছে।*

*তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরের জিনিস*
*নিয়ে চিন্তা করা বন্ধ করো। আয়, সঙ্গী* ,
*সাফল্য এবং সুখ, সবকিছুই প্রায় এসে যাবে।*

*তুমি তোমার দুআয় আত্মবিশ্বাসী হও।❤️‍🩹*

Address


1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hidayah with Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hidayah with Akash:

  • Want your business to be the top-listed Media Company?

Share