03/08/2024
নার্সিং
মানবতার মহৎ পেশায় থেকেও কিছু করতে না পারার যন্ত্রণা শুধু তাদের-ই পোড়াচ্ছে যাদের বিবেক আছে।
সারাদেশে শিক্ষকদের প্রতি এতো অবিচার ,অবমাননা যেখানে সব শিক্ষক রাস্তায় সেখানে নার্সিং এর শিক্ষকদের খুঁজে পাওয়া মুশকিল! কেন আমাদের শিক্ষকরা আমাদের সাথে থাকবে না কেন ?
রুলস শুধু ক্লাসেই , হোস্টেলে!?ফোন কেন জমা দাও নি তোমার জরিমানা?
ক্লাসে আসোনি কেন তোমার জরিমানা?
অসুস্থ ছিলা প্রেসক্রিপশন ছাড়া আসবা না ক্লাসে?
কাউকে না জানিয়ে বাসায় গেছো তোমার জরিমানা?
হিজাব কেন পড়ছো?চুল কেন খুলে আসছো?মাথায় ক্যাপ নাই বের হও ক্লাস থেকে?! দশ মিনিট লেটে আসছো ক্লাসে ঢুকবা না বাহিরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো!
একটা ছুটির জন্য কতোবার যে স্যার ম্যামদের পিছে দৌড়াতে হয় সেটা নাই বলি!
দিনশেষে তবুও আপনি-ই গ্ৰেট বেয়াদব কারণ আপনি শিক্ষকদের প্রতি সম্মান করতে জানেন না!।এই যে রুলস গুলা উল্লেখ করলাম, বাংলাদেশের প্রত্যেক টা নার্সিং কলেজের (সরকারি/প্রাইভেট) একই চিত্র। যারা নার্সিং স্টুডেন্ট মোটামুটি এই প্যারা গুলা সবাই কমবেশি পার করে আসছে।অথচ আজ দেশের ক্রান্তিকালে কোনো সরকারি/অথবা বেসরকারি কলেজের কোনো অধ্যক্ষ কিংবা শিক্ষকরা এগিয়ে আসলো না! আমার গর্ব করে বলতে পারবো না আমাদের একজন নার্সিং এর স্যার ছিলো ! আমাদের একজন নার্সিং এর ম্যাম ছিলো?!এই মুহূর্তে আমাদের ভাই -বোনের জন্য একটুকুন দোয়া ছাড়া যেন কিছুই করার নাই আমাদের।অথচ আমরাই নাকি মানবতার মহৎ পেশার উদ্দেশ্য নিয়োজিত হবো?আমরা লজ্জিত! আমাদের কোনো অবদান নেই।
বি দ্র:এই পোস্ট করার কারণেও জরিমানা খাইলেও খাইতে পারি!সাথে নামের সাথে গ্ৰেট বেয়াদব উপাধি তো আছেই। তারপরও চুপ না থাকতে পেরেই লিখলাম।