06/01/2025
সময় টিভির বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদ ভাইয়ের চমৎকার আতিথিয়েতায় বাংলাদেশের প্রেক্ষাপটে ই- স্পোর্টস এর ভবিষ্যত বিষয়ক একটি আলোচনায় প্রধান অতিথি হিসেবে সাক্ষাৎকারে ছিলেন :-
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারম্যানের একান্ত সচিব জনাব সাইফুল ইসলাম ভাই ....
এছাড়া ই-স্পোর্টসের প্রতিনিধি নাজমুল ইসলাম আলিফ , হাসানুল ইসলাম ,
এবং Zaigham Eishrak Ashik (Garena Free Fire প্রতিনিধি ও আলকেমিস্ট ই - স্পোর্টস ফাউন্ডার)
এছাড়া ছিল PUBG Mobile প্রতিনিধি টিম A1 এর প্লেয়ার শাকিল (সিনিস্টার), ই-স্পোর্টস ধারাভাষ্যকার তালহা জুবায়ের, এবং A1 esports এর টিম ম্যানেজার।
এসময় ই-স্পোর্টস এর গুরুত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা ও যৌক্তিক দিকগুলো তুলে ধরা হয়। তাছাড়া ভবিষ্যতে ই- স্পোর্টস এর মাধ্যমে দেশের অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখা যায় এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়।