আলো Share Market Update News

  • Home
  • আলো Share Market Update News

আলো Share Market Update News self

5200 টাচ করে ফিরে এসেছে। কালকে ৫২০০+ এ ক্লোজ হলে সহজেই ৫৫০০+ হওয়ার সম্ভব। আর সামান্য কারেকশন হওয়ার সম্ভাবনা। তবে মার্কেট...
20/07/2025

5200 টাচ করে ফিরে এসেছে। কালকে ৫২০০+ এ ক্লোজ হলে সহজেই ৫৫০০+ হওয়ার সম্ভব। আর সামান্য কারেকশন হওয়ার সম্ভাবনা। তবে মার্কেটে হিউজ টাকা ডুকছে।প্রতিদিন ধারাবাহিক ভাবে ক্যাস আসছে।

এরকম ই অধিকাংশ sme ডাবল হবে শীঘ্রই
19/07/2025

এরকম ই অধিকাংশ sme ডাবল হবে শীঘ্রই

24/05/2025

দেশের শেয়ার বাজারের গতিবিধি কোন দিকে❓
আজকের বাজারে Top Ten Gainer এর তালিকায় থাকা প্রথম ১৫টি কোম্পানি থেকে কয়েকটি কোম্পানি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো।

1️⃣ SPCERAMICS = কোম্পানির উৎপাদন বন্ধ। মালিক জেলে। তৃতীয় প্রান্তিক EPS এখনও প্রকাশ করেনি।
2️⃣ SALAMCRST= কোম্পানির উৎপাদন বন্ধ। মালিক পালাতক। গত ১ বছর থেকে কোন আর্থিক বিবরণী প্রকাশ করে না। কর্মকর্তারা ঠিকমত বেতন পাচ্ছে না।
3️⃣ KPPL= অনেক দিন থেকে কোম্পানি বন্ধ। Z গ্রুপের শেয়ার। কোম্পানি গত ৪ বছর থেকে কোন আর্থিক বিবরণী প্রকাশ করে না।
4️⃣ ATLASBANG= Z গ্রুপের শেয়ার। গত ৪ বছর থেকে কোন ডিভিডেন্ড দেয় না।
5️⃣ JUTESPINN= Z গ্রুপের শেয়ার। গত ৩ প্রান্তিকে লোকসান করেছে ২৪ টাকা।
6️⃣ APEXTANRY= প্রায় মৃত একটি কোম্পানি। গত ৩ প্রান্তিকে লোকসান করেছে ১২ টাকা।
7️⃣ KTL = মৃত একটি কোম্পানি। গত ১ বছর থেকে কোন আর্থিক বিবরণী প্রকাশ করে না।
8️⃣ FAREASTFIN = শেয়ার প্রতি সম্পদ ঋণাত্মক ৪৫ টাকা। Z গ্রুপের শেয়ার। গত ৯ বছর থেকে কোন ডিভিডেন্ড দেয় না।
9️⃣ KEYACOSMET= কোম্পানির উৎপাদন বন্ধ। Z গ্রুপের শেয়ার। গত ৪ বছর থেকে কোন ডিভিডেন্ড দেয় না।
🔟 ICBIBANK= শেয়ার প্রতি সম্পদ ঋণাত্মক ১৯ টাকা। Z গ্রুপের শেয়ার। ডিভিডেন্ড দেয়ার কোন রেকর্ড খুজেই পেলাম না।

আজকের বাজারে Top Ten Gainer এর তালিকায় থাকা প্রথম ১৫টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানিই উৎপাদন বন্ধ, না হয় Z গ্রুপের শেয়ার। কিছু কোম্পানির তো আবার সম্পদ ঋণাত্মক। এটি কি একটি দেশের পুঁজিবাজারের চিত্র হতে পারে। এই কোম্পানি গুলোর উপর ভর করে একটি দেশের শেয়ার বাজার কি এগিয়ে যাওয়া সম্ভব। আপনারা কি মনে করে❓

দীর্ঘ পতনের পরে মার্কেট উত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে।আশাবাদী আগামী সপ্তাহে ভালো কিছু হবে।
23/05/2025

দীর্ঘ পতনের পরে মার্কেট উত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে।আশাবাদী আগামী সপ্তাহে ভালো কিছু হবে।

junk low paid,  movement শুরু হয়েছে,  Eastern lub লিডার,সাথে অন্য সরকারি শেয়ার গুলো। তাই খুজে খুজে জাংক লো পেইড এ শর্ট ট...
14/04/2025

junk low paid, movement শুরু হয়েছে, Eastern lub লিডার,সাথে অন্য সরকারি শেয়ার গুলো।
তাই খুজে খুজে জাংক লো পেইড এ শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে পারলে টাকা ডাবল রিডাবল হতে পারে।

Sme platform এর শেয়ার কেনাবেচার জন্য যারা এলিজিবল আছেন,এখন এন্ট্রি নিতে পারেন, sme মুভমেন্ট শুরু হয়েছে।
14/04/2025

Sme platform এর শেয়ার কেনাবেচার জন্য যারা এলিজিবল আছেন,এখন এন্ট্রি নিতে পারেন, sme মুভমেন্ট শুরু হয়েছে।

01/06/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো Share Market Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share