
12/06/2025
মাত্র ৫-৭ লাখ টাকায় এমন বাড়ি বানাতে পারবেন। সন্তানকে শহরতলী অথবা গ্রামের অক্সিজেন ভরা এমন বাগানে রাখুন। ৬টি গ্রিনহাউজ গ্যাস, ডার্টি-12 নামে ১২টি ক্ষতিকর কেমিকেলে ভরা শহরের বাতাসের প্রতিটি কণা। শহরে কেনা প্রতিটি খাবারে রয়েছে ফর্মালিন, কার্বাইড, রাইপেন, প্রিজারভেটিভ ও ফারসিনোজেন।
সন্তানকে যতই কোচিং করান, ভালো স্কুলে পড়ান, প্রাইভেট পড়ান না কেন; দিন শেষে তার স্নানুতন্ত্র, মস্তিষ্ক ও দেহকোষগুলো দূর্বল হয়ে পড়ছে।
গ্রাম কিংবা শহরতলীতে থাকলে অন্তত কিছুটা বিশুদ্ধ অক্সিজেন ও খাবারে সে সুস্থ সবল ভাবে বেঁচে উঠবে। কষ্ট করে স্কুল ও অফিসের জন্য শহরের সাথে যোগাযোগ রাখুন।
মনে রাখবেন, বিশ্বের ৮৫% প্রতিভা গ্রামেই সৃষ্টি হয় আর ছড়িয়ে পড়ে শহরে। শহরে শুধু সৃষ্টি হয় কাজ করা কিছু যন্ত্র মানব। যারা দক্ষতার সাথে শুধু কাজ করতে পারে। কিন্তু তাদের মধ্যে থাকেনা সৃষ্টিশীলতা ও সৃজনশীলতা।
আর এর জন্য শতভাগ দায়ী পরিবেশের দূষণ