09/05/2025
হায়রে গদি মিডিয়া, তুমি আমার ঘুম কাড়লে, পৃথিবী হাসালে! 😭
ওরে বাবা, গতকাল রাতটা কী যে কাটলো, বলে বোঝাতে পারবো না! 😫 আমি, একজন সাধারণ মানুষ, ভারতের #গদি_মিডিয়ার চিৎকারে পড়ে সারারাত ঘুমের সঙ্গে লড়াই করে গেলাম। মিডিয়া চ্যানেলগুলো যেন পাকিস্তানের "পতনের" উৎসব পালন করছিলো! একেকটা খবরে মনে হচ্ছিলো, এই বুঝি পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে উড়ে মঙ্গল গ্রহে চলে গেছে!
কী কী বললো এই গদি মিডিয়া? শোনো, তালিকা শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরবে:
১. পাকিস্তানের সেনা প্রধান গ্রেপ্তার! (কে ধরলো, কোথায় ধরলো, সেটা বলতে ভুলে গেছে!)
২. প্রেসিডেন্ট প্রাসাদ গুঁড়িয়ে দেওয়া হয়েছে! (কোন মিসাইল, কোন ট্যাঙ্ক, সেটা গোপন রেখেছে!)
৩. #বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে! (কিন্তু গুগল ম্যাপে এখনো বেলুচিস্তান পাকিস্তানেই আছে!)
৪. #ইসলামাবাদ পুরোপুরি বিধ্বস্ত! কিন্তু সকালে দেখি, লোকজন রাস্তায় চা খাচ্ছে!)
৫. #করাচি বন্দর বিধ্বস্ত! (অথচ জাহাজগুলো এখনো ভাসছে!)
৬. #পাকিস্তানের পাইলট আটক!
৭. পুরো পাকিস্তানে ইন্ডিয়ান সোলজার ঢুকে গেছে! (মানে, বলিউডের সিংহম এখন ইসলামাবাদে?)
৮. পাকিস্তানের নাম ম্যাপ থেকে মুছে গেছে! (গুগল ম্যাপ, তুমি কেন এখনো পাকিস্তান দেখাচ্ছো?)
৯. পুরো ডিফেন্স সিস্টেম ডেস্ট্রয়!
১০. এফ-১৬ ভূপাতিত!
এইসব শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো! রাতভর চিপসের প্যাকেট আর চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসে রইলাম। মনে হচ্ছিলো, আমি নিজেই যেন ইতিহাসের মহাকাব্যের সাক্ষী হচ্ছি। আর গোবর মাথার ভক্তগুলো? ওরা তো পুরা বিচি মাথায় করে বানরের মতো নাচতে শুরু করলো! সোশ্যাল মিডিয়ায় পোস্ট, "জয় হিন্দ! পাকিস্তান শেষ!" আরে ভাই, একটু ফ্যাক্ট চেক করো! 😅
কিন্তু সকাল হতেই স্বপ্নভঙ্গ! 😢 ঘুম-ঝড়ানো চোখে মোবাইল হাতে নিয়ে খবর চেক করলাম। আরে, এ কী? ৯০% খবরই ফেক! 🤡 ইসলামাবাদে লোকজন বাজার করছে, করাচিতে জাহাজ ভাসছে, বেলুচিস্তানে কেউ স্বাধীনতার ঢাক পিটছে না! এমনকি পাকিস্তানের নাম ম্যাপে টিকটিকি মারছে!
এই #ভারতীয়_গদি_মিডিয়ার মিথ্যে প্রোপাগান্ডা দেখে পুরো দুনিয়া হেসে লুটোপুটি খাচ্ছে! বিদেশি নিউজ সাইটগুলোতে লেখা, "ভারতের মিডিয়া আবার বলিউড স্টাইলে ফেক নিউজ ছড়ালো!" পুরো পৃথিবী এখন এই গদি মিডিয়ার কারবার দেখে #বিনোদন উপভোগ করছে। আর আমি? আমি আমার হারানো ঘুম আর চিপসের প্যাকেটের শোকে বসে আছি। 😭
#গদি_মিডিয়া #ফেক_নিউজ