Story of Jannah

  • Home
  • Story of Jannah

Story of Jannah No job ?? Pray Tahajjud.. You're in stress ?? Pray Tahajjud. You want something ?? You're suffering from illness ?? You wanna get married ?? Just trust in Allah ﷻ
(1)

Tahajjud prayer can change any situation for u.

এক পেশেন্টের বাসায় কলিং বেলে ৩ বার চাপ দিয়ে দরজার সামনে এইটা রেখে যায়।দরজা খুলে উনারা কাউকেই দেখতে পাননি।রক্ত দিয়ে এই যা...
24/06/2025

এক পেশেন্টের বাসায় কলিং বেলে ৩ বার চাপ দিয়ে দরজার সামনে এইটা রেখে যায়।দরজা খুলে উনারা কাউকেই দেখতে পাননি।

রক্ত দিয়ে এই যাদু অসুস্থতা,বিচ্ছেদ এবং হত্যার জন্য করা হয়েছে।
কারা যাদু করেছে পেশেন্টরা সেটা ভালোভাবেই জানেন।এর আগেও অনেকবার যাদু করা হয়েছে তাদের..

এখন প্রশ্ন হচ্ছে, যাদু লুকিয়ে না রেখে দরজার সামনে কেনো রাখলো? তাও আবার কলিং বেল দিয়ে?

এর উত্তর হচ্ছে...কিছু যাদু এমন যা স্পর্শের মাধ্যমে এক্টিভ হয়..মানে স্পর্শ করার সাথে সাথে আপনি যাদুতে আক্রান্ত হয়ে যাবেন।

আমার এই পেশেন্টও না বুঝে খালি হাতে সেটা ধরেন।

Collected

23/06/2025

Breaking news:
সৌদি,কাতার,বাহরাইন, ইরাক ও আরব আমিরাতে একযোগে মার্কিন ঘাঁটি লক্ষ করে মিসাইল ছুড়েছে ইরান।
এসব দেশে সাইরেন বাজছে

ইরানের হাম*লা*তেই এত ভয় যদি মুসলিম রাষ্ট্র গুলো ঐক্যমত হয় এদের লা*শ ও খুঁজে পাওয়া যাবেনা মনে হয়।
15/06/2025

ইরানের হাম*লা*তেই এত ভয় যদি মুসলিম রাষ্ট্র গুলো ঐক্যমত হয় এদের লা*শ ও খুঁজে পাওয়া যাবেনা মনে হয়।

কোটি কোটি মুসলিমের হৃদয় শান্ত করার ছবি ❤️
14/06/2025

কোটি কোটি মুসলিমের হৃদয় শান্ত করার ছবি ❤️

Trust and wait.......✨🩷
12/06/2025

Trust and wait.......✨🩷

এই গরুটা ছিলো তাহাজ্জুদের রেজাল্ট। ছোট করে একটা বিশ্বাসের গল্প বলি।আমরা জানতাম না এই বছর কোরবানি দিতে পারবো কিনা। আর গতব...
11/06/2025

এই গরুটা ছিলো তাহাজ্জুদের রেজাল্ট।

ছোট করে একটা বিশ্বাসের গল্প বলি।

আমরা জানতাম না এই বছর কোরবানি দিতে পারবো কিনা।

আর গতবছরের কোরবানির পর থেকে আমার ইচ্ছা ছিলো আমি কোরবানিতে একভাগ দিবো।

কোরবানির একমাস আগে আমি খুব আশাহত হয়ে রাতে আল্লাহকে বলতেসিলাম আমার ইচ্ছা ছিলো এইবার কোরবানি দিবো কিন্তু আর সুযোগ হইলো কই? ঠিকাছে পরের বছর হবে ইনশাআল্লাহ।

আমার সেদিনের প্রার্থনা ঐটুকুতেই শেষ।

ঠিক পরেরদিন সকালে ফোন আসে আমার কাছে
"আমি ব্র্যাক থেকে বলছি, আপনি কয়েকদিন আগে পরীক্ষা দিসিলেন। আপনি কি জয়েন করবেন?"

ব্র্যাকের একটা নিয়ম হলো আপনি যদি উৎসবের দুইদিন আগেও জয়েন করেন আপনাকে পুরা বোনাস দিয়ে দেয়া হবে।

এটা সেই বোনাসের গরু ছিলো আলহামদুলিল্লাহ।

আমি খুব স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছিলাম।
তখন ভেঙে পড়ে গিয়ে রোজায় তাহাজ্জুদ ধরি এবং এটা চলমান থাকে জয়েন করার আগ পর্যন্ত।

(তাহাজ্জুদের পিছে একজন মানুষের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে। )

যেকোনো দোয়াই অ্যান্সার্ড হয়। কোনোটা কোনোটা ম্যাটারিয়ালাইজ হয়। আমারগুলা হচ্ছে।

আমি লিভিং এক্সাম্পল না হওয়ায় আপনাকে বলতেসি না আপনি তাহাজ্জুদ পড়েন। এটা বলবো দোয়া করেন। সব দোয়াই কবুল হয়।

আল্লাহ সূরা দুহার পাঁচ নাম্বার আয়াতে বলছেন
"তোমার পালনকর্তা সত্বরই তোমাকে দান করবে এবং তুমি সন্তুষ্ট হবেন"

ইয়েস ইনডিড ইট ইজ।

আবার একি সুরার শেষ আয়াতে বলছেন
"এবং তোমার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন"❤️

#সংগৃহীত

তাড়াহুড়ো করবেন না!ভালো সময়টা একটু দেরি করেই আসে, খা'রাপ সময়টা ধৈর্য ধরে কাঁটিয়ে দিন।
11/06/2025

তাড়াহুড়ো করবেন না!
ভালো সময়টা একটু দেরি করেই আসে, খা'রাপ সময়টা ধৈর্য ধরে কাঁটিয়ে দিন।

10/06/2025

মনে রাখবেন স্বয়ং আল্লাহ তা’আলা ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দিতে পারেননি- তাহলে আপনি কেন নিজের উপর হতাশ হচ্ছেন🙂

The rare picture of eid ul adha💔
07/06/2025

The rare picture of eid ul adha💔

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْউচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমঅর্থ: আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে ক...
07/06/2025

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

উচ্চারণ: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
অর্থ: আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন।

05/06/2025

📌 যারা আজ রোজা রাখেননি, আগামীকাল আরাফাহর নিয়তে রাখবেন।

যারা আজকে রেখেছেন, তারা নফল নিয়তে রাখুন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share