
24/06/2025
এক পেশেন্টের বাসায় কলিং বেলে ৩ বার চাপ দিয়ে দরজার সামনে এইটা রেখে যায়।দরজা খুলে উনারা কাউকেই দেখতে পাননি।
রক্ত দিয়ে এই যাদু অসুস্থতা,বিচ্ছেদ এবং হত্যার জন্য করা হয়েছে।
কারা যাদু করেছে পেশেন্টরা সেটা ভালোভাবেই জানেন।এর আগেও অনেকবার যাদু করা হয়েছে তাদের..
এখন প্রশ্ন হচ্ছে, যাদু লুকিয়ে না রেখে দরজার সামনে কেনো রাখলো? তাও আবার কলিং বেল দিয়ে?
এর উত্তর হচ্ছে...কিছু যাদু এমন যা স্পর্শের মাধ্যমে এক্টিভ হয়..মানে স্পর্শ করার সাথে সাথে আপনি যাদুতে আক্রান্ত হয়ে যাবেন।
আমার এই পেশেন্টও না বুঝে খালি হাতে সেটা ধরেন।
Collected