Story of Jannah

  • Home
  • Story of Jannah

Story of Jannah No job ?? Pray Tahajjud.. You're in stress ?? Pray Tahajjud. You want something ?? You're suffering from illness ?? You wanna get married ?? Just trust in Allah ﷻ
(1)

Tahajjud prayer can change any situation for u.

জমজম পানির বরকত নিয়ে আমার একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। একদম ম্যাজিকের মতো এটা কাজ করেছে আলহামদুলিল্লাহ আ...
18/09/2025

জমজম পানির বরকত নিয়ে আমার একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। একদম ম্যাজিকের মতো এটা কাজ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤍

২ সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম। জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা। গলা এতো পরিমাণ ব্যথা ছিলো যে সামান্য ঢুক পর্যন্ত গিলতে কষ্ট হতো। এই ২ সপ্তাহ যে কি পরিমানে ঔষধ, লাল চা আর তুলসি পাতা খেয়েছি বলার বাহিরে তাও গলা ব্যথা কমে না। কি এক পেরেশানিতে ছিলাম ব্যথা নিয়ে। হঠাৎ করে কি মনে করে যেনো জমজম পানির কথা স্মরণে আসলো। সাথে সাথে আম্মুকে জিজ্ঞেস করলাম জমজম পানি আছে নাকি। তারপর আম্মু এই পিচ্চি বোতলটা এনে হাতে দিলো ✨
ব্যাস! নিজের সুস্থতার নিয়ম করে, নিজের জন্য দোয়া করে খেয়ে নিলাম। মনে প্রানে বিশ্বাস ছিলো আল্লাহ এই জমজম পানির উছিলায় আমাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ!!

বিশ্বাস করেন আমি এই জমজমের পানিটা দুপুরে খেয়েছি। রাতের মধ্যে আমার গলা কান ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! যেই ব্যথা নিয়ে এতো পেরেশানিতে ছিলাম। কোনো কিছুতেই কিছুর কাজ হচ্চিলো না ব্যথার জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থা সেই ব্যথাকে আল্লাহ মুহূর্তে ভ্যানিশ করে দিছে সুবহানাল্লাহ 🌻

জমজম পানি আর দোয়ার "Power" দেখেছেন! সাথে কিন্তু অন্তরে বিশ্বাসও রাখতে হবে ইনশাআল্লাহ 💌

নতুন একটা ট্রেন্ড চলছে। অনেকে Gemini দিয়ে ছবি এডিট করছে। কেউ পাঞ্জাবি লাগাচ্ছে। কেউ শার্ট। কেউ নিজের ছবির ব্যাকগ্রাউন্ড...
17/09/2025

নতুন একটা ট্রেন্ড চলছে। অনেকে Gemini দিয়ে ছবি এডিট করছে। কেউ পাঞ্জাবি লাগাচ্ছে। কেউ শার্ট। কেউ নিজের ছবির ব্যাকগ্রাউন্ড বদলে দিচ্ছে। কেউ কেউ আবার চেহারা ব্রাইট করে ছবি পোস্ট করছে।

কিছু পোস্টের মারফতে জানতে পারলাম মেয়েরাই নাকি এসব বেশি করছে। তারা নিজেদেরকে শাড়ি পরাচ্ছে। কখনও শর্ট ড্রেস। কখনও-বা মডেলের মতো নিজেকে সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়ছে।

শুনলাম, ছবিগুলো দেখতে নাকি এতটাই রিয়েলেস্টিক লাগে—আসল আর নকল বোঝা মুশকিল।

ভাবুন তো, যদি কেউ আপনাকে এরকম বিবস্ত্র করে ছবি পোস্ট করে? যেহেতু এডিট করে ড্রেস বদলানো যায়, শরীরের গড়ন পাল্টানো যায়, তাহলে এমনভাবে বিবস্ত্র করা কি সম্ভব নয়?

তাই বলছি, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার আগে সাবধান হন। আজকে যদি কেউ আপনার ছবি ব্যবহার করে অশ্লীল কনটেন্ট বানিয়ে ছড়িয়ে দেয়? যদি কোনো প*র্ণ সাইটে আপনার ছবি বা ভিডিও চলে আসে?

কী করবেন তখন?

— মাহমুদ বিন নূর
Muslim's Deed

রবের ‘কুন-ফায়াকুন’ বলার..🖤🫀courtesy — প্রত্যাবর্তনের খোঁজে
17/09/2025

রবের ‘কুন-ফায়াকুন’ বলার..🖤🫀

courtesy — প্রত্যাবর্তনের খোঁজে

গা*জার এক শহীদের দেহ থেকে অনবরত মেশকের সুঘ্রাণ ছড়াচ্ছিলো। আর আশেপাশের মানুষেরা এসে তা গ্রহণ করার জন্য ভীড় জমিয়েছে।সুবহান...
15/09/2025

গা*জার এক শহীদের দেহ থেকে অনবরত মেশকের সুঘ্রাণ ছড়াচ্ছিলো। আর আশেপাশের মানুষেরা এসে তা গ্রহণ করার জন্য ভীড় জমিয়েছে।

সুবহানাল্লাহ্!

সোর্স : DOAM বাংলা

Ameen ❤️💯
15/09/2025

Ameen ❤️💯

যখন মানুষ সব দরজা বন্ধ করে দেয়, তখন আল্লাহর কাছে দোয়া করো ❤️‍🩹   ゚viralfbreelsfypシ゚viral
14/09/2025

যখন মানুষ সব দরজা বন্ধ করে দেয়,
তখন আল্লাহর কাছে দোয়া করো ❤️‍🩹

゚viralfbreelsfypシ゚viral

13/09/2025

তাঁরাই সফল হয়েছে,
যারা পরিকল্পনা গোপন রেখেছে 🌸💯

সবাই যখন বলে 'অসম্ভব' তখন একজন আছেন আল্লাহ-যিনি বলেন-কুন ফায়াকুন...🩶
13/09/2025

সবাই যখন বলে 'অসম্ভব' তখন একজন আছেন আল্লাহ-যিনি বলেন-কুন ফায়াকুন...🩶

12/09/2025

সফলতার পিছনে কারো সাহায্যের দরকার নেই,আল্লাহর রহমতই যতেষ্ট...।

ঠিক☝️💖©️   ゚viralfbreelsfypシ゚viral
11/09/2025

ঠিক☝️💖

©️
゚viralfbreelsfypシ゚viral

হঠাৎ আমি অফলাইনে চলে যাবো! এভাবে করে ২-১ মাস কেটে যাবে! অনেক মেসেজ জমা হয়ে থাকবে‌! কেউ নতুন, কেউ পুরোনো! কেউ সালাম দিয়...
11/09/2025

হঠাৎ আমি অফলাইনে চলে যাবো! এভাবে করে ২-১ মাস কেটে যাবে! অনেক মেসেজ জমা হয়ে থাকবে‌! কেউ নতুন, কেউ পুরোনো! কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায়, আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা বকাও দিয়ে রাখবে‌! এরপর বন্ধুদের টাইম লাইনে আচমকা একটা পোস্ট আসবে!🌸

'এই আইডির মালিক গত এত তারিখ, এত সময়ে ইন্তেকাল করেছেন! তার মাগফিরাতের জন্য দোয়া করবেন!🖤

এটা দেখে কয়েক'শ Sad react , আর কমেন্টের বন্যা! এভাবে ৩-৪ দিন! এরপর এটা ধামাচাপা, পুরোনো! ২-১ এক দিন হয়তো মন খারাপ হবে, যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতি হবেন! এভাবে করেই আমার নামটি মুছে যাবে! ব্যস্ত দুনিয়ায় সবাই ব্যস্ত হয়ে যাবেন! মুছে যাবে আমার নামটি!আইডি টাও পড়ে থাকবে! সময় তার গতিতে চলমান। শুধু আমার সময়টা শেষ হয়ে যাবে!এই তো ক্ষণিকের হৈ হুল্লোড়!🖤🤍

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of Jannah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share