
18/09/2025
জমজম পানির বরকত নিয়ে আমার একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। একদম ম্যাজিকের মতো এটা কাজ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤍
২ সপ্তাহ ধরে অসুস্থ ছিলাম। জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা। গলা এতো পরিমাণ ব্যথা ছিলো যে সামান্য ঢুক পর্যন্ত গিলতে কষ্ট হতো। এই ২ সপ্তাহ যে কি পরিমানে ঔষধ, লাল চা আর তুলসি পাতা খেয়েছি বলার বাহিরে তাও গলা ব্যথা কমে না। কি এক পেরেশানিতে ছিলাম ব্যথা নিয়ে। হঠাৎ করে কি মনে করে যেনো জমজম পানির কথা স্মরণে আসলো। সাথে সাথে আম্মুকে জিজ্ঞেস করলাম জমজম পানি আছে নাকি। তারপর আম্মু এই পিচ্চি বোতলটা এনে হাতে দিলো ✨
ব্যাস! নিজের সুস্থতার নিয়ম করে, নিজের জন্য দোয়া করে খেয়ে নিলাম। মনে প্রানে বিশ্বাস ছিলো আল্লাহ এই জমজম পানির উছিলায় আমাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ!!
বিশ্বাস করেন আমি এই জমজমের পানিটা দুপুরে খেয়েছি। রাতের মধ্যে আমার গলা কান ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! যেই ব্যথা নিয়ে এতো পেরেশানিতে ছিলাম। কোনো কিছুতেই কিছুর কাজ হচ্চিলো না ব্যথার জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থা সেই ব্যথাকে আল্লাহ মুহূর্তে ভ্যানিশ করে দিছে সুবহানাল্লাহ 🌻
জমজম পানি আর দোয়ার "Power" দেখেছেন! সাথে কিন্তু অন্তরে বিশ্বাসও রাখতে হবে ইনশাআল্লাহ 💌