11/03/2025
মুখে হাঁসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা 🌺
's 👳♀️👰
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কিছু মানুষ এর মুখের হাসি ফুটানোর জন্য আমাদের এই আয়োজন { ২০২৫ } ❤️
""মাহে রমজানের খুশি, মুখে ফুটুক হাসি""
আসেন আমরা সকলে এক হয়ে, ভালো কিছু কাজ করি এই রমজান মাসে। ফ্রী সময় তো গেম নিয়ে থাকা হয় আমাদের, কিছুদিন না হয় এই রমজানে আমরা সব (Pubg Players) ভাই ও বোনেরা গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই।
তাই আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের এই ছোট্ট PUBG কমিউনিটি থেকে কিছু অর্থ উঠাবো, যেটা আপনার আর আমার একার পক্ষে সম্ভব না।
ইনশা-আল্লাহ আমরা সবাই মিলে যদি ৫০-১০০ টাকা করে দেই,
তাহলে , এটা কিন্তু ভালো একটা এমাউন্ট হয়ে দাড়াবে।
( গেমের মধ্যে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করি দিনশেষে যেটা একদম শূন্য ) আশা করি আমরা এটা পারবো, এবং এই টাকা গুলো আমরা সংরক্ষণ করে যা যা করার নিয়ত করেছি।
১/ এতিমখানা, মাদ্রাসা, গরীব ও অসহায় মানুষের কিছুদিনের
সেহরী এবং ইফতারির ব্যবস্থা !
২/ অসহায় কিছু গরিব মানুষের ঈদের বাজার এবং নতুন জামা কাপড় কিনে দেওয়া❤️
# # # আমাদের_কালেকশনের_শেষ_সময়_আগামি_১৫_রোজা_ পর্যন্ত ইনশা-আল্লাহ🤍✅
বিকাশ পার্সোনাল : End ✅
-------------
নগদ পার্সোনাল : end ✅