BD.Sport's.NF

  • Home
  • BD.Sport's.NF

BD.Sport's.NF Assalamu alaikum i am Nurullah .Welcome to my page BD.Sports

আসন্ন এশিয়া কাপ - ২০২৫ গ্রুপ পর্বের, ভেন্যু ও সময়সূচি প্রকাশ। এক ভেন্যুতেই এশিয়া কাপের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।
04/08/2025

আসন্ন এশিয়া কাপ - ২০২৫ গ্রুপ পর্বের, ভেন্যু ও সময়সূচি প্রকাশ। এক ভেন্যুতেই এশিয়া কাপের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।

আমার বাংলা কবে জিতবে শিরোপা,,, বাংলাদেশের বেস্ট টি-টোয়েন্টি স্কট ২০২৫🏏🇧🇩
04/08/2025

আমার বাংলা কবে জিতবে শিরোপা,,,
বাংলাদেশের বেস্ট টি-টোয়েন্টি স্কট ২০২৫🏏🇧🇩

এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ🇧🇩দলে আছে প্রিয় ভাই নাঈম শেখ🔥🔥
04/08/2025

এশিয়া কাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ🇧🇩
দলে আছে প্রিয় ভাই নাঈম শেখ🔥🔥

🇧🇩🔥 ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস দল!✅ বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে টি-টোয়ে...
31/07/2025

🇧🇩🔥 ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর! বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস দল!

✅ বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে ডাচরা।
📆 পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৪ আগস্ট ঢাকায় পৌঁছাবে নেদারল্যান্ডস দল।
🏏 ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
📍এই সিরিজ শুধুমাত্র মিরপুরে নয়, বিকল্প ভেন্যু নিয়েও ভাবছে বিসিবি।

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসাল;মুশফিকুর রহিম - ৬২ (৮২ ইনিংস) লিটন কুমার দাস - ৫১ (৪৫ ইনিংস)ন...
30/07/2025

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসাল;

মুশফিকুর রহিম - ৬২ (৮২ ইনিংস)
লিটন কুমার দাস - ৫১ (৪৫ ইনিংস)
নুরুল হাসান সোহান - ৩০ (৪৫ ইনিংস)

বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যার কোন হিটার্স নেই, সে নিজেও নেই কোন ঝামেলার সাথে জড়িত, তিনি বড়ো ক্রি...
29/07/2025

বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান
যার কোন হিটার্স নেই, সে নিজেও নেই কোন ঝামেলার সাথে জড়িত,
তিনি বড়ো ক্রিকেটার হতে চান নাই হতে চেয়েছিলেন একজন ভালো মানুষ এখন তিনি যেমন বড়ো মাপের ক্রিকেটার তেমনই একজন ভালো মানুষ
আমি মনে করি পৃথিবী ক্রিকেটের অন্যতম নম্র ভদ্র ক্রিকেটার এখন মুস্তাফিজুর রহমান ❤️❤️

মিরপুর শের-ই-বাংলার পিচ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর অবশেষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ...
29/07/2025

মিরপুর শের-ই-বাংলার পিচ নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর অবশেষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ কিউরেটর গামিনী ডি সিলভাকে ঢাকার বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মিরপুরে গামিনীর সঙ্গে উইকেট পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দল চায় উন্নত ও প্রতিযোগিতামূলক কন্ডিশনে প্রস্তুতি নিতে। অথচ দীর্ঘদিন ধরে মিরপুরের উইকেট নিয়ে অভিযোগ রয়েছে ব্যাট-বলের ভারসাম্যহীনতা এবং একপেশে কন্ডিশনের কারণে। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার, এমনকি বিশ্লেষকরাও এই উইকেট নিয়ে বারবার সমালোচনা করেছেন।

বিসিবির লক্ষ্য এবার স্পষ্ট—বিশ্বকাপের আগে ব্যাটিং-বান্ধব ও উপযোগী উইকেটে প্রস্তুতির ব্যবস্থা করা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গামিনীকে ঢাকার বাইরের ভেন্যুগুলোর উইকেট উন্নয়নে কাজ করতে পাঠানো হচ্ছে। ২০১০ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত গামিনী ডি সিলভার সময়কালে সবচেয়ে বেশি বিতর্ক উঠেছে মিরপুরের উইকেট নিয়ে। এবার তাই তার মিরপুর অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে বোর্ড।

অনেকেই দেখছি সৌম্য সরকার কে চাচ্ছে কিন্তু এটা নতুন দের টি-টুয়েন্টি দল সেই হিসেবে আমার মতে দল ঠিক আছে ,তবে তাওহিদ রিদয় ...
27/07/2025

অনেকেই দেখছি সৌম্য সরকার কে চাচ্ছে
কিন্তু এটা নতুন দের টি-টুয়েন্টি দল সেই হিসেবে
আমার মতে দল ঠিক আছে ,তবে তাওহিদ রিদয় ওডিআই দলের জন্য বেস্ট এই যায়গা টা মাহিদুল ইসলাম অংকনকে আনা উচিত, BPL ধারাবাহিক ভালো খেলছে ছেলেটা
টি-টুয়েন্টির জন্য পারফেক্ট একটা দল হবে এভাবে দল সাজালে
০১/তানজিদ তামিম
০২/পারভেজ হোসেন ইমন
০৩/জিসান আলম
০৪/লিটন কুমার দাস
০৫/মাহিদুল ইসলাম অংকন
০৬/জাকের আলি অনিক
০৭/নুরুল হাসান সোহান
০৮/শামিম পাটোয়ারী
০৯/শেখ মাহাদি
১০/রিশাদ হোসেন
১১/নাসুম আহমেদ
১২/সাইফুদ্দিন
১৩/তানজিম সাকিব
১৪/তাসকিন আহমেদ
১৫/শরিফুল ইসলাম
১৬/মুস্তাফিজুর রহমান
এটা আমার মত আপনাদের কোন মতামত থাকলে বলতে পারেন

সামনে আসছে এশিয়া কাপ দেখে নিন সময় সুচি
27/07/2025

সামনে আসছে এশিয়া কাপ দেখে নিন সময় সুচি

বাংলাদেশ জিন্দাবাদ শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে ৭৭রানের হার বাংলাদেশের 😥
02/07/2025

বাংলাদেশ জিন্দাবাদ

শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে
৭৭রানের হার বাংলাদেশের 😥

ওয়াট এ কাম ব্যাক তাসকিন আহমেদ ৪ওভার ২মেডেন ৬রান ২উইকেট😱
02/07/2025

ওয়াট এ কাম ব্যাক তাসকিন আহমেদ
৪ওভার ২মেডেন ৬রান ২উইকেট😱

এশিয়া কাপ ২০২৫ আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সম্ভাব্য তারিখ অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর এবং শেষ...
29/06/2025

এশিয়া কাপ ২০২৫ আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সম্ভাব্য তারিখ অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর এবং শেষ হতে পারে ২৮ সেপ্টেম্বরের মধ্যে।

এইবারের আসরের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ভারত, তবে ভেন্যু হিসেবে শুধুমাত্র ভারতেই সব ম্যাচ হবে না। রাজনৈতিক ও ভৌগোলিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতকে রাখা হয়েছে সহ-আয়োজক হিসেবে।

বিশেষ করে পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে রয়েছে কিছু স্পষ্ট সীমাবদ্ধতা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক রাজনৈতিক টানাপড়েনের কারণে ধারণা করা হচ্ছে, পাকিস্তান দলের ম্যাচগুলো আরব আমিরাতেই আয়োজন করা হবে। এর ফলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে দলটি।

সংক্ষেপে:

🗓️ সম্ভাব্য সময়: ১২ – ২৮ সেপ্টেম্বর ২০২৫

🇮🇳 মূল আয়োজক: ভারত

🇦🇪 সহ-আয়োজক: সংযুক্ত আরব আমিরাত

🇵🇰 পাকিস্তানের ম্যাচ: সম্ভাব্যভাবে আমিরাতে

Address

Gopalganj, Tunggipara, Kusli

8120

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD.Sport's.NF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share