
26/06/2024
# **ফ্রিল্যান্সারদের ৩টা স্তর**
আমার মতে আমাদের দেশে একজন ফ্রিল্যন্সার, ফ্রিল্যন্সিং করতে যেয়ে তিনটা স্তর পার করে
১। ফ্রিল্যন্সার যখন প্রথম স্তরে প্রবেশ করে, তখন সে খুব অহংকারী হয়ে উঠে। মার্কেটপ্লেসে কিছু কাজ কমপ্লিট করেই মনে করে, সে সব কিছু জেনে ফেলেছে, দুনিয়া জয় করে ফেলেছে। পুরাতন অভিজ্ঞ ফ্রিল্যন্সারদের তুচ্ছ তাচ্ছিল্য করে, সুযোগ পেলে অপমান করে। বিভিন্ন গ্রুপে গ্রুপে ইনকামের স্ক্রিনশট দিয়ে বেড়ায়। নিজের প্রফাইলে দামী মোটরসাইকেল, লেটেস্ট আইফোনের মিরর সেলফি দেয়। সবাইকে ফ্রি উপদেশ আর পরামর্শ দিয়ে বেড়ায়। সুযোগ পেলেই অন্য পেশাকে হেয়, ছোট করে।
২। দ্বিতীয় স্তরে প্রবেশ করার পর সে বিনয়ী হয়।
৩। আর তৃতীয় স্তরে প্রবেশ করার পর সে তার অজ্ঞতা উপলব্ধি করতে পারে। সে যে আসলে কিছুই জানেনা সেটা সে বুঝতে পারে। নিজেকে অনেক ছোট মনে করা শুরু করে, তার আগের করা বাজে কাজগুলোর জন্য সে লজ্জিত অনুতপ্ত হয়। ভাল করে কাজ না শেখার জন্য সে খুব আফসোস করে। তার ইচ্ছে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, আবার ভাল করে কাজ শেখা শুরু করার।
জানিনা আপনাদের কার কি অবস্থা জানি না, আফসোস লাগে এতদিন পর আমি মাত্র তৃতীয় স্তরে প্রবেশ করেছি :'(
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ!
-কালেক্টেড