NGC - Crush & Confession

  • Home
  • NGC - Crush & Confession

NGC - Crush & Confession None of the post shown here are made by the admin. The post are provided by this page's users.

Confession No: 98From: লাজুক একটা ছেলেTo: Farha Islam Ananna (মায়াবী মেয়ে)💗আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন।আপনা...
28/05/2025

Confession No: 98

From: লাজুক একটা ছেলে
To: Farha Islam Ananna (মায়াবী মেয়ে)💗

আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন।
আপনার সাথে আমার মাঝে মাঝে ফেসবুকে দেখা হতো কিন্তু এখন হয় না তেমন।
আমি আপনাকে ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ করি। মনে মনে এক আকাশ পরিমাণ স্বপ্ন ও দেখি আপনাকে নিয়ে।
আপনি জানেন আপনি যখন ফেইসবুকে আসেন না আমি বার বার আপনার প্রোফাইল দেখি আপনি কখন লাইনে আসবেন

আমি আপনার সাথে কথা বলার জন্য অনেক ইচ্ছে পোষণ করি কিন্তু আপনি হয়তো বুঝতে সক্ষম নন। অনেক পছন্দ করি আপনাকে

যদি এই পোস্ট আপনি দেখেন আমাকে খুজতে ভুলে যাইয়েন না 🥺
অপেক্ষায় থাকবো আপনার

ইতি
একজন ভীতু মানুষ

23/05/2025

My daughter will change my life 🙂

Confession No: 97Form: অপরিচিতা [বোরকা পড়া পিছনে ব্যাগ] 💝 To:  হতভাগা 🤦এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা !  আপন...
22/05/2025

Confession No: 97

Form: অপরিচিতা [বোরকা পড়া পিছনে ব্যাগ] 💝
To: হতভাগা 🤦

এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা ! আপনাকে প্রথম দেখি অনেক আগেই আজকে আবার সবুজপাড়া থেকে বের হচ্ছেন,আরো কয়েকদিন দেখেছি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি যোগাযোগ করতে পারি নাই । আজকে পড়ে আপনার পিছনে পিছনে হাঁটতে শুরু করি মাঝ পথে কথা বলার অনেক চেষ্টা করি একটু কথা বলার সুযোগ পাই বাট আপনার হাতে নাকি সময় নাই পরে আপনি আপনার ম্যাসে ঢুকছেন ।আপনার চোখের মায়ায় পড়ে গিয়েছি । আসলে আমার কারো প্রতি ভাললাগা , ভালবাসা বুঝতাম না তেমন , ঠিক আপনাকে দেখি বুঝলাম মানুষ প্রেমে পড়তে পারে।[ সব থেকে অদ্ভুত ব্যাপার আপনি আমার পরিবারের মতো দেখতে ঠিক যে বোরকা আপনি পড়ছেন ওই সেম বোরকা আমার আম্মু,বোন ,ভাবি পড়ে ]
আপনাকে আমি ভাগ্যের দোয়াই দিয়ে পেতে চাই , যদি আপনি আমাকে সুযোগ করে দেন।ছবি তোলার জন্য আন্তরিকভাবে দুঃখিত 🙏

আপনার অপেক্ষায় আছি ❣️
ভালো থাকবেন 💝

Confession No: 96Form: অপরিচিতা 💝 To: আজকে যার দিকে তাকিয়েছিলেন রাস্তায় 🤦এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা !  ...
17/04/2025

Confession No: 96

Form: অপরিচিতা 💝
To: আজকে যার দিকে তাকিয়েছিলেন রাস্তায় 🤦

এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা ! আপনাকে প্রথম দেখি আজকে কালিবাড়ী পাড় হয়ে আপনি আর আপনার সাথে একটা মেয়ে ছিলো আপনি বোরকা পড়ে ছিলেন। পড়ে আপনার পিছনে গিয়ে দেখি আপনি খাতার দোকানে কি যানি কিনতেছিন রং পেন্সিল এর মতো পরে রিক্সায় করে চলে যান। আপনার চোখের মায়ায় পড়ে গিয়েছি আপনি ও বেশ কয়েক আমার দিকে তাকিয়েছিলেন,আমি ওহ ঠিক
[আপনার বোরকার কালারের ছবি এই ধরনের]

আপনার অপেক্ষায় আছি ❣️
ভালো থাকবেন 💝🙂

Confession No: 95Form: অপরিচিতা 💝 To: কালকে যার দিকে তাকিয়েছিলেন 🤦এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা !  আপনাকে প...
21/03/2025

Confession No: 95

Form: অপরিচিতা 💝
To: কালকে যার দিকে তাকিয়েছিলেন 🤦

এই যে সুন্দরী কেমন আছেন? ভালো থাকারেই কথা ! আপনাকে প্রথম দেখি কালকে বুঝতে পারছেন কোথায়,আন্টি সহ বের হয়েছিলেন কেনাকাটা করতে।আপনার চোখের মায়ায় পড়ে গিয়েছি আপনি ও বেশ কয়েক বার তাকিয়েছিলেন আপনাকে ভালো লাগছে,ভালো লাগবে বললে ভুল হবে ভালোবেসে ভেলছি পরে আপনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি যোগাযোগ করতে পারি নাই আপনি কয়েক বার আমার দিকে তাকিয়েছিলেন,আমি ওহ ঠিক আপনার দিকে তাকিয়েছিলাম যতবার আমি আপনার দিকে তাকিয়েছি ঠিক ততবারই আমি আপনার মাঝে হারিয়ে গিয়েছি।
এর আগে এমন অনুভূতি আমার কখনো হয়নি কালকে আপনাকে দেখার পর ভালবাসা কি বুঝতে শিখলাম 💗🤦
আমি আপনাকে গোপন বিরহে ভালোবাসতে চাই, ভাগ্যের দোয়াই দিয়ে আমি আপনাকে পেতে চাই।

আপনার অপেক্ষায় আছি ❣️
ভালো থাকবেন 💝🙂

Confession No: 94প্রতিটি মানুষ সৌন্দর্যের পূজারি। একটা গোলাপ যখন ফোঁটে, কমবেশি সবাই সেই গোলাপের দিকে তাকায়। গোলপটা কিনে ...
14/03/2025

Confession No: 94

প্রতিটি মানুষ সৌন্দর্যের পূজারি। একটা গোলাপ যখন ফোঁটে, কমবেশি সবাই সেই গোলাপের দিকে তাকায়। গোলপটা কিনে নয়তো ছিঁড়ে নিজের কাছে নিতে চায়। আপনি হলেন আমার দেখা ঠিক ফুটন্ত গোলাপের মত। তবে আফসোস, আপনি গোলাপের রাণী। তাই আপনাকে চাইলেই তো আর পাবো না। এ জন্য ক্যামেরা বন্দি করে নিলাম।

01/03/2025

-Ramadan is almost here, Alhamdulillah!

There is something about this Naat that calms my soul 🤍🌸

Confession No: 93 From : এক আগন্তুকপ্রিয় অজানা শ্রেয়সী,আমি জানি না, তুমি আমাকে চেনো কিনা। কিন্তু আমি তোমাকে দেখেছি বড়...
27/02/2025

Confession No: 93

From : এক আগন্তুক

প্রিয় অজানা শ্রেয়সী,

আমি জানি না, তুমি আমাকে চেনো কিনা। কিন্তু আমি তোমাকে দেখেছি বড় মাঠে, কলেজে, আর শেষবার পিঠা উৎসবে, ছবিটা সেখানেই তোলা ।আমি তোমার সম্পর্কে কিছু জানি না শুধু জানি তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, মেবি সায়েন্স এ। প্রতিবারই মনে হয়েছে, যদি একবার কথা বলতে পারতাম! কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি, কিংবা হয়তো সাহস পাইনি।

তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই এইভাবে নিজের অনুভূতি জানাচ্ছি। এটা ভালো লাগা নাকি শুধুই কৌতূহল, জানি না। কিন্তু তোমাকে দেখার পর থেকে মনে হয়, তোমার সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত ছিল।

আমি তোমাকে বিরক্ত করতে চাই না, শুধু একবার কথা বলতে চাই। যদি কখনো এই লেখা তোমার চোখে পড়ে, দয়া করে তোমার আইডিটা দিও, নাহলে অন্তত একটা উপায় জানাও, যাতে তোমার সঙ্গে একবার কথা বলতে পারি।

– একজন অচেনা, কিন্তু আগ্রহী মানুষ

Confession No: 92From : Friend request এ ঝুলে থাকা কেও 🙂To: Md Emran Shahআমি আপনাকে প্রথম দেখি আমাদের ক্যাম্পাসের জামতলা...
25/02/2025

Confession No: 92

From : Friend request এ ঝুলে থাকা কেও 🙂
To: Md Emran Shah

আমি আপনাকে প্রথম দেখি আমাদের ক্যাম্পাসের জামতলায় সেদিন প্রথম দেখায় আমার আপনাকে অনেক ভালো লেগেছিলো তখন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে গল্প করতেছিলেন আমি পুকুর পার থেকে রোকন মামার দোকান থেকে আপনার দিকে তাকিয়ে আর চোখ সরাতে পারতেছিলাম না কিন্তু আপনার যে ভাব দেখলাম আপনি মনে হয় মেয়েদের দিকে তাকান য়ি নাহ।পরে হটাৎ করে কোথায় যে হারিয়ে গেলেন। আজ হঠাৎ আপনাকে কলেজ গেটের সামনে দেখলাম আপনার ব্যাপারে খোঁজ করতে শুনলাম আপনি নাকি বাঁধনের একজন সদস্য যেটা শুনে মনের মধ্যে আপনার প্রতি আরও ভালো লাগা কাজ করলো অনেক কষ্টে আপনার আইডি টা মেনেজ করেছি। ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে ভয় লাগছিলো কিন্তু সাহস করে দিলাম পরে দেখি আপনি ঝুলিয়ে রেখেছেন। আপনাকে মেসেজ দিতেও ভয় করছে মনে হচ্ছে আপনি যদি রাগ করেন।
এটা আমার আপনার প্রতি ভালো লাগা নাকি ভালোবাসা তা জানিনা কিন্তু আপনাকে দেখলে আপনাকে নিয়ে কিছু ভাবলে অনেক ভালো লাগে 🫣
আর হ্যা প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট টা একসেপ্ট করিয়েন 🙃

ইতি
আপনার ফ্রেন্ড লিস্টে ঝুলে থাকা একজন মানুষ 🙂

25/02/2025

Confession No: 91

From: আরে আমি'ই এডমিনের থেকে আইডি নিও
TO: অচেনা পরী

প্রেয়সী 🌷

চিনতে পারছো নিশ্চয়ই? তেতুলিয়া শিক্ষা সফর এ গিয়েছিলে তোমরা । তোমাকে প্রথম দেখেইতো মাথা ঘুরে উঠছিলো কি কি উপমা দেওয়া যায় তোমায় নারী নাকি পরী? ধুরু ম্যালা নারীর ভিরে সুন্দরী পরী। আমার বন্ধুরা বলছিলো এই মেয়ে যার কপালে আছে সে ধ্বংস আমিও তাদের বলেই দিছি আমিও ধ্বংস হতে চাই । তুমি সুন্দর অপরূপা আমি অতি সাধারণ হবে কি আমার? তোমাকে পেয়ে গেলে আমার গোটা জীবনটাই বসন্তে পরিণত হবে ধেত্তেরি তাত্ত্বিকতার মারপ্যাচ আমি এতো বুঝিনা আমি তোমাকেই তোমাকেই বাসিভালো তুমি হয়ে যাও আমার জীবনের আলো। প্রেয়সী আমি ধ্বংস হতে চাই
করুণা করে হলেও আমাকে দিও সঙ্গ।

তোমাদের বাস ড্রাইভারের থেকে জানতে পারি তোমরা নীলফামারী থেকে আসছিলে। কেউ চিনে থাকলে মেনশন দিন না চিনলে ফাকাত জান।

Confession No: 90From: Ko Bi TaTo: দমকা হাওয়াএই যে অপরিচিতা। এভাবে দমকা হাওয়ার মতো না আসলেও চলত। আসলেন কেন?আপনার জন্য ...
25/02/2025

Confession No: 90

From: Ko Bi Ta
To: দমকা হাওয়া

এই যে অপরিচিতা। এভাবে দমকা হাওয়ার মতো না আসলেও চলত। আসলেন কেন?

আপনার জন্য আমি হুট করেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ি ।

আপনার জন্য আমি আমার সবকিছু ভুলে গেছি। এখন‌ আমার কী হবে??

জবাব চাই!!

ইতি,
কাছের মানুষ

Confession No : 89From: Well-WisherTo: Nousin jahan Nabilaপ্রিয়,তোমাকে নিয়ে আমার ভাবনার শেষ নেই,,তোমাকে প্রথম দেখেছিলাম ...
21/02/2025

Confession No : 89

From: Well-Wisher
To: Nousin jahan Nabila

প্রিয়,
তোমাকে নিয়ে আমার ভাবনার শেষ নেই,,তোমাকে প্রথম দেখেছিলাম জামতলায় বসে থাকতে..একা একা নিজের দুনিয়ায় যেন হারিয়ে গেছো এমন..ঐ দিন'ই তোমাকে আমার ভালো লেগেছিলো..তারপর তোমার বেপারে খোঁজ নিলাম..তোমার কিছু ক্লাসমেট তোমাকে নিয়েই খারাপ মন্ত্তব্য করছিলো তো ওদের কথার সত্যতা বের করতে গিয়ে অনেক কিছু বুঝতে পারলাম..তুমি মানুষটা আসলেই অনেক ভালো..তোমাকে ভুল বুঝে ভাবে সবাই..আমার cousin তোমার ব্যাচমেট. .সে বলেছে যে তুমি মানুষটা অনেক humble এন্ড ফ্রেন্ডলী. .তারপর আমিও কয়েকদিন তোমাকে অবজার্ভ করে দেখছি তুমি আসলেই অসাধারণ..তোমাকে ভালোবাসার হাজারটা কারণ আমি দেখাতে পারবো কিন্তু সব চেয়ে আকর্ষণীয় কারন টা হচ্ছে তুমি ভালো মনের মানুষ..তোমকে দূর থেকে খুব কম ই জানতে পেরেছি..তোমাকে আরো বিশদ জানার ইচ্ছাটা আমার কি থেকেই যাবে??
তোমাকে কি পাবো না আমি?
আচ্ছা তুমিতো সিঙ্গেল,,এটাই তো জানি..
তা প্রিয় তোমাকে বিশদ জানার ইচ্ছে কি আমার পুরন হবে না?

সব শেষে একটা কথা'ই বলবো ভালোবাসি তোমাকে নিজের মতো করে😊😊

Address

Nilphamari

5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when NGC - Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share