The Disciplined Trader

The Disciplined Trader “Market কাউকে ভয় পায় না, কিন্তু disciplined trader-কে market সম্মান করে।”
(2)

19/11/2025

✅🌍 Breakout + Retest Strategy (সবচেয়ে সেফ ও প্রফিটেবল)

✅কীভাবে কাজ করবে:

1.📊 স্ট্রং সাপোর্ট/রেসিস্ট্যান্স জোন মার্ক করো।

2. 📊প্রাইস যখন লেভেল ভেঙে যায় → সাথে সাথে এন্ট্রি না নিয়ে অপেক্ষা করো।

3. 📊প্রাইস আবার এসে সেই লেভেল Retest করুক।

4. 📊একটি Rejection ক্যান্ডল (Pin Bar / Engulfing) হলে এন্ট্রি।

5.📊 Stop Loss:Retest ক্যান্ডলের Low/High এর বাইরে।

6. TP:পরবর্তী Key Level,অথবা 1:2 / 1:3 RR।

👉 কেন এটা কাজ করে?
কারণ বেশিরভাগ বড় ইনস্টিটিউশন Breakout → Retest → Continuation এই প্যাটার্নেই ট্রেড করে।
এটা Fake Breakout এ পড়া থেকে বাঁচায়।

18/11/2025

নতুনরা দেখুন! TradingView Step-by-Step

1.

2. #ট্রেডিংভিউটিউটোরিয়াল

3. #নতুনদেরজন্যট্রেডিং

4. #টেকনিক্যালঅ্যানালিসিস

5. #প্র্যাকটিক্যালট্রেডিং

16/11/2025

মার্কেট ম্যানিপুলেশন কি?

সংক্ষেপে—
“মার্কেটের প্রকৃত সরবরাহ–চাহিদা নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা মুভমেন্ট।”

যা সাধারণত এই তিন ধরনের গ্রুপ করে থাকে:

1. ইনস্টিটিউশন (ব্যাংক, হেজ ফান্ড)।

2. বড় ক্যাপিটাল ট্রেডার (smart money)।

3. মার্কেট মেকার।

16/11/2025

📊একদম পরিষ্কার ও সহজ স্ট্র্যাটেজি।

🔸আপনার একটা নির্দিষ্ট নিয়ম থাকা লাগবে—কখন এন্ট্রি, কখন এক্সিট, কোন কন্ডিশনে ট্রেড করবেন।

🔸একই স্ট্র্যাটেজি বারবার অনুসরণ করলে কনসিস্টেন্ট ফল পাওয়া যায়।

🔸“আজ এটা, কাল ওটা” করলে কখনোই প্রফিট স্থায়ী হয় না।

14/11/2025

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে বসেছিলাম।"

আমরা প্রায় সবাই একই ভুল করি। টাকা নেই তো মরিয়া হয়ে যেকোনো কাজ ধরি, যেকোনো জায়গায় ছুটি। কিন্তু ব্যস্ততা আর কাজ এক জিনিস নয়। সারাদিন দৌড়ালেই যে সঠিক দিকে যাচ্ছ, তার কোনো গ্যারান্টি নেই।

স্টিভ জবস যা বুঝেছিলেন তা হলো - স্মার্ট কাজ, হার্ড কাজের চেয়ে বেশি জরুরি। একটু থেমে চিন্তা করলে বোঝা যায় কোথায় সময় দেওয়া উচিত, কোন skill শিখলে দাম বাড়বে, কোন পথে এগোলে দীর্ঘমেয়াদে লাভ হবে।

অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামো। পরিকল্পনা করো। নিজের strength চিনো। একটা পরিষ্কার vision তৈরি করো। কারণ ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে চলা অনেক ভালো। টাকা আসবে, কিন্তু আগে মাথা ঠান্ডা রাখো।

13/11/2025

📊বাজার আপনার কৌশল পরীক্ষা করে না - এটি আপনার ধৈর্য পরীক্ষা করে।

13/11/2025

📊ট্রেডার হতে চাইলে “চিন্তা বদলাতে হবে”

🔹অনেকেই ট্রেডিং শুরু করে লাভের আশায়, কিন্তু মানসিকভাবে জুয়াড়ির মতো আচরণ করে।

🔹একজন প্রো ট্রেডার জানে — “আমি টাকা বানাতে আসিনি, আমি সঠিক সিদ্ধান্ত নিতে এসেছি।”

30/10/2025

📊কোনো ক্যান্ডেল একা অর্থহীন — সেটির আগের ও পরের প্রাইস মুভমেন্টের সাথে মিলিয়ে বোঝা দরকার।

📖 শিক্ষা: পুরো ট্রেন্ড না বুঝে শুধু এক ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নিও না।

20/10/2025

📊যদি তুমি ট্রেডে ক্ষতি করো, তখন বলা উচিত না —

> “বাজার আমাকে ধোঁকা দিল।”

বরং বলা উচিত —

> “আমার বিশ্লেষণ ভুল ছিল, বাজার ঠিকই নিজের পথে চলছে।”

✅এই মানসিক দৃষ্টিভঙ্গি তোমাকে

শান্ত থাকতে সাহায্য করবে,

নিজের ভুল খুঁজে পেতে শেখাবে,

আর ধীরে ধীরে প্রফেশনাল ট্রেডার বানাবে।

Address

Bancharampur
Brahmanbaria
3420

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Disciplined Trader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share