
23/05/2025
একদিন রাসুলুল্লাহ (সা.) মসজিদের এক কোণে বসে আছেন।
এক গরিব সাহাবি এসে জিজ্ঞেস করলেন,
“ইয়া রাসুলাল্লাহ! আমি তো খুব গরিব, আমার কাছে কিছুই নেই। আমি কীভাবে জান্নাত পাবো?”
নবীজি (সা.) মুচকি হেসে বললেন,
“তোমার কাছে কি একটি খেজুরও নেই?”
সে বলল, “হ্যাঁ, একটি খেজুর আছে।”
নবীজি বললেন, “তাহলে সেটি সদকা করো —
আল্লাহ চায়, তুমি যা পারো, সেটাই দাও।
একটি খেজুরও যদি খাঁটি নিয়তে দাও,
তা জান্নাতের দরজা খুলে দিতে পারে।”
সেই সাহাবি খুশিতে দৌড়ে গেলেন।
তার জীবনের সবচেয়ে বড় দান ছিল – একটি খেজুর।
কিন্তু নিয়ত ছিল বিশাল।
আর আল্লাহ নিয়তই তো দেখেন!
---
পাঠকের জন্য বার্তা:
"বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি – আমাদের কাছে কিছু নেই, আমরা কী করবো?
কিন্তু আল্লাহ চেয়ে দেখেন তোমার মন, তোমার ইচ্ছা, আর তোমার চেষ্টাকে।
তোমার সামান্য কিছুই কাউকে হাসাতে পারে, কাউকে সাহায্য করতে পারে।
আর সেই ছোট আমলই হতে পারে জান্নাতের চাবি।"
– আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট ভালো কাজগুলো গুরুত্বের সাথে করার তাওফিক দান করুন। আমিন।
ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো কারো অন্তর ছুঁয়ে যাবে।"
#হৃদয়ছোঁয়া_গল্প