কাজী অফিস চট্টগ্রাম

কাজী অফিস চট্টগ্রাম বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক নিয়োজিত
কাজীদ্বারা বিয়ে, কোর্ট মেরেজ ও তালাক রেজিষ্ট্রেশন করা হয়।

✆ 01831717415

✅ আমাদের সেবা সমূহ :১: বিবাহ এবং ম্যারেজ রেজিস্ট্রেশন ( সকল ধর্মের )২: ডিভোর্স ও সেপারেশন ( সকল ধর্মের )৩: কোর্ট ম্যারেজ...
09/08/2025

✅ আমাদের সেবা সমূহ :

১: বিবাহ এবং ম্যারেজ রেজিস্ট্রেশন ( সকল ধর্মের )

২: ডিভোর্স ও সেপারেশন ( সকল ধর্মের )

৩: কোর্ট ম্যারেজ।

৪: বিদেশ ভ্রমণ এর জন্য ম্যারেজ সার্টিফিকেট ও নোটারিয়াল সার্টিফিকেট প্রদান ‌

সকল ধর্মের বিবাহ রেজিস্ট্রেশন এর পাশাপাশি। নিজ নিজ ধর্মের প্রথা অনুযায়ী বিবাহ সম্পন্ন করানো হয়।

আমাদের অফিসে কম খরচে বিবাহ, কোর্ট ম্যারেজ,তালাক রেজিঃ এবং বিভিন্ন দেশের জন্য বাংলা, আরবি,ইংলিশ, কাবিননামা ও সার্টিফিকেট ...
05/08/2025

আমাদের অফিসে কম খরচে বিবাহ, কোর্ট ম্যারেজ,তালাক রেজিঃ এবং বিভিন্ন দেশের জন্য বাংলা, আরবি,ইংলিশ, কাবিননামা ও সার্টিফিকেট এবং নোটারী পাবলিক খুব কম খরচে করা হয়।

জরুরি প্রয়োজনে - ইনবক্স।

*** বিয়ে সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন আমাদের সাথে।*** ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ...
30/07/2025

*** বিয়ে সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন আমাদের সাথে।
*** ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে সত্যায়িত করা হয় I

** স্বামী–স্ত্রী সহ বিদেশে বসবাসের জন্য অথবা দেশে অবস্থানরত স্বামী–স্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ম্যারেজ সার্টিফিকেট প্রদান করি ।

*** বিদেশে অবস্থানরত বর/কনের সাথে হোয়াটস্যাপ ও ক্যামেরার সংযোগে বাংলাদেশে অবস্থানরত বর - কনের বিবাহ পড়ানো হয়।

*** দেশ-বিদেশ ভ্রমণের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয়।

***. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুম্যান্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যুকরন।

*** ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহন করা হয় I

** কারো কারো আবার ডিভোর্স সার্টিফিকেট লাগে।
আপনার প্রয়োজন অনুযায়ী যা লাগে সে বিষয়ে জেনে বুঝে তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

ধন্যবাদ।

১. আমরা বিবাহ এবং তালাক/ হিন্দু বিবাহ ও বিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি।২. আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তাল...
28/07/2025

১. আমরা বিবাহ এবং তালাক/ হিন্দু বিবাহ ও বিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি।
২. আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তালাক রেজিস্ট্রি করলে স্বল্প খরচের মধ্যেই নোটারি পাবলিকেশনের মাধ্যমে কোর্ট ম্যারেজ অথবা তালাক এফিডেভিট সম্পূর্ণ করতে পারবেন কম খরচে আমাদের রেফারেন্সে আমাদের অফিস যেহেতু চট্টগ্রাম জজ কোট এর মধ্যে আমাদের অফিসে বসেই কোর্ট মেরেজ এবং বিবাহ রেজিস্ট্রেশনসহ সকল প্রকার আইনি সেবা গ্রহণ করতে পারবেন

3. জরুরি প্রয়োজনে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

বিবাহের বয়সীমা
আইন- ২০১৭অনুযায়ী,
1. বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।
2. কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।
বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. NID বা ভোটার আইডি ।
2. পাসপোর্ট এর ফটোকপি ।
3. অনলাইন জন্মসনদ ।
4. এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশনকার্ড বা সার্টিফিকেট ।
5. 2 জন সাক্ষী।
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন –
01831-717415.
তালাক জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. কাবিননামা।
2. ND বা ভোটার আইডি ।
3. 2 জন সাক্ষী।

✅আমাদের সার্ভিসসমূহ :
০১. বিবাহ্ ও তালাক রেজিষ্ট্রেশন ।
০২ . বিদেশে অবস্থানরত বর বা কনের বিয়ের শরাহ পড়ানো এবং রেজিষ্ট্রেশন করা । এ ক্ষেত্রে zoom, skype,WhatsApp, Imo ইত্যাদির ভিডিও মাধ্যম ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে ভলিউমে সিগনেচারের বিকল্প সিগনেচার নেওয়া হয় । যাতে রেজিষ্ট্রেশনটি আইনসিদ্ধ ও উভয়ের উপস্থিত বিয়ের মতো পাকাপোক্ত হয়।
০৩. স্বামী-স্ত্রীসহ বিদেশ ভ্রমন , হজ্ব পালন এবং চিকিৎসার জন্য বিদেশ গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ইংরেজী বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান ।
০৪. যারা পূর্বে শুধু শরীয়া মোতাবেক বিয়ে করেছেন এবং তালাকের ক্ষেত্রে শালিসী পরিষদের নাইনটি ডেস প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষনিকভাবে রেজিষ্ট্রেশন করা ।
০৫. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রি-ইস্যু করণ।।
০৬. ভিন্নধর্মের লোকদের বিয়ে ও তালাকের বিষয়ে পরামর্শ ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ ।
০৭. সাকসেশন বা রিলেশনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান।
০৮. আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য ম্যারেজ ও তালাকের ডকুমেন্ট স্ট্যাম্পিং ও নোটারী করা হয়।

আমাদের অফিসে বিবাহ রেজিস্ট্রেশন (কাবিননামা), কোর্ট ম্যারেজ, তালাক রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট সকল আইনি পরামর্শ সেবা নিয়মি...
23/07/2025

আমাদের অফিসে বিবাহ রেজিস্ট্রেশন (কাবিননামা), কোর্ট ম্যারেজ, তালাক রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট সকল আইনি পরামর্শ সেবা নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে প্রদান করা হচ্ছে।

আমাদের সার্ভিস সমূহঃ-

১) বিবাহ্ রেজিষ্ট্রেশন।

২) তালাক প্রসেস ও রেজিষ্ট্রেশন।

৩) যারা পূর্বে শুধু শরীয়া মোতাবেক বিয়ে করেছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি তাদের বিয়ে রেজিস্ট্রেশন ।

৪) তালাকের ক্ষেত্রে যারা নাইনটি ডেস প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন এবং সার্টিফাইয়েড কপি প্রদান

৫) যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রি-ইস্যু করেন ।

৬) ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাক এর বিষয়ে পরামর্শ ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ ।

৭) আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য বিয়ে ও তালাক এর ডকুমেন্ট স্টাম্পিং ও নোটারি করে প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে দেয়া হয় ।

৮) জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান এবং স্বল্প সময়ের জন্য সৌজন্যমূলক কনসালটেশন প্রদান ।

৯) স্বামী-স্ত্রী সহ বিদেশ ভ্রমণ, হজ্ব পালন এবং চিকিৎসার জন্য বিদেশে গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ইংরেজি বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান ।

১০) আপনি সালিশি পরিষদের তালাকের নোটিশ পাঠিয়েছেন কিন্তু কাজী অফিস থেকে রেজিস্ট্রি করেননি আমাদের সাথে যোগাযোগ করুন ।

১১) এছাড়াও বিয়ে ও তালাক সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

১২) বিশেষ প্রয়োজনে হোম সার্ভিস দেওয়া হয়

প্রবাসীদের জন্য সার্ভিসঃ-

১) বিদেশে অবস্থানরত বর বা কনের বিয়ের শরাহ্ পড়ানো এবং রেজিষ্ট্রেশন করা। এ ক্ষেত্রে Zoom, Skype, WhatsApp, Imo ইত্যাদি ভিডিও মাধ্যম ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে ভলিউমে সিগনেচারের বিকল্প সিগনেচার নেওয়া হয় । যাতে রেজিষ্ট্রেশনটি আইনসিদ্ধ ও উভয়ের উপস্থিত বিয়ের মত পাকাপোক্ত হয়।

২) বিদেশে Spouse-settlemnet এর ব্যাপারে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী Marriage ও Divorce এর Document তৈরী করে দেওয়া হয় ।

৩) প্রবাসে সেটেল হওয়ার জন্য সঠিক প্রক্রিয়ায় তৈরী করা ম্যারেজ সার্টিফিকেট দরকার?

৪) সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট Attestation করতে আপনার নিজস্ব ও অভিজ্ঞ লোক নাই? চিন্তা নেই আমরা

আমাদের অফিস এর সেবা সমূহ:♦ বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন♦ জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান ও সৌজন্যমূলক পরামর্শদ...
15/07/2025

আমাদের অফিস এর সেবা সমূহ:
♦ বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন
♦ জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান ও সৌজন্যমূলক পরামর্শদান
♦ দেশ-বিদেশ ভ্রমণের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয়
♦ বিদেশে অবস্থানরত বর/কনের সাথে whatapp or imo সংযোগে বাংলাদেশে অবস্থানরত বর - কনের বিবাহ পড়ানো।
♦ বিদেশে ইমিগ্রেশন বা সিটিজেনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান
♦ ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহন করা হয়
♦ যারা শুধু পূর্বে শরীয়া অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু সরকারী কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করেননি, তাদের জন্য নতুন করে বিবাহ রেজিষ্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদান
♦ যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুম্যান্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যুকরন।
♦ ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি , আরবী অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে সরকারিভাবে নোটারীও করা হয়।

💥বিবাহ রেজিস্ট্রির জন্য যা যা প্রয়োজনঃ(১) বরের বয়স ২১ বছর কণের বয়স ১৮ বছর(২) বয়স প্রমানের জন্য জন্মসনদ/জাতীয় পরিচয় পত্র/...
13/07/2025

💥বিবাহ রেজিস্ট্রির জন্য যা যা প্রয়োজনঃ
(১) বরের বয়স ২১ বছর কণের বয়স ১৮ বছর
(২) বয়স প্রমানের জন্য জন্মসনদ/জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি
(৩) ফটোকপির সাথে মূলকপি আনতে হবে
(৪) সাক্ষী ৩-৫ জন
(৫) ছবি ২+২ কপি
আমাদের ঠিকানাঃ
👉জজ কোর্ট বিল্ডিং, কোতোয়ালি, চট্টগ্রাম।

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share