28/07/2025
১. আমরা বিবাহ এবং তালাক/ হিন্দু বিবাহ ও বিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি।
২. আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তালাক রেজিস্ট্রি করলে স্বল্প খরচের মধ্যেই নোটারি পাবলিকেশনের মাধ্যমে কোর্ট ম্যারেজ অথবা তালাক এফিডেভিট সম্পূর্ণ করতে পারবেন কম খরচে আমাদের রেফারেন্সে আমাদের অফিস যেহেতু চট্টগ্রাম জজ কোট এর মধ্যে আমাদের অফিসে বসেই কোর্ট মেরেজ এবং বিবাহ রেজিস্ট্রেশনসহ সকল প্রকার আইনি সেবা গ্রহণ করতে পারবেন
3. জরুরি প্রয়োজনে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।
বিবাহের বয়সীমা
আইন- ২০১৭অনুযায়ী,
1. বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।
2. কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।
বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. NID বা ভোটার আইডি ।
2. পাসপোর্ট এর ফটোকপি ।
3. অনলাইন জন্মসনদ ।
4. এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশনকার্ড বা সার্টিফিকেট ।
5. 2 জন সাক্ষী।
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন –
01831-717415.
তালাক জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. কাবিননামা।
2. ND বা ভোটার আইডি ।
3. 2 জন সাক্ষী।
✅আমাদের সার্ভিসসমূহ :
০১. বিবাহ্ ও তালাক রেজিষ্ট্রেশন ।
০২ . বিদেশে অবস্থানরত বর বা কনের বিয়ের শরাহ পড়ানো এবং রেজিষ্ট্রেশন করা । এ ক্ষেত্রে zoom, skype,WhatsApp, Imo ইত্যাদির ভিডিও মাধ্যম ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে ভলিউমে সিগনেচারের বিকল্প সিগনেচার নেওয়া হয় । যাতে রেজিষ্ট্রেশনটি আইনসিদ্ধ ও উভয়ের উপস্থিত বিয়ের মতো পাকাপোক্ত হয়।
০৩. স্বামী-স্ত্রীসহ বিদেশ ভ্রমন , হজ্ব পালন এবং চিকিৎসার জন্য বিদেশ গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ইংরেজী বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান ।
০৪. যারা পূর্বে শুধু শরীয়া মোতাবেক বিয়ে করেছেন এবং তালাকের ক্ষেত্রে শালিসী পরিষদের নাইনটি ডেস প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষনিকভাবে রেজিষ্ট্রেশন করা ।
০৫. যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রি-ইস্যু করণ।।
০৬. ভিন্নধর্মের লোকদের বিয়ে ও তালাকের বিষয়ে পরামর্শ ও রেজিষ্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ ।
০৭. সাকসেশন বা রিলেশনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান।
০৮. আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য ম্যারেজ ও তালাকের ডকুমেন্ট স্ট্যাম্পিং ও নোটারী করা হয়।