22/09/2025
“তুমি তো আমার ছিলে” খুব ছোট্ট একটা লাইন অথচ কী বিচ্ছিরি রকমের যন্ত্রণাদায়ক সত্য। যা পিছু ছাড়ে না, না চাইতেও বুকের ভেতরটা পোড়ায় দারুণ সব আগুনের লেলিহানে। চাই না মনে করতে, তবুও শেষ রাতের ঠান্ডা হাওয়া যখন জানালা ছুঁইয়ে যায়, ভেসে আসে দূরের কোনো চাপা চিৎকার তখন আর নিজেকে সামলানো যায় না। শূন্য বুকের ভেতরটা আরো ফাঁকা হয়ে যায়।
কন্ঠে :পায়েল আফরিন
লেখা : নাবিলা তাসনিম