01/09/2025
ইনশাল্লাহ আগামী শুক্রবার ৫ সেপ্টেম্বর 2025 বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজশাহী জেলা শাখার উদ্যোগে মাসিক এস্তেমা ও সবগুজারী অনুষ্ঠিত হবে উক্ত মাসিক ইস্তেমায় দিন কায়েম সংগঠন রাজশাহী জেলা শাখার মরহুম সভাপতি মাওলানা সাঈদ মাহমুদ ইলিয়াস সহ-সভাপতি জনাব মোঃ আলী এবং সম্মানিত সদর সাহেবের মরহুমা আম্মাজানের জন্য দোয়া এ মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে উক্ত মাসিক ইজতেমা ও সবগুজারিতে সকল মুজাহিদবৃন্দ দ্বীন কায়েম সংগঠনের সদস্যবৃন্দ এবংশুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো স্থান জামিয়া কারিমিয়া মাদ্রাসা ছোট বোনগ্রাম বাররাস্তার মোড় রাজশাহী