
22/07/2025
ভারতীয় পেস ব্যাটারির নতুন সংযোজন - অনশূল কম্বোজ। অনেকেই তাকে আইপিএলে দেখেছেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু জানেন না! সম্ভবত আগামীকাল তিনি ভারতের হয়ে ডেবিউ করতে চলেছেন, তাই সংক্ষেপে তার সম্পর্কে একটু আলোচনা করি।
তার প্রসঙ্গ উঠলে সবার আগেই তার টেন-উইকেট-হল সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, এক ইনিংসে 10 টা উইকেট! কেরালার বিপক্ষে গত রঞ্জিতে এক ইনিংসে 10 টা উইকেট নিয়েছিলেন! সেই ইনিংসে -
🔴 অনশূলের বোলিং ফিগার - 30.1-9-49-10
🔵 বাকি সবার সম্মিলিত বোলিং ফিগার - 86-15-232-0
আউটস্ট্যান্ডিং বোলিং পারফরম্যান্স! ফার্স্ট ক্লাস কেরিয়ারে 24 ম্যাচে 79 উইকেট তুলেছেন অনশূল। গত দলীপ ট্রফিতে 3 ম্যাচে 16 উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। এছাড়াও গত রঞ্জিতে মাত্র 6 ম্যাচে 34 উইকেট তুলেছেন। শুধু উইকেট-টেকিংই নয়, নতুন বলে দারুণ ইকোনমিকাল স্পেলও করতে পারেন তিনি। ভারতের অনূর্ধ্ব-19 দলের 2019/20 ব্যাচের সদস্য ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাঠে তাদেরই বিপক্ষে দুটো যুব টেস্ট খেলেছেন। ঐ দুই ম্যাচের চার ইনিংসে তার বোলিং ফিগার ছিল -
🔴 13-3-28-2 (ইকোনমি - 2.15)
🔴 9-4-12-2 (ইকোনমি - 1.33)
🔴 12-5-12-0 (ইকোনমি - 1.00)
🔴 13-6-20-3 (ইকোনমি - 1.53)
বর্তমানে তার বয়স প্রায় 25 বছর। এই মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন। আইপিএল, ইমার্জিং টিমস এশিয়া কাপ, ডোমেস্টিক টুর্নামেন্ট - সবেতেই ফাটাফাটি। এই ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ভারত 'এ' দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দু'টো ম্যাচ খেলেছেন। 2 ম্যাচে তুলেছেন 5 উইকেট। অন্যান্য ভারতীয় পেসারদের তুলনায় বেটার বোলিং করেছেন। সুতরাং, সব মিলিয়ে ইন্টারন্যাশানাল ডেবিউ হওয়ার আগে অনশূলের সিভি বেশ স্ট্রং। এবার দেখা যাক, ভারতীয় দলের হয়ে কতটা ভাল পারফর্ম করতে পারেন।
অর্শদীপ, নীতিশ চোট পেয়ে ছিটকে গেছেন! আকাশের অল্প চোট! প্রসিদ্ধ কৃষ্ণা অফ ফর্মে। শার্দুলকে কতটা ব্যবহার করা হবে জানা নেই! সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করা জরুরি! এই পরিস্থিতিতে অনশূল ভারতীয় দলের জন্য খুব বড় অ্যাসেট হতে পারেন।
বেস্ট অফ লাক অনশূল কম্বোজ। সুযোগ পেলে শতভাগ কাজে লাগিয়ে ফিরুন। ❤️