Sports Views

Sports Views Welcome to the one-stop destination for the sports-loving Bengali. Sports Views

Sports Views is a platform where sports audiences can fulfill their need.

Be it the IPL, or the Cricket World Cup, Sports Views brings you all that’s happening in the sporting world. We are blending the traditional journalistic point of view with the thoughts of the new generation. Our moto is which means `We will win’. It goes without saying that there is not much sports media in West Bengal. With due respect to others, we want to make the first full-fledged and most

active sports website in West Bengal. We want to dream Big. Hope in one day everyone would consider Sports Views as the final word on any issue of sports in West Bengal.

ভারতীয় পেস ব্যাটারির নতুন সংযোজন - অনশূল কম্বোজ। অনেকেই তাকে আইপিএলে দেখেছেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু জানেন না! সম্ভবত...
22/07/2025

ভারতীয় পেস ব্যাটারির নতুন সংযোজন - অনশূল কম্বোজ। অনেকেই তাকে আইপিএলে দেখেছেন, কিন্তু তার চেয়ে বেশি কিছু জানেন না! সম্ভবত আগামীকাল তিনি ভারতের হয়ে ডেবিউ করতে চলেছেন, তাই সংক্ষেপে তার সম্পর্কে একটু আলোচনা করি।

তার প্রসঙ্গ উঠলে সবার আগেই তার টেন-উইকেট-হল সম্পর্কে বলতে হবে। হ্যাঁ, এক ইনিংসে 10 টা উইকেট! কেরালার বিপক্ষে গত রঞ্জিতে এক ইনিংসে 10 টা উইকেট নিয়েছিলেন! সেই ইনিংসে -

🔴 অনশূলের বোলিং ফিগার - 30.1-9-49-10
🔵 বাকি সবার সম্মিলিত বোলিং ফিগার - 86-15-232-0

আউটস্ট্যান্ডিং বোলিং পারফরম্যান্স! ফার্স্ট ক্লাস কেরিয়ারে 24 ম্যাচে 79 উইকেট তুলেছেন অনশূল। গত দলীপ ট্রফিতে 3 ম্যাচে 16 উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। এছাড়াও গত রঞ্জিতে মাত্র 6 ম্যাচে 34 উইকেট তুলেছেন। শুধু উইকেট-টেকিংই নয়, নতুন বলে দারুণ ইকোনমিকাল স্পেলও করতে পারেন তিনি। ভারতের অনূর্ধ্ব-19 দলের 2019/20 ব্যাচের সদস্য ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাঠে তাদেরই বিপক্ষে দুটো যুব টেস্ট খেলেছেন। ঐ দুই ম্যাচের চার ইনিংসে তার বোলিং ফিগার ছিল -

🔴 13-3-28-2 (ইকোনমি - 2.15)
🔴 9-4-12-2 (ইকোনমি - 1.33)
🔴 12-5-12-0 (ইকোনমি - 1.00)
🔴 13-6-20-3 (ইকোনমি - 1.53)

বর্তমানে তার বয়স প্রায় 25 বছর। এই মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন। আইপিএল, ইমার্জিং টিমস এশিয়া কাপ, ডোমেস্টিক টুর্নামেন্ট - সবেতেই ফাটাফাটি। এই ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে ভারত 'এ' দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দু'টো ম্যাচ খেলেছেন। 2 ম্যাচে তুলেছেন 5 উইকেট। অন্যান্য ভারতীয় পেসারদের তুলনায় বেটার বোলিং করেছেন। সুতরাং, সব মিলিয়ে ইন্টারন্যাশানাল ডেবিউ হওয়ার আগে অনশূলের সিভি বেশ স্ট্রং। এবার দেখা যাক, ভারতীয় দলের হয়ে কতটা ভাল পারফর্ম করতে পারেন।

অর্শদীপ, নীতিশ চোট পেয়ে ছিটকে গেছেন! আকাশের অল্প চোট! প্রসিদ্ধ কৃষ্ণা অফ ফর্মে। শার্দুলকে কতটা ব্যবহার করা হবে জানা নেই! সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করা জরুরি! এই পরিস্থিতিতে অনশূল ভারতীয় দলের জন্য খুব বড় অ্যাসেট হতে পারেন।

বেস্ট অফ লাক অনশূল কম্বোজ। সুযোগ পেলে শতভাগ কাজে লাগিয়ে ফিরুন। ❤️

20/07/2025
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও মাঠে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে।বাকিদের রোটেট করা হলেও, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথ...
20/07/2025

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও মাঠে দেখা যাবে মোহাম্মদ সিরাজকে।
বাকিদের রোটেট করা হলেও, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভুলে গিয়ে সিরাজ শুধু ছুটে চলেছেন বল হাতে। 🎯🔥

তিনি সেই ‘ট্রায়ার’ — যে হয়তো সবসময় সাফল্য পায় না, কিন্তু চেষ্টা ছাড়েন না কখনও। আর সেই চেষ্টার মাঝেই লুকিয়ে থাকে তাঁর সাফল্যের গল্প। 🇮🇳💪

সাউথ আফ্রিকা ক্রিকেট দলে নতুন হাসিম আমলার আগমণ নাম "বুলবুলিয়া" মায়াবি চেহারা, মুখভর্তি দাঁড়ি—দূর থেকে দেখলে মনে হতে পার...
20/07/2025

সাউথ আফ্রিকা ক্রিকেট দলে নতুন হাসিম আমলার আগমণ নাম "বুলবুলিয়া"
মায়াবি চেহারা, মুখভর্তি দাঁড়ি—দূর থেকে দেখলে মনে হতে পারে, যেন হাসিম আমলাই ব্যাট হাতে ফিরেছেন! কিন্তু না, তিনি হলেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের কাপ্তান মোহাম্মদ বুলবুলিয়া।
গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেও একাই আলো ছড়িয়েছেন এই ডানহাতি ব্যাটার। দারুণ মনোযোগী এক ইনিংসে ৭২ রান করে অপরাজিত ছিলেন বুলবুলিয়া। পুরো ইনিংসজুড়ে তার ব্যাটিংয়ে ছিল আমলা-সুলভ ধৈর্য, কৌশল আর শান্ত সাহসের ছাপ।
শুধু ব্যাটিং নয়—মাঠে তার চলাফেরা, ব্যবহারে যেন ফুটে উঠেছে প্রোটিয়া কিংবদন্তিরই প্রতিচ্ছবি। অনেকে তো মজা করেই বলছেন, দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে যেন আমলা ২ ।

ইংল্যান্ডের মাটিতে সিরাজের গর্জন দেখে দারুণ উপভোগ করছি। এটা কেউ বলছে ভদ্র খেলায় সিরাজের এমন আচরণ করা উচিত হয়নি। কেউ বলছ...
15/07/2025

ইংল্যান্ডের মাটিতে সিরাজের গর্জন দেখে দারুণ উপভোগ করছি। এটা কেউ বলছে ভদ্র খেলায় সিরাজের এমন আচরণ করা উচিত হয়নি। কেউ বলছে আবার বেশি করে ফেলছে । আমি তাদের উদ্দেশ্যে বলবো বিগত দিনে বিগত সময়ে ভারতীয় দল যখন ততটা ভালো ক্রিকেট খেলতো না, তখন ইংল্যান্ড বা অষ্ট্রেলিয়ায় গেলে যেভাবে শ্লেজিং করতো তা ভোলার নয় । ভারত এখন বিশ্বের অন্যতম সেরা দলের একটি, ভারতের পারফরম্যান্স এখন অনেক এগিয়ে । স্বাভাবিকভাবেই এখন আমরা চোখ রাঙাবো, মহাম্মদ সিরাজ যা করেছে ঠিক করেছে, এরকম একটা দুটো ক্রিকেটার অবশ্যই দলে থাকা উচিত দলে আগ্রাসিভ মনোভাব নিয়ে খেলা উচিত। ভয়ডরহীন ক্রিকেট খেলা হচ্ছে দেখে ভালো লাগছে, ধন্যবাদ সিরাজ ও ধন্যবাদ টিম ইন্ডিয়াকে ।

দেশপ্রেমের এমন মেজাজকে কুর্নিশ ।। সাহেবদের চোখে চোখ রাঙাতে দম লাগে ।। দাদা থেকে কোহলি, কোহলি থেকে সিরাজ..এমন যোদ্ধাদের স্যালুট.. ❤

সিরাজ ভাই কাঁদছে 😔
15/07/2025

সিরাজ ভাই কাঁদছে 😔

কোহলি, রোহিত, গিলদের ব্যাটিং আলোচনার মাঝে, আমরা ভুলে যাই রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে ❤- দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ...
13/07/2025

কোহলি, রোহিত, গিলদের ব্যাটিং আলোচনার মাঝে, আমরা ভুলে যাই রবীন্দ্র জাদেজার প্রশংসা করতে ❤
- দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পঞ্চাশ।
- দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চাশ।
- এখন তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পঞ্চাশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজার টানা তৃতীয় ফিফটি ।

ইংল্যান্ডে জ্যাক ক্যালিস: ব্যাটিং এভারেজ 35.33 সহ 848 রান । ইংল্যান্ডে রবীন্দ্র জাদেজা: ব্যাটিং এভারেজ 37.04 সহ 889 রান ।

ইংল্যান্ডে জাদেজার ব্যাটিং এভারেজ পূজারা, রাহানে, কোহলি, ধোনি এবং লক্ষ্মণের চেয়ে বেশি।

ইংল্যান্ডে ব্যাটিং এভারেজ -

রবিন্দ্র জাদেজা- 37.04*
চেতেশ্বর পুজারা- 34.77
অজিঙ্ক্য রাহানে- 34.42

ভিভিএস লক্ষ্মণ- 31.20
এমএস ধোনি- 29.50
বিরাট কোহলি- 27.32

খুবই দুর্ভাগ্যজনক যে, সিরাজের নাম উঠলেই, "হতভাগা" শব্দটা ব্যবহার করতে হয়, কারণ ভালো বোলিং করা সত্বেও সে উইকেট পায় না। ...
12/07/2025

খুবই দুর্ভাগ্যজনক যে, সিরাজের নাম উঠলেই, "হতভাগা" শব্দটা ব্যবহার করতে হয়, কারণ ভালো বোলিং করা সত্বেও সে উইকেট পায় না। কিন্তু অবশেষে ভাগ্যের চাকা ঘুরেছে, ভালো বোলিংয়ের ফল পাচ্ছে সিরাজ।
এইতো আগের ম্যাচেই, তার বোলিংয়ের সময় এতো বল ব্যাটের পাশ দিয়ে গেলেও এজ লাগে নি, কিন্তু এটা শুধুমাত্র দুর্ভাগ্য ছিল। আর এই দুর্ভাগ্য বেশিদিন কিন্তু থাকে না, আর অবশেষে ভালো বোলিং করার ফল সে পেয়েছে।
প্রথম ইনিংসের ৬টা উইকেট তুলে নিল সিরাজ। ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামিয়ে ভারতকে দিল ১৮০ রানের লিড।
উইকেট পাওয়া, না পাওয়া অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। তাই যে বোলার ভালো বোলিং করছে তাকে নিয়ে কখনোই প্রশ্ন তুলতে নেই, কারণ যে ভালো বোলিং করছে সে আজ না হলেও কাল উইকেট নেওয়া শুরু করবেই, আর সেই ভালো বোলারাটা মহম্মদ সিরাজ।
প্রথম ম্যাচে ভারতীয় বোলিং ব্যর্থ হতেই প্রশ্ন যেমন উঠেছিল প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে, প্রশ্ন উঠেছিল মোহাম্মদ সিরাজকে নিয়েও। যে লেভেলের খারাপ বোলিং করেছে প্রসিদ্ধ কৃষ্ণা, আজ হোক বা কাল কখনোই সে উইকেট নেবে না, তাকে নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু সিরাজকে নিয়ে প্রশ্ন তোলা মূর্খতা। কারণ ভালো বোলিং যে করে, আজ না হলেও কাল সে উইকেট নেওয়া শুরু করবেই।

একজন যদি অবিমিশ্র আবেগের নায়ক হন আরেকজন তবে প্রখর বাস্তববোধ।    একজন যদি গড়াপেটা আক্রান্ত মুমূর্ষু ভারতীয় ক্রিকেটকে ICU ...
12/07/2025

একজন যদি অবিমিশ্র আবেগের নায়ক হন আরেকজন তবে প্রখর বাস্তববোধ।

একজন যদি গড়াপেটা আক্রান্ত মুমূর্ষু ভারতীয় ক্রিকেটকে ICU থেকে তুলে পুনরুজ্জীবিত করেন তবে অন্যজন তাকেই অক্সিজেন ছাড়া পৌঁছে দেন এভারেস্টসম উচ্চতায়।

একজন যদি ক্যাপ্টেন থেকে লিডার হয়ে ওঠার কঠিনতম পাকদন্ডী বেয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দৃষ্টান্ত স্থাপন করেন তবে অন্যজন কার্যত রি-ডিফাইন করেন 'ক্যাপ্টেন' টার্মটিকেই।

একজন যদি স্বল্পখ্যাত এক ঝাড়খন্ডিকে পাকিস্তান সফর নামক কঠিন ফ্রন্টিয়ারে দলে নেওয়ার ব্যাপারে অনড় থাকেন তবে অন্যজন পূর্বসূরীকে শেষ দিনে ফিরিয়ে দেন অধিনায়কত্বের গৌরব।

আসলে কোন তুলনা বা পার্থক্যই নেই এই দুজনের মধ্যে। না কোনদিন ছিলও।দুজনেই যে শোলের সেই বিখ্যাত কয়েনটার মতো যার দুটো দিকই এক। উত্তুঙ্গ আত্মবিশ্বাস , অনমনীয় নেতাসুলভ মনোভাব আর ব্যক্তির আগে দল - এই ত্রিভুজ দিয়ে ভারতীয় ক্রিকেট অমর হয়ে থাকা দুই চরিত্র যারা দুটো ডিফারেন্ট টাইম ফ্রেমে সমৃদ্ধ করে গিয়েছেন ভারতীয় ক্রিকেটকেই।

আগামীকাল ও পরশু দুই নেতার জন্মদিন। জন্মদিন বহুলাংশে ভারতীয় ক্রিকেটের এক সুদীর্ঘ অধ্যায়েরও। আসুন উদযাপন করি সেই সময়টা , আসুন উদযাপন করি তাদের সাফল্য আর কৃতিত্বগুলোকে কোনরকম পারস্পরিক ঘৃণা বা অসুয়া না রেখেই।

লন্ডন, লর্ডস | ক্রিকেট বিশ্বের তীর্থভূমি লর্ডস এবার আরও একবার ইতিহাস রচনা করল—এইবার সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন ভারতের ক...
11/07/2025

লন্ডন, লর্ডস | ক্রিকেট বিশ্বের তীর্থভূমি লর্ডস এবার আরও একবার ইতিহাস রচনা করল—এইবার সেই ইতিহাসের কেন্দ্রে ছিলেন ভারতের ক্রিকেট ঈশ্বর, শচীন তেন্ডুলকর। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পাশাপাশি তার ছায়া এবার চিরস্থায়ী রূপে জায়গা করে নিল লর্ডস মিউজিয়ামের প্রাচীরে। সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারের একটি প্রতিকৃতি উন্মোচন করা হয়, যা মিউজিয়ামের গ্যালারিতে স্থায়ীভাবে স্থান পেয়েছে।

এই মুহূর্ত কেবলমাত্র একটি ছবি উন্মোচনের নয়, বরং একজন কিংবদন্তির ক্রিকেট জীবন ও ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতির উৎসব।
সেই ছবিতে শচীন তেন্ডুলকরের চোখে যেন ফুটে উঠেছে শতরানের দৃঢ়তা, হাজারো দর্শকের ভালোবাসা, আর ক্রিকেট মাঠে প্রতিটি মুহূর্তের আত্মসমর্পণ।

লর্ডস মিউজিয়াম, যা ক্রিকেট ইতিহাসের বহু মূল্যবান নিদর্শন রক্ষা করে রেখেছে, সেখানেই এবার ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের সম্মানজনক উপস্থিতি, এক অনন্য সম্মান। শচীন নিজেও এই সম্মানে আপ্লুত হয়ে বলেন,
"লর্ডসে আমার প্রথম খেলাটা আজও মনে আছে। কিন্তু আজকের দিনটা যেন এক নতুন অধ্যায়ের সূচনা।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লর্ডসের কিউরেটর, এমসিসি সদস্য, প্রাক্তন ক্রিকেটার, এবং ব্রিটিশ মিডিয়ার বিশিষ্ট প্রতিনিধিরা। সবাই একবাক্যে স্বীকার করেছেন—এই প্রতিকৃতি শুধু একজন ব্যাটসম্যানের ছবি নয়, এটি শতাব্দীর ক্রিকেট আবেগের প্রতিনিধিত্ব।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই মুহূর্ত এক ঐতিহাসিক গর্ব। শচীন তেন্ডুলকর, যিনি কখনও লর্ডসে টেস্ট শতরান পাননি, অথচ তাঁর ছবি আজ লর্ডসের ঐতিহাসিক দেয়ালে চিরস্থায়ী হয়ে উঠল—এ যেন ক্রিকেট দেবতার জন্য এক পরম পুরস্কার।

✍️: Goal- Digital Sports

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ব্যাটসম্যান প্রথম ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক, তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম...
10/07/2025

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ব্যাটসম্যান প্রথম ছুঁয়েছিলেন ১০ হাজার রানের মাইলফলক, তিনি ভারতের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম—সুনীল গাভাস্কার। তার সময়ের ভয়ঙ্কর পেস আক্রমণ সামলে, নিখুঁত টেকনিক আর অবিশ্বাস্য ধৈর্যের মাধ্যমে গাভাস্কার হয়ে উঠেছিলেন ব্যাটিংয়ের ক্লাসিক রূপকথা।

২৩৩টি আন্তর্জাতিক ম্যাচে ১৩২১৪ রান আর ৩৫টি শতকে গড়া তার ক্যারিয়ার কেবল পরিসংখ্যান নয়, তা এক প্রজন্মের প্রেরণা। একসময় টেস্টে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছিল তার দখলে—যা টিকে ছিল দুই যুগের বেশি সময়। অবশেষে সেই রেকর্ড ভেঙেছিলেন তারই উত্তরসূরি, ভারতীয় আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

আজও তিনি ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক। কিন্তু সংখ্যার বাইরেও গাভাস্কার ছিলেন ভারতের আত্মবিশ্বাসের প্রথম প্রতীক—যিনি দেখিয়েছিলেন, বিশ্বের যেকোনো মাঠে ভারতীয়রাও ব্যাট হাতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারে।

‘লিটল মাস্টার’ খেতাবটা তার শরীরের উচ্চতা নয়, বরং তার ব্যাটিং উচ্চতার জন্যই। ক্রিকেটের ইতিহাসে গাভাস্কার এক চিরন্তন অধ্যায়—যাকে ছাড়া ভারতীয় ব্যাটিংয়ের বিবর্তনই অসম্পূর্ণ।

ইন্ডিয়া সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও লিটল মাস্টার সুনীল গাভাস্কারকে জন্মদিনের শুভেচ্ছা। 🎂

✍️: ক্রিকেট টাইম ম্যাগাজিন

চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছিল আনন্দ ধারা। সেদিনও ভিজে ছিল বৃষ্টিতে। চারদিক ঝাপসা, তারমধ্যেই তরবারির মতো চলছিল ব্যাটটা। ...
05/07/2025

চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছিল আনন্দ ধারা। সেদিনও ভিজে ছিল বৃষ্টিতে। চারদিক ঝাপসা, তারমধ্যেই তরবারির মতো চলছিল ব্যাটটা। বৃষ্টি ভেজা মাঠ আর অশ্রু ভরা চোখ, সব যেন মিলে মিশে একাকার। ২৬৯ রানের ইনিংস খেলে ডিনারে যাবার সময় টিম ম্যানেজমেন্টের উপহার এই "কান্না"।
ভিডিওতে বাবা লখিন্দর সিং উচ্ছসিত ছেলের ব্যাটিং বিক্রমে। তারও চোখের কোল ছলছল। শুভমন চোখটা মুছে বললেন, "ছোট থেকেই আমি প্রাণপণ ভালো খেলার চেষ্টা করেছি বাবাকে খুশি করার জন্য। আমাকে ক্রিকেটার হিসাবে গড়ে তোলাটা একান্তই বাবার স্বপ্ন।" এই ভিডিওর জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়ে বললেন," বাবা খুব খুশি কিন্তু একইসঙ্গে হালকাভাবে এটাও স্মরণ করিয়ে দিলেন, ট্রিপল সেঞ্চুরিটা আমি মাঠে ফেলে এসেছি।"
ছেলেটা ভালো খেলতে পারে, ব্যাস কোমর বেঁধে নেমে পড়েছিলেন লখিন্দর। দিনে ৫০০ থেকে ৬০০ বল করতেন ছেলেকে। একটানা ক্রিকেট। যখন বুঝলেন, এই ছেলে ব্যতিক্রমী, তখন ঝুঁকিটা নিয়েই ফেললেন। চাষবাস ফেলে ফাজিলকা থেকে চলে এলেন মোহালিতে, ছেলের ক্রিকেট ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে। শুভমনের বয়স তখন মাত্র ১২ বছর।
মোহালি স্টেডিয়ামের পাশেই কচিকাঁচাদের কিচিরমিচির। ব্যাট করছে শুভমন। হঠাৎ বৃষ্টি এলো ঝেঁপে। একটা গাছের নিচে দাঁড়িয়ে এক প্রৌঢ়, অবাক হয়ে দেখছেন, বাচ্চা ছেলেটা একেবারে ব্যাকরণ মেনে সমস্ত শক্তি দিয়ে পিটিয়ে যাচ্ছে বোলারকে। তাঁর টেকনিক, সময় জ্ঞান আর কব্জির কাজ দেখে বিস্মিত লোকটা বৃষ্টি থামতেই এগিয়ে গেলেন ব্যাটসম্যানের কাছে। বললেন, কাল থেকে মোহালি স্টেডিয়ামে আসবে, ওখানেই খেলবে তুমি।
শুভমন নামক এই হিরের টুকরোটা যিনি রাস্তা থেকে কুড়িয়ে আনলেন তার নাম কার্সেন ঘাউরি। জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ক্রিকেটার তখন অনূর্ধ্ব ১৯ দলের বোলারদের প্রশিক্ষন শিবিরের দায়িত্বে। পরদিন থেকে সেই বোলারদের সামনে এনে শুভমনকে দার করিয়ে দিলেন তিনি। তাঁর সুপারিশেই শুভমন সুযোগ পায় অনূর্ধ্ব ১৪ পাঞ্জাব দলে। সেখানে ডাবল সেঞ্চুরি দিয়ে যে যাত্রারম্ভ হলো, সেই বিজয়রথ আজ ছুটছে তীব্র গতিতে। ২৬৯ এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর ১৬১ রানের ঝলমলে ইনিংসের পর শুধুই আলোচনা শুভমনকে ঘিরে। দেশ যেন খুঁজে পেয়েছে, ভারতীয় ব্যাটিংয়ের উজ্জ্বল ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবার এক নতুন সারথীকে।
✍️Dipak Ghosh



Address


Alerts

Be the first to know and let us send you an email when Sports Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Views:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share