26/11/2024
পোস্টি বেশি করে শেয়ার করুন এবং এই মানুষটির জীবন বাঁচাতে এগিয়ে আসুন🙏🙏🙏
এই ছেলেটির নাম: রুমেন চাকমা পিতা: অরুন বিকাশ চাকমা,মাতা:বনশোভা চাকমা।
গ্রাম: পশ্চিম জারুল ছড়ি, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
তিনি কাচালং কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র।
গত ১৪/১১/২০২৪ইং, রোজ: বৃহস্পতিবার দুপুর ২ টা সময়ে মোটরসাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত অবস্থায় দীঘিনালা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খাগড়াছড়ি হাসপাতালে উদ্দেশ্যে পাঠানো হয় এবং রোগির অবস্থা খারাপ দেখে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে এই ছেলেটি চট্টগ্রামে প্রাইভেট হসপিটালে চিকিৎসারত আছেন। হসপিটালে নাম CSTC ট্রিটমেন্ট হসপিটাল। ওনার বাবা পেশায় দিনমজুর,তার পক্ষে তার ছেলের চিকিৎসার খরচ জোগাড় করা খুবই কঠিন।
🙏 আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকটা আশা নিয়ে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। যারা যারা এই ছেলেটির প্রাণ বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন🙏
বিকাশ- পার্সোনাল নাম্বার - 01608413618
নগদ পার্সোনাল নাম্বার - 01608413618
অন্তত পোস্টটি শেয়ার করে হলেও সহযোগিতা করুন🙏
😭😭😭😭😭😭😭😭