
11/04/2025
বৃষ্টি পড়েছিলো তোমার গায়ে
ভিজে ছিলাম আমি,
শুকনো ছিলো তোমার চোখ
কেঁদেছিলাম আমি,
দামি খাবারের স্বাদ,আর মানুষের স্বাদ
নিতে ব্যস্ত ছিলে তুমি,
খালি পেটে নিজের চোখের বিষাক্ত পানিতে তখন
ভিজে ছিলাম আমি,
খোঁজ নাওনি তুমি, ফিরে দেখোনি তুমি,
একটা বারো ভাবো নি
কেমন আছি আমি,