05/06/2025
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়েই শপথ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
ইশরাক বলেন, “এই নগর ভবনে কে বসবে, তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের নাগরিকরা। কোনো ‘বহিরাগত’ প্রশাসক বা উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই নেই।”
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তাদের কতিপয় উপদেষ্টা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আদালতের রায়ে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরেও আমাকে শপথ নিতে দেওয়া হয়নি, যা সংবিধান ও নির্বাচন কমিশনের প্রতি অবমাননার শামিল।”
সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে ইশরাক বলেন, “যারা আদালতের রায় মানে না, নির্বাচন কমিশন মানে না, সংবিধান মানে না—তাদের মানে কী? বাংলাদেশের জনগণ যদি কাল থেকে তাদের না মানা শুরু করে, তাহলে দায়ভার কে নেবে?”
তিনি বলেন, “ঢাকা দক্ষিণের মেয়র পদটি সামান্য হলেও, এতে সরকারের প্রতিহিংসাপরায়ণ আচরণ জনগণের সামনে প্রশ্ন তৈরি করেছে যে, যারা আদালতের রায় বাস্তবায়ন করে না, তারা কীভাবে আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে?”
ঈদের আগে আন্দোলন স্থগিত, পরে ফের কর্মসূচির ঘোষণা
আসন্ন ঈদকে সামনে রেখে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক হোসেন। তবে তিনি বলেন, “জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে এই মুহূর্তে আমরা কর্মসূচি শিথিল করছি। ঈদের পর সরকার যদি যথাযথ প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা না নেয়, তাহলে ঢাকাবাসীকেই সঙ্গে নিয়ে আমরা মেয়রের শপথ গ্রহণ করব।”
পটভূমি:
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরবর্তী সময়ে তিনি এই ফল বাতিল চেয়ে ট্রাইব্যুনালে মামলা করেন।
ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে ঘোষণা দিলেও স্থানীয় সরকার বিভাগ ‘আইনি জটিলতার’ অজুহাতে এখনও তার শপথগ্রহণের ব্যবস্থা নেয়নি। ফলে তার সমর্থকেরা প্রায় তিন সপ্তাহ ধরে নগর ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
#ইশরাক_হোসেন #ঢাকা_দক্ষিণ_সিটি #ডিএসসিসি #মেয়র_শপথ #বিএনপি #নির্বাচন_বিতর্ক #আন্দোলন #স্থানীয়_সরকার