Dainik Khabar Aamader , "দৈনিক খবর আমাদের"

  • Home
  • Dainik Khabar Aamader , "দৈনিক খবর আমাদের"

Dainik Khabar Aamader , "দৈনিক খবর আমাদের" News & Media Reports etc

01/11/2025

“বিজেপি নেতারা এতটাই কাপুরুষ যে ট্রাম্প প্রতিদিন এদের হুমকি দেয়। ট্রাম্প বলে আমেরিকা থেকে আসা তুলায় আমদানি শুল্ক তুলে নাও। এরা মাথা নত করে আদেশ পালন করে। ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কিনবে না, এরা কেনে না। ট্রাম্প বলেন, আমি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। এদের মুখে কোনও কথা নেই। ট্রাম্প কান ধরে দাঁড়াতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে। ট্রাম্পের সামনে এদের প্যান্ট ভিজে যায়। অথচ দরিদ্র কৃষকদের জেলে পাঠায়", মন্তব্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

31/10/2025

অতীতের রেকর্ড ভেঙে গত এক মাসে বিশ্বের ১ কোটি ১৭ লাখের বেশি মুসল্লি ওমরাহ করেছেন।

31/10/2025
একতা মিছিল " এক ভারত, আত্বানির্ভর ভারত "অগ্রগামী আসাম-সমৃদ্ধিশালী ভারতভারতীয় জনতা পার্টী, শ্রীভূমি জেলা
31/10/2025

একতা মিছিল " এক ভারত, আত্বানির্ভর ভারত "

অগ্রগামী আসাম-সমৃদ্ধিশালী ভারত

ভারতীয় জনতা পার্টী, শ্রীভূমি জেলা

31/10/2025

ক্রিকেটের পর রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ আজহারউদ্দিন! হতে চলেছেন তেলেঙ্গানা মন্ত্রিসভার অংশ

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনে শুরু হচ্ছে নতুন অধ্যায়। তেলঙ্গানা বিধান পরিষদে তাঁকে মনোনীত করেছে কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্ত্রিসভায় মন্ত্রী পদে দায়িত্ব...
বিস্তারিত কমেন্টে

31/10/2025

আগের ওয়েবসাইট বাতিল, নতুন ওয়েবসাইট চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের দফতর। সেখানেই পাবেন ২০০২ সালের ভোটার তালিকা।

31/10/2025

সিরাজপট্টিতে ওভার ব্রিজ নিয়ে বরাবরই দুই পক্ষ হয়ে যায় -এক পক্ষ যারা চায় ওভারব্রিজ , আরেক পক্ষ যারা ফুটব্রিজ চায় ।।

31/10/2025

Breaking

পাতা বাবার বিরুদ্ধে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন আসাম সাইন্স সোসাইটি শ্রীভূমির কর্মকর্তারা।

31/10/2025

১৭শ শতকের প্রকৌশলের এক বিস্ময় ইরানের শাহ মসজিদ

ইরানের ইসফাহানের বিখ্যাত শাহ মসজিদ বা ইমাম মসজিদ তার স্থাপত্যের সৌন্দর্যের পাশাপাশি শব্দবিজ্ঞানের এক বিস্ময় হয়ে টিকে আছে আজও। মসজিদের ভেতরে মেঝেতে একটি নির্দিষ্ট পাথরের ওপর কেউ কথা বললে, সেই শব্দ মসজিদের অন্যান্য অংশে আরও পরিষ্কার ও গভীরভাবে শোনা যায়।

এই অসাধারণ শব্দপ্রবাহের গোপন রহস্য লুকিয়ে আছে মসজিদের স্থাপত্যে। ১৬২৯ সালে শাহ আব্বাসের শাসনকালের শেষ বছরে নির্মিত এই সাফাভি যুগের স্থাপত্যে শব্দ মেঝে ও গম্বুজের মাঝে প্রতিধ্বনিত হতে থাকে। গম্বুজের আকার শব্দকে কেন্দ্রিভূত করে, এবং সেটিকে নিয়মিত ছন্দে বারবার ফিরে আসতে বাধ্য করে। যদি গম্বুজ না থাকত, তবে প্রতিধ্বনি হারিয়ে যেত নানা দিকের প্রতিসরণের ভিড়ে।

মসজিদের নীল মোজাইক টালি এই প্রতিধ্বনিকে আরও শক্তিশালী করে তোলে। এর কারণে একাধিকবার স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায়, যেন শব্দ নিজেই গম্বুজের ভেতর বেঁচে থাকে।

বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাতে শব্দতত্ত্ব নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক গবেষণা চলছে, যাতে এর অ্যাকুস্টিক নকশা ও উপাদানগুলো আধুনিক টেকসই স্থাপত্যে প্রয়োগ করা যায়।

শাহ মসজিদ তাই কেবল ধর্মীয় স্থাপত্য নয়। এটি প্রমাণ করে- শিল্প, বিজ্ঞান ও বিশ্বাস একসঙ্গে মিললে সৃষ্টি হয় কালজয়ী সৌন্দর্য ও শ্রুতিমধুর বিস্ময়ের।

26/09/2025

বড়োভূমির আস্থা হাগ্ৰামা মহিলারীর উপর।
চতুর্থ বারের মতো ক্ষমতায় বিপিএফ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Khabar Aamader , "দৈনিক খবর আমাদের" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Khabar Aamader , "দৈনিক খবর আমাদের":

  • Want your business to be the top-listed Media Company?

Share