World Scout Group

World Scout Group World Scout Group

আসসালামু আলাইকুম। ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ।  #স্কাউট  #ভোলাহাট
16/12/2025

আসসালামু আলাইকুম।
ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ।
#স্কাউট #ভোলাহাট

আলহামদুলিল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় ভোলাহাট মহানন্দা ম...
16/12/2025

আলহামদুলিল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ তাদের আধিপত্য ধরে রেখে আবারও ১ম স্থান অধিকার করেছে।

ধন্যবাদ সকল স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের এত সুন্দর পারফরম্যান্স এর জন্য। 💗💗

আসসালামু আলাইকুম।। ভোলাহাটের সন্তান সেজান আমাদের মুখ উজ্জ্বল করেছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া শুধু তার ব্যক্তিগত অর...
06/12/2025

আসসালামু আলাইকুম।।

ভোলাহাটের সন্তান সেজান আমাদের মুখ উজ্জ্বল করেছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়—এটা ভোলাহাটের গর্ব, চাঁপাইনবাবগঞ্জের গর্ব। তার পরিশ্রম, মেধা ও নিবেদন আমাদের সকলকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে সে আরও বড় অর্জন করবে—এই বিশ্বাস আমার সব সময়ই ছিল এবং থাকবে। সেজানের সফলতা আমাদের তরুণ সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ
#ভোলাহাট #স্কাউট। #প্রেসিডেন্ট #অ্যাওয়ার্ড

25/11/2025
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভোলাহাটের ইতিহাসে প্রথম ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্য Sanjid...
19/09/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ভোলাহাটের ইতিহাসে প্রথম ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্য Sanjidul Islam বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অর্জন করেছে। তার লক্ষ্য ছিল অদম্য, তাই সাফল্য তাকে ছোয়া দিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। বর্তমানে সে ও Md Soriful Asik জাতীয় স্কাউটস আইসিটি জাম্বুরি ( ১৯-২১) এর জন্য জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক, গাজীপুরে অবস্থান করছে।

25/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

🌟 ১ম মহানন্দা ফ্রেন্ডশিপ ক্যাম্প ২০২৫ 🌟⏳ এখনো প্রি-রেজিস্ট্রেশন করেননি?দেরি না করে আজই করুন প্রি-রেজিস্ট্রেশন এবং অংশ নি...
20/08/2025

🌟 ১ম মহানন্দা ফ্রেন্ডশিপ ক্যাম্প ২০২৫ 🌟

⏳ এখনো প্রি-রেজিস্ট্রেশন করেননি?
দেরি না করে আজই করুন প্রি-রেজিস্ট্রেশন এবং অংশ নিন প্রথম মহানন্দা ফ্রেন্ডশিপ ক্যাম্পের অসাধারণ আনন্দে! 🌿✨

🎉 ক্যাম্পে থাকছে:
✨ এক্সাইটমেন্টের ভরা মুহূর্ত
✨ নতুন বন্ধু তৈরি করার আনন্দ
✨ ⚽🎶🏃‍♂️ খেলাধুলা, নাচ, গান আর মজার কার্যক্রম

🎁 গিফট হিসেবে পাবেন:
👕 টি-শার্ট | 🧣 স্কার্ফ | 📜 সার্টিফিকেট

🔗 প্রি-রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/784Bpmbf8rYqS3TK8

বিস্তারিত জানার জন্য ইনবক্সে করুন অথবা ০১৩১৬-৮৫৩৪৫২ যোগাযোগ করুন।

আসসালামু আলাইকুম উপজেলা ভোলাহাট জেলা চাঁপাইনবাবগঞ্জের। আমার নাম : ( মোহা: সারোয়ার জাহান রিফাত) ভোলাহাট মহানন্দা মুক্ত স্...
04/08/2025

আসসালামু আলাইকুম
উপজেলা ভোলাহাট
জেলা চাঁপাইনবাবগঞ্জের।

আমার নাম : ( মোহা: সারোয়ার জাহান রিফাত) ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপে,, একজন রোভার মেট। গর্বিত সদস্য।।

রোভার স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়—এটি হল একটি জীবনদর্শন। আমাদের স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে:

চরিত্র গঠন

নেতৃত্ব বিকাশ

দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা

*))একজন রোভার মেট হিসেবে আমার প্রধান দায়িত্ব:

1. দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা

2. নবীন রোভারদের পথপ্রদর্শক হিসেবে পাশে থাকা

3. স্কাউট আইন ও প্রতিজ্ঞা যথাযথভাবে অনুসরণ করে অন্যদের অনুপ্রাণিত করা


আমরা সবসময় বিশ্বাস করি—

> “সেবাই আমাদের মূলমন্ত্র”

প্রকৃতপক্ষে, বর্তমান সমাজে যুব সমাজকে যদি সঠিক দিকনির্দেশনা দেওয়া যায়, তাহলেই একটি আলোকিত বাংলাদেশ গড়া সম্ভব। রোভার স্কাউটিং সেই পথেই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে।

আমরা নিয়মিত— ✅ বৃক্ষরোপণ
✅ রক্তদান
✅ দুর্যোগকালীন সেবা
✅ পথশিশুদের সহায়তা
✅ এবং পরিবেশ সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে থাকি।

আমার গ্রুপ, ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ, ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবামূলক কাজের জন্য প্রশংসিত হয়েছে। আমরা চাই এই সেবার ধারা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক।

শেষে, আমি বলবো—

> "আমরা রোভার, আমরা প্রস্তুত – সব সময়, সব ক্ষেত্রে, সেবার জন্য!"

আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।
স্কাউট সালাম ও ধন্যবাদ।।।।

আসসালামু আলাইকুম।
02/08/2025

আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম। জেলা: চাঁপাইনবাবগঞ্জের। ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ।
01/08/2025

আসসালামু আলাইকুম।
জেলা: চাঁপাইনবাবগঞ্জের।
ভোলাহাট মহানন্দা মুক্ত স্কাউট গ্রুপ।

Address

Bholahat
Rājshāhi
6330

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Scout Group:

Share