
09/09/2024
আমরা, অনবদ্য ৩৭, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, প্রিমিয়ার ইউনিভার্সিটি এর ৩৭তম ব্যাচ, এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, দেশ বরেণ্য সমাজ বিজ্ঞানী ও সম্মানিত ভিসি, ড. অনুপম সেন স্যারকে পদত্যাগ করানোর ব্যাপারে যে লিখিত বক্তব্য প্রকাশিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য। "সকল অনুষদের ছাত্রদের পক্ষ হতে" এই রূপ মিথ্যা বিবৃতি দিয়ে তারা যে প্রোপাগান্ডা তৈরী করার চেষ্টা করছে তা অসমর্থনযোগ্য এবং আমরা এর বিপক্ষে অবস্থান করছি।
আমরা আশা ব্যক্ত করছি যে, এমন ষড়যন্ত্র যেন অচিরেই ধ্বংস হয় এবং ষড়যন্ত্রকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়।