Simran Afrin shuchy

  • Home
  • Simran Afrin shuchy

Simran Afrin shuchy পেইজটিতে সবাই follow diben... Plz

10/01/2025
পাপে মৃত্যু , মৃত্যুতে মিলাদ🥹🙎‍♀️
02/01/2025

পাপে মৃত্যু , মৃত্যুতে মিলাদ🥹🙎‍♀️

ভুল 🙀
02/01/2025

ভুল 🙀

01/01/2025

গত বছর রাতে ঘুমিয়েছি🥱, নুতুন বছরে ঘুম থেকে উঠেছি🖼️
বাহ্ বছরটা চলে গেলো,,,,

23/11/2024

সবাই শীতের কাপড় নামান,
একলা একলা পড়লে শরম করে 🫣🫣

28/10/2024

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।]

15/10/2024

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। 🥀

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

10/10/2024

দুইটি বিষয় জানা জরুরি
প্রথমটি হলো... see more

08/09/2024

_মাঝে মাঝে মনে হয় জীবন*টা অ'ন্যের উ*প*র চা*পিয়ে দিয়ে, দূরে বসে বাদাম খাই আর তা*মা*শা দেখি!!'🙂

07/09/2024

🤔🤔🤔🤔🤘🤘
এক মহিলা কেনাকাটা করে ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো টিভির রিমোট!
ক্যাশিয়ার কৌতুহল বশত জানতে চাইলেন, "ব্যাগে কি রিমোট সবসময় থাকে?"
মহিলা: না মাঝে মাঝে! আজ আমার কর্তা ক্রিকেট ফাইনাল দেখবে বলে শপিং এ এলো না। তাই উনাকে জব্দ করতে এ কাজ।

শিক্ষা-১: বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।

ক্যাশিয়ার হেসে ক্রেডিট কার্ড ফেরত দিতেই,
মহিলা: এটা কি হলো?
আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন।

শিক্ষা-২: স্বামীর শখ-ও সম্মানযোগ্য।

মহিলা কার্ড টি সোয়াইপ করলেন।

শিক্ষা-৩: বৌ এর লম্বা হাতের ধারনা থাকা দরকার।

সোয়াইপ মেশিন জানালো, Enter the pin that we sent to your Mobile.

শিক্ষা-৪: বেচারা স্বামীকে বাঁচাতে মেশিন ও
শেষ চেষ্টা করে।

মহিলা ব্যাগ থেকে স্বামীর ফোন টা বের
করলেন। এটা তিনি নিয়ে এসেছিলন, যাতে ফোন দিয়ে ডিস্টার্ব করা না হয়।
অবশেষে কেনাকাটা শেষে মহিলা বাসায় ফিরলেন।

শিক্ষা-৫: স্মার্ট মহিলাদের সাথে টক্কর দিও না।

বাড়ি ফিরে দেখলেন, দরজা তালা মারা। স্টিকারে লেখা, "গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম। ফিরতে রাত হবে।বাইরে ঘুমিয়ে পড়ো।"

শিক্ষা-৬: শত্রুপক্ষ কে একা বাড়িতে রেখে
যেও না।

মহিলা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লেন।
রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন, দরজা ভেতর থেকে লক করা, আর স্টিকারে লেখা, "গাড়িতেই ঘুমিয়ে পড়ো, বেল বাজিও না, লাভ হবে না, তার খোলা। আর দরজা ধাক্কিও না, এটা ভদ্রলোকের পাড়া।"

শেষ শিক্ষা: নারীশক্তি হতে সাবধান!

( সংগৃহীত )

06/09/2024

পারিবারিক বিয়ে -ইলেকশন 🙂
প্রেমের বিয়ে – সিলেকশন 🤭🤭
আর পালিয়ে বিয়ে হলো- স্বতন্ত্র🫣
দুই জনের অমতে বিয়ে হলে – স্বৈরতন্ত্র😤
প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলে – দলীয় মনোনয়ন💗💗
নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলে – বিরোধী দলের ষড়যন্ত্র🤔🤔
বিয়ে না করা – একনায়কতন্ত্র😏😏😏
নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো – গণতন্ত্র🤗🤗
কাজিনের সাথে বিয়ে হলে – রাজতন্ত্র😴
তাবিজ করে বিয়ে করলে – তন্ত্রমন্ত্র ☠️☠️
বিঃদ্রঃ এখন বলেন আপনি কোনটা কোনটা করবেন,,,?🤔
না বলে গেলে কিন্তু বিয়ে হবে না😁😁😁😁

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Simran Afrin shuchy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share