Rafiqul islam Rafi

  • Home
  • Rafiqul islam Rafi

Rafiqul islam Rafi সাবেক ছাএনেতা

11/09/2025

নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে সংস্কার করবে, বিচার করবে, বিএনপি'র এই আওয়ামী প্রীতি মনোভাব আজকে ক্ষতি করে দিল।

বিজয় মিছিলের পূর্বে বক্তব্য দেওয়ার সময়।
31/08/2025

বিজয় মিছিলের পূর্বে বক্তব্য দেওয়ার সময়।

সবাইরে সুস্থতা ও মঙ্গল কামনা করছি, আপাতত কিছু লিখলাম না, লেখতে মন চায় বাধা অনেক।
13/07/2025

সবাইরে সুস্থতা ও মঙ্গল কামনা করছি, আপাতত কিছু লিখলাম না, লেখতে মন চায় বাধা অনেক।

11/06/2025

কি একটি মজার গান তাই না।

Send a message to learn more

21/05/2025

ইউএস প্রবাসী প্রিসিলা, আসলে উনি কি বলতে চান? ঘনঘন তারেক রহমানের উদ্দেশ্যে কি বলেন? আমরা কি ভুলের মধ্যে ঢুকে গেছি?

War never brings anything good, war means destruction, we do not want war, but we will not keep ourselves out of warning...
07/05/2025

War never brings anything good, war means destruction, we do not want war, but we will not keep ourselves out of warning, we are a little focused on our own security.।৷
যুদ্ধ কিন্তু কখনো ভালো কিছু বয়ে আনে না, যুদ্ধ মানেই ধ্বংস, আমরা যুদ্ধ চাইনা, তবে আমরা নিজেকে সতর্কের বাইরে রাখবো না, আমরা নিজের নিরাপত্তাই একটু মনোযোগী হই।

মুখ বুজে অনেক সহ্য করতেছি, ধৈর্য ক্ষমতার বাইরে কেউ যাবেন না, আর দলকে নিয়ে কেউ নাড়াচাড়া বেশি করবেন না, দল কাউকে পৈত্রি...
05/04/2025

মুখ বুজে অনেক সহ্য করতেছি, ধৈর্য ক্ষমতার বাইরে কেউ যাবেন না, আর দলকে নিয়ে কেউ নাড়াচাড়া বেশি করবেন না, দল কাউকে পৈত্রিক সম্পত্তির মতো লিখে দলিল করে দেইনি,সাবধান হয়ে যান সাবধানতা অবলম্বন করুন।

Loving world humanity, defeated today world conscience, compromise peace, today's unhappy, UN, Security Council, nominal...
20/03/2025

Loving world humanity, defeated today world conscience, compromise peace, today's unhappy, UN, Security Council, nominal just their use, the world weeps, Muslims are crying among you, you will not fall out of your brother, you will not be able to get out of you. I know, O Muslim conscience, I say, if you cannot save your brothers, you cannot save their children ,,,,,,,,,,,,,
,লুন্ঠিত বিশ্ব মানবতা, পরাজিত আজকে বিশ্ব বিবেক, সমঝোতা শান্তি, আজকের দুর্বিষহ, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, নামমাত্র শুধু তাদেরই ব্যবহার্য, বিশ্ব আজকে স্তম্ভিত কাঁদো, মুসলিম তোমরা কাঁদো, তোমাদের মাঝে দাসত্ব ঝিনঝির উন্মুক্ত, তোমরা পড়ে নাও তোমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবে না, তোমরা তোমাদের ফিলিস্তানি ভাইদেরকে বাঁচাতে পারবে না, কারণ তোমরা সুবিধাবাদী, তোমরা ক্ষমতার লোভী, তোমাদের ধিক্কার জানাই, হে মুসলিম বিবেক, ধিক্কার জানাই, ছিঃ তোমরা তোমাদের ভাইদেরকে বাঁচাতে পারলে না, সন্তানদেরকে বাঁচাতে পারলে না,,,,,

05/03/2025

রফিকুল ইসলাম রাফি শ্রদ্ধেয় বড় ভাই রাজনীতি গুরু। যাদের হাত ধরে রাজনীতিতে আসা। ১৯৯৪ সালে রাজনীতি শুরু করেছিলাম। সে সময় থেকে কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল,, পৌর যুবদল,, পৌর বিএনপি,, গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার খুব কাছের মানুষ ছিলেন। রংপুর সহ রংপুরের ৮ টি জেলার বিএনপি নেতা কর্মীরা রফিকুল ইসলাম রাফি কে চিনতেন। একজন পিওর বিএনপি'র কর্মী ছিলেন রফিকুল ইসলাম রাফি। তার সঙ্গে চক্রান্ত হচ্ছে। হারাগাছ পৌর বিএনপির ভাইটাল পোস্টে তাকে রাখা হয়নি। এভাবেই হারিয়ে যাচ্ছে বিএনপির ডায়মন্ড নামে খ্যাত রফিকুল ইসলাম রাফির মতন নেতারা।

ডাক দিয়েছেন দুলুভাই, আইসো সবাই তিস্তা বাছাই,, অনুষ্ঠানের বিভিন্ন খন্ড চিত্র।
18/02/2025

ডাক দিয়েছেন দুলুভাই, আইসো সবাই তিস্তা বাছাই,, অনুষ্ঠানের বিভিন্ন খন্ড চিত্র।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafiqul islam Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share