TukiTaki With Tanjina

TukiTaki With Tanjina Assalamualaikum ❣️❣️
আপনার উপর শান্তি বর্ষিত হোক ❤️🤲

Hey freinds,I made daily lifestyle videos,fun videos for entertainment 💜

04/08/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Asholeiii😭
01/08/2025

Asholeiii😭

ভাই জীবনে অনেক ভুল করো কিন্তু বড় ছেলেকে পছন্দ করে বিয়ে করতে যাইয়োনা🥺🥺আজীবনের জন্য বাশ খেয়ে যেতে হবে।।।🌵🌵🐵দরকার হলে বিয়ে ...
31/07/2025

ভাই জীবনে অনেক ভুল করো কিন্তু বড় ছেলেকে পছন্দ করে বিয়ে করতে যাইয়োনা🥺🥺

আজীবনের জন্য বাশ খেয়ে যেতে হবে।।।
🌵🌵🐵

দরকার হলে বিয়ে ছাড়া থাক🐸🐸

বৃষ্টির দিনে ছাদ আর গাছের অবস্থা ☔☔🍀ছাদ বাগান🌧️🍀কে কে বলতে পারবে সবগুলো গাছের নাম🌳🌵🪴     ゚viralシ
31/07/2025

বৃষ্টির দিনে ছাদ আর গাছের অবস্থা ☔☔🍀

ছাদ বাগান🌧️🍀

কে কে বলতে পারবে সবগুলো গাছের নাম🌳🌵🪴

゚viralシ

❝বোকারাই অন্ধের মতো ভালোবাসতে পারে। চালাকরা পিছল প্রানী।❞  —শীর্ষেন্দু মুখোপাধ্যায় (চক্র)
31/07/2025

❝বোকারাই অন্ধের মতো ভালোবাসতে পারে। চালাকরা পিছল প্রানী।❞
—শীর্ষেন্দু মুখোপাধ্যায় (চক্র)

কে কে খেয়েছে???মজাই আছে😋😋 ゚viralシ
30/07/2025

কে কে খেয়েছে???

মজাই আছে😋😋

゚viralシ

এতো সুন্দর লেখাটা!!"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এব...
29/07/2025

এতো সুন্দর লেখাটা!!

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!
তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।

ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?

যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!
এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।

যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?

অদ্ভুত এই পৃথিবী!
যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?

তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-

তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

আচ্ছা এমন  পরিস্থিতি যেখান থেকে না পারছি বের হতে না পারছি থাকতে;;;এরকম সিচুয়েশনকে কি বলা যায়???👁️‍🗨️🗨️
29/07/2025

আচ্ছা এমন পরিস্থিতি যেখান থেকে না পারছি বের হতে না পারছি থাকতে;;;

এরকম সিচুয়েশনকে কি বলা যায়???👁️‍🗨️🗨️

Ami tw vai taka nibo😒😒
27/07/2025

Ami tw vai taka nibo😒😒

অনেকদিন পর নিজের হাতে বানিয়ে খেলাম ❣️❣️❣️
26/08/2024

অনেকদিন পর নিজের হাতে বানিয়ে খেলাম ❣️❣️❣️

22/05/2024

সবচেয়ে বড় লয়াল হলো আমার কপাল,
চেঞ্জ হচ্ছেই নাহ😐😐

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when TukiTaki With Tanjina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TukiTaki With Tanjina:

Share