জিন্নাত উল হাসান

জিন্নাত উল হাসান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিন্নাত উল হাসান, Digital creator, London.

আমি একজন বাংলাদেশী ব্রিটিশ নাগরিক। ২০০৫ থেকে লন্ডনে আছি। আমি Travel, Personal Finance, Investing, Freelancing, Artificial Intelligence ও Healthy Lifestyle নিয়ে কথা বলতে ভালোবাসি।

চুল, চুল, চুল! আজ রাতে আর ঘুমাতে পারবো না 😮‍💨আমার ডোমেইন ভেবে যারা চানাস্তার স্বপ্ন দেখতেছেন, তাদের গুড়ে বালি। এটা আমার ...
24/01/2025

চুল, চুল, চুল! আজ রাতে আর ঘুমাতে পারবো না 😮‍💨

আমার ডোমেইন ভেবে যারা চানাস্তার স্বপ্ন দেখতেছেন, তাদের গুড়ে বালি।

এটা আমার না।

24/01/2025

মাঝে মাঝে ক্লায়েন্টের কথা শুনলে ভয় লাগে। বিজনেসে বড় পরিবর্তন আসতেছে। আমি কিছু কথা বললাম, জিগাইলাম তোমার কি মত। সে বলে তুমি যা ভালো মনে করো!

চাইনিজ Open Source এআই চ্যাটবট DeepSeek পুরোপুরি ChatGPT ব্যবহার করে নিজেকে ট্রেন করতেছে। আর নিজেকে ChatGPT বলতেছে!আমেরি...
24/01/2025

চাইনিজ Open Source এআই চ্যাটবট DeepSeek পুরোপুরি ChatGPT ব্যবহার করে নিজেকে ট্রেন করতেছে। আর নিজেকে ChatGPT বলতেছে!

আমেরিকা আর চায়নার মধ্যে শেষ পর্যন্ত এআই চ্যাটবট নিয়ে যুদ্ধ শুরু হবে বলে মনে হচ্ছে!

24/01/2025

চ্যাটজিপিটি সার্চে সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর পাচ্ছেন, আপনার লাভ, চ্যাটজিপিটির লস। দুইদিন পর নিশ্চিত এড বসাবে!

23/01/2025
Joining SEOFOMO. Gary from Google in the middle of the panel.
23/01/2025

Joining SEOFOMO. Gary from Google in the middle of the panel.

সরকারের ২.৫% ইনসেন্টিভের উপর হক কার? ধরেন কেউ দেশের বাহির থেকে কাজ করাচ্ছে, তার নাকি, যে দেশে বসে কাজ করতেছে, তার?আমি দে...
23/01/2025

সরকারের ২.৫% ইনসেন্টিভের উপর হক কার? ধরেন কেউ দেশের বাহির থেকে কাজ করাচ্ছে, তার নাকি, যে দেশে বসে কাজ করতেছে, তার?

আমি দেশে যে দুইএকটা কাজ করাই, কিংবা টিমকে যে টাকা পাঠাই, আমি পুরো টাকাটাই পাঠাই। তার উপর তারা সরকারের থেকে একটু বাড়তি টাকা পায়।

আমার মতে ওটা তাদের হক। ওরা কষ্ট করছে, দেশে বসে হাজারো ঝক্কিঝামেলার মধ্যে কাজ শেষ করে বৈদেশিক মুদ্রা আনছে, ওরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা!

কিন্তু অনেকেই বলে কেন তাদের পুরো টাকা দিচ্ছেন, কিংবা সত্যিই আপনি আমাকে পুরো আমাউন্টটা দেবেন?

অন্যরা তো দেয় না।

এই বিষয়ে সবার মতামত জানতে চাচ্ছি।

ধন্যবাদ।

Thanks, ইউসুফ সরকারকে ধন্যবাদ। অনেক বছর এই কারনে আঁটকে ছিলাম।
23/01/2025

Thanks, ইউসুফ সরকারকে ধন্যবাদ। অনেক বছর এই কারনে আঁটকে ছিলাম।

লন্ডনে প্রতি ১২ জনে কমপক্ষে ১ জন অবৈধভাবে বাস করছে!
23/01/2025

লন্ডনে প্রতি ১২ জনে কমপক্ষে ১ জন অবৈধভাবে বাস করছে!

বলেন তো এইটা কার পদবি হতে পারে?
22/01/2025

বলেন তো এইটা কার পদবি হতে পারে?

সাত বছর আগে এই দিনে আমি MediaCom Global-এ টেকনিক্যাল এসইও ম্যানেজার হিসেবে জয়েন করি।এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। দ...
22/01/2025

সাত বছর আগে এই দিনে আমি MediaCom Global-এ টেকনিক্যাল এসইও ম্যানেজার হিসেবে জয়েন করি।

এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।

দুনিয়ার সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান হল WPP Group, আর MediaCom হল ওটার সবচেয়ে বড় এজেন্সি!

দেড় বছরের উপর ওখানে ছিলাম।

তারমধ্যেই অনেক বড় বড় ক্লায়েন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এখানে কয়েকটা বললামঃ

* Sky (mixed niche) - ইউকের সবচেয়ে বড় মিডিয়া আর কমুনিকেশন কোম্পানি; টিভি, ব্রডব্যান্ড, মোবাইল, কি নাই!
* Tempur Mattress (ecommerce) - সবচেয়ে দামি আর হাই প্রোফাইল তোশক ব্রান্ড
* Petplan (insurance) - ইউকের সবচেয়ে বড় প্রাণীদের ইনসিওরেন্স কোম্পানি
* Nikon Camera (ecommerce) - এইটা কিনে কিছু বলার নাই
* Royal Canin (ecommerce) - নামকরা আর দামি পশুদের খাবারের ব্রান্ড

এই ছবিটা প্রথমদিন অফিসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে তুলিছিলাম!

কেউ শুনবে আর সেই অনুযায়ী কাজ করবে, আর কেউ এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে। তারপর বলবে, ভাই কাজ পাই না কেন?গতদিনে...
22/01/2025

কেউ শুনবে আর সেই অনুযায়ী কাজ করবে, আর কেউ এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে।

তারপর বলবে, ভাই কাজ পাই না কেন?

গতদিনের লাইভটা কয়জন দেখেছেন, আর কয়জন উপেক্ষা করেছেন, জানি না।

তবে এক ছোট ভাই ওই ভিডিওতে বলা টিপস দিয়ে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেছেন, এবং অনেক ভালো পজিটিভ উত্তরও পেয়েছেন।

ক্লায়েন্টের উত্তরটা পড়ে দেখেলেই বুঝতে পারবেন ক্লায়েন্ট তার কত প্রশংসা করেছেন।

এখন আপনিই বলেন, যেকোনো কাজ করার আগে, সেই ক্লায়েন্ট কি এই ছোট ভাইয়ের কথা আগে চিন্তা করবে না?

আমি লিখবার পারুম না, আমি বিজি। তুই আমার মতো লেখবি, বুঝছস?
21/01/2025

আমি লিখবার পারুম না, আমি বিজি। তুই আমার মতো লেখবি, বুঝছস?

21/01/2025

টিমকে বললাম নতুন ক্লায়েন্ট পাইলে সবাইকে ভালো নয়েজ কেন্সেলিং হেডফোন কিনে দেবো। একজন বলে ভাই টাস্ক লিস্টে লিখে রাখলাম, নয়তো আপনি ভুলে যাবেন। একেই বলে বাঙ্গালী!

আজকে ছোটো পোলারে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম। ব্যাগে ঢোকাবো, সেই ভয়ে বিছানার তলে লুকাইছে। আমি এই দিক গেলে, ও ওই দিকে যা...
21/01/2025

আজকে ছোটো পোলারে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম। ব্যাগে ঢোকাবো, সেই ভয়ে বিছানার তলে লুকাইছে।

আমি এই দিক গেলে, ও ওই দিকে যায়।

যেন স্কুইড গেম!

যখন ভেটের কাছে নিয়ে গেছি, তখন ব্যাগ থেকে বের হতে চায় না।

ভেট বলে বের করে ঠিকমতো ঘাড় ধরো, আমি ওকে একটা পুটুস দিবো 😮‍💨

বাপ বেটা আমরা আবার দুইজনই পুটুস ভয় পাই।

20/01/2025

বাইরের দেশে মাছ মাংস কাটার ভিডিওর প্রতিটি ছুরির আঘাতে যেন আর্ট আছে! দেশি কসাইয়ের কাটা দেখলে মনে হয় যেন বাড়ির ঝগড়ার ঝাল মেটাচ্ছে!

গুগল ই-কমার্স সম্পর্কিত সার্চ রেজাল্টে  যে পরিমাণ পরিবর্তন এনেছে, তা সত্যিই অবাক করার মতো।সেকশনগুলি হল:1. Sponsored list...
20/01/2025

গুগল ই-কমার্স সম্পর্কিত সার্চ রেজাল্টে যে পরিমাণ পরিবর্তন এনেছে, তা সত্যিই অবাক করার মতো।

সেকশনগুলি হল:

1. Sponsored listings
2. Popular products
3. Regular Blue links with multiple images
4. More products
5. Fast pickup or delivery
6. Explore brands
7. Things to know
8. Images
9. People also ask
10. Videos
11. More products
12. People also buy from
13. People also search for

যদি আপনি একজন ই-কমার্স ব্যবসার মালিক কিংবা এসইও কন্সাল্টান্ট হন, তবে হোমপেজে র‌্যাঙ্ক করার আরও বেশি সুযোগ এখন আপনার হাতে আছে।

এখন, কোন পথে এগোবেন, তা আপনার উপর নির্ভর করছে!

20/01/2025

শুনলাম পুলিশে আলোচনা করে, ড্রেসের কালার হোক যেমন তেমন, কুনু প্রবলেম নাই। ড্রেসে পকেট কয়টা সেইটা মেইন সমস্যা!

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন্নাত উল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share