15/11/2025
অনেকে অনেকবারই একই কথা বলেছেন। তারা বলছেন, একজন মেন্টরের অভাবে এইটা শিখতে পারলাম না, ওইটা করতে পারলাম না।
কথাটা অনেকটা ভুল।
আপনি যদি কিছু শিখতে চান, মেন্টর না, আপনার দরকার একজন শিক্ষক।
মেন্টর আর শিক্ষকের অবস্থান বেশ ভিন্ন যেটা হয়তো আমরা অনেকটাই জানি না।
--------------------
কিছুদিন আগে আমি একটা ম্যাসেজ পেলাম। একজন আমার মেন্টরশিপের জন্যে আগ্রহী।
ভালো কথা।
বললাম কি জানতে চান? উনি বললেন ইন্টারন্যাশনাল এসইও কিভাবে কাজ করে।
ইন্টারনেট হাজার হাজার আর্টিকেল আছে, এটা ওখান থেকে জানা যেতে পারে। কিংবা কেউ যদি টিচিং কিংবা কোর্স করায়, তার কাছ থেকে জানা যেতে পারে।
একজন মেন্টর কখনই আপনাকে এসইও হাতে ধরে শিখিয়ে দেবে না।
আমি তাকে না বললাম, তিনি হয়তো মনে দুঃখ পেলেন, ভাই আমাকে শিখাইলো না।
বিষয়টা কিন্তু ভিন্ন।
--------------------
মেন্টর আর শিক্ষক - দুইজনই গুরুত্বপূর্ণ, কিন্তু কাজটা এক নয়।
শিক্ষক আপনাকে শেখান কোন বিষয়টা কীভাবে কাজ করে, নিয়ম কী, পদ্ধতি কী। এটা দরকার, কারণ বেসিক না জানলে সামনে যাওয়া কঠিন - এটাই শিক্ষকের কাজ।
শিক্ষকের কাজ শিক্ষা দেয়া। আপনাকে শিক্ষিত করে তোলা।
কিন্তু মেন্টর একটু অন্যরকম।
মেন্টর আপনার অবস্থা, লক্ষ্য, অভ্যাস, ভয় - এইসব দেখেন। তারপর বলেন, "এই পথে গেলে আপনার জন্য ভালো হবে", বা "এই ভুলটা ঠিক না করলে সামনে সমস্যা হবে।"
---------------------
শিক্ষক সব ছাত্রকে একইভাবে শেখান। অনেকটা স্কুল কলেজের ক্লাসের মতো।
মেন্টর কিন্তু সেটা করেন না।
মেন্টর ১০০ জন ছাত্রকে পড়াতে পারবেন না। তার এতো সময় নাই। উনি হয়তো একজন কিংবা দুইজনকে গাইড করতে পারবেন।
যখন আপনি আটকে যান, তখন শুধু তথ্য না, মানসিক সাপোর্টও দেন। যখন আপনার আত্মবিশ্বাস কমে যায়, তখন বলবে, "এই জায়গাটায় আপনি ঠিক করতেছেন, শুধু রাস্তা পরিবর্তন করেন।"
---------------------
শিক্ষক জ্ঞান দেন।
মেন্টর দিকনির্দেশনা ও গতি দেন।
শিক্ষক পারেন আপনাকে শিক্ষিত বানাতে, কিন্তু মেন্টর আপনাকে ঠিক জায়গায়, ঠিক সময়ে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে।
দুটি ভূমিকারই মূল্য আছে, কিন্তু একজন ভালো মেন্টর থাকলে আপনার গ্রোথ সাধারণত অনেক দ্রুত হয়।
এটাই আসল পার্থক্য।
---------------------
তাই আসলে আপনাকে নিজেই আগে বুঝতে হবে, আপনার কি দরকার? একজন শিক্ষক? না একজন মেন্টর?
ধন্যবাদ।