জিন্নাত উল হাসান

জিন্নাত উল হাসান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জিন্নাত উল হাসান, Digital creator, London.

আমি একজন বাংলাদেশী ব্রিটিশ নাগরিক। ২০০৫ থেকে লন্ডনে আছি। আমি Travel, Personal Finance, Investing, Freelancing, Artificial Intelligence ও Healthy Lifestyle নিয়ে কথা বলতে ভালোবাসি।

আবার বৃষ্টি, আবার খেলা বন্ধ। তবে এবার অদ্ভূত সুন্দর ডাবল রংধনু!
13/09/2025

আবার বৃষ্টি, আবার খেলা বন্ধ। তবে এবার অদ্ভূত সুন্দর ডাবল রংধনু!

এজবেস্টনের বুকে রেকর্ড করা একমাত্র বাংলাদেশীর নাম কি কেউ খুঁজে পেলেন?
13/09/2025

এজবেস্টনের বুকে রেকর্ড করা একমাত্র বাংলাদেশীর নাম কি কেউ খুঁজে পেলেন?

একদম ক্ল্যাসিক ব্রিটিশ আবহাওয়া - ধুমায় বৃষ্টি!
13/09/2025

একদম ক্ল্যাসিক ব্রিটিশ আবহাওয়া - ধুমায় বৃষ্টি!

কোনটা খামু?
13/09/2025

কোনটা খামু?

প্রথম সেমিফাইনাল শুরু! ল্যাঙ্কাশায়ার বনাম সমারসেট!
13/09/2025

প্রথম সেমিফাইনাল শুরু! ল্যাঙ্কাশায়ার বনাম সমারসেট!

13/09/2025

কিছুদিন পর মোটিভেশনাল এসইও গুরুরা বলবে টা*ট্টি করতে করতে কিওয়ার্ড রিসার্চ করলেন না তো কি করলেন?

Vitality Blast Cricket Final দেখতে বার্মিংহাম যাচ্ছি। অফিস থেকে টিকেট পেলাম। অনেকটা জন্মদিনের গিফটের মতো!
13/09/2025

Vitality Blast Cricket Final দেখতে বার্মিংহাম যাচ্ছি। অফিস থেকে টিকেট পেলাম। অনেকটা জন্মদিনের গিফটের মতো!

কিছুদিন আগে লিঙ্কেডইনে দেখলাম একজন (নন বাংলাদেশী) তাবিজবিক্রেতা লিখছে, এডোবি নাকি এসইও'র বাপ মা করে দিছে। তার কাছে তাবিজ...
12/09/2025

কিছুদিন আগে লিঙ্কেডইনে দেখলাম একজন (নন বাংলাদেশী) তাবিজবিক্রেতা লিখছে, এডোবি নাকি এসইও'র বাপ মা করে দিছে। তার কাছে তাবিজ আছে, কিভাবে এডোবি এআই ব্যবহার করে ওয়েবসাইট আর কন্টেন্ট জিইও'র মাধ্যমে লোকেদের কাছে ছড়িয়ে দেবে।

অ্যাডোবির এসইও'র জন্যে ডিরেক্টরের পোস্ট দেখে তার কথা মনে পড়ে গেলো।

এদের মতো উস্তাদ থাকতে এডোবি কেন দেড় লাখ থেকে প্রায় সাড়ে তিন লাখ ডলারে এসইও ডিরেক্টর খুজতেছে, বুঝে পাই না।

বাংলাদেশী টাকায় থেকে দুই কোটি থেকে চার কোটি টাকার সমান!

------------------------

ছয় মাস আগেও যখন চাকুরী খুজতেছিলাম, তখন লন্ডনে এসইও নিয়ে তেমন কোন ভালো চাকুরীর বিজ্ঞাপন চোখে পড়ে নাই।

অথচ আজ সকালে লিঙ্কেডইনে সার্চে দেখলাম লন্ডনেই ৯৯+ চাকুরী আছে।

ছয় মাসের মধ্যে কি এআই'ই ডেড হয়ে গেলো?

-------------------------

এআইয়ের কারণে কোন ইন্ডাস্ট্রির লাইফই সহজ হবে না, তাই আমাদের মোটামুটি সব শিখতে হবে।

আগে সব শেখার অপশন ছিল না, এখন আছে। তাই অজুহাতে চলবে না।

আর শিখার জন্যে বসে থাকলে চলবে না, পেট চালাতে হবে।

তাই কাজ করতে করতে শিখতে হবে, সেটা যেকোনো পেশাই হোক না কেন।

12/09/2025

একটা কথা মনে রাখবেন, যেকোনো অটোমেশন তখনই আপনার কাজে আসবে, যখন আপনার হাতে অনেক কাজ, অথচ কাজ করার সময় নাই, মনের মতো লোক নাই!

বাংলাদেশি ফ্রিল্যান্সার আর ছোট টিমগুলোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা টেকনিকাল স্কিল না, সফট স্কিলে। কোডিং ইউটিউব দেখেই শেখা যায়।...
12/09/2025

বাংলাদেশি ফ্রিল্যান্সার আর ছোট টিমগুলোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা টেকনিকাল স্কিল না, সফট স্কিলে।

কোডিং ইউটিউব দেখেই শেখা যায়। SEO শেখা যায় ব্লগ পড়ে বা কোর্স করে।

কিন্তু কাস্টমারের সাথে কথা বলার ধরন,
নিজেকে উপস্থাপন করার কনফিডেন্স,
কোন কিছু প্রেজেন্ট করার সময় ক্লিয়ারলি বোঝানোর স্কিল,
এই জিনিসগুলো বই পড়ে হয়তো জানতে পারবেন, কিন্তু কোনদিনই আয়ত্তে আসবে না।

আর সবচেয়ে বড় ব্যাপার -

ক্লায়েন্টকে বুঝিয়ে আরও কীভাবে বেশি ভ্যালু দেওয়া যায়, কীভাবে কাজের পরিধি বাড়িয়ে ক্লায়েন্ট ধরে রাখার সাথে সাথে রিটেইনার বাড়ানো যায়, এই মাইন্ডসেটটাই অনেকের মধ্যে আসে না।

একটাই কারণ - কমিউনিকেশন স্কিল।

আপনি যদি প্রোঅ্যাক্টিভলি ক্লায়েন্টের বিজনেস বুঝে কিছু সাজেশন / ভ্যালু না দিতে পারেন, তাহলে তারা ভাববে, "ও শুধু keyword rank করায়, আর কিছু না।"

আমার নিজের কর্পোরেট ক্যারিয়ারের শুরুতে এগুলো নিয়ে অনেক ভুগেছি, অনেক ভুল করার অন্যদের দেখে, ধীরে ধীরে শিখেছি।

কথায় বলে Communication is ৫০% of freelancing, আমার কখনও কখনও মনে এটা তারচেয়েও হয়তো বেশি।

এই স্কিলগুলো বই পড়ে আসবে না, প্র‍্যাকটিস করতে হবে।

সমস্যা হল বাংলাদেশ, স্কুল কলেজে লোকে হয়তো টুকটাক ইংরেজি বলা শেখে, লেখা শেখে, কিংবা প্রেজেন্টেশন শেখে, কিন্তু যাদের থেকে শেখে তাদের প্রাক্টিকাল কোন এক্সপেরিএন্স নাই।

আবার স্কুল কলেজ শেষ, প্রাকটিসও শেষ। চাকুরী কিংবা ফ্রিলান্সিং এসে একদম ধরা।

তাহলে উপায়?

একজন ভালো ক্লায়েন্টের সাথে কথা বলার আগে একটু রিহার্স করতে হবে, প্রয়োজনে নিজের প্রেজেন্টেশন রেকর্ড করে দেখতে হবে, আর তারপর ভাবেন - আপনি নিজে একজন ক্লায়েন্ট হলে কি আপনার নিজের সার্ভিসটা কিনতেন?

টেকনিক্যাল স্কিল তো সবাই শিখতেছে।

নিজেকে তাদের থেকে আলাদা করবেন কিভাবে?

মনে রাখবেনঃ যে কথা বলতে পারে, সে সেল করতে পারে, আর সে'ই মার্কেটে টিকে যাবে।

12/09/2025

যদি মনে করেন SEO is dead, তাইলে robots.txt তে User-agent: * Disallow: / বসায় দেখান!

11/09/2025

Not Out 44!

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিন্নাত উল হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share