18/07/2025
কারো কারো প্রেজেন্টেশন খুবই চমৎকার হয়, আবার কারো কারো প্রেজেন্টেশন দেখলে পা ধরে মাফ চাইতে ইচ্ছা করে।
ভালো প্রেজেন্টেশনের একটা বড় বিশিষ্ট হল যে বক্তা শ্রোতাকে প্রেজেন্টেশনের ঢুকিয়ে ফেলতে পারে। কারণ শ্রোতার মনে হয় যে বক্তা একটা গল্প বলতেছে, প্রতিটি লাইন, একটা আরেকটার সাথে যেন গেঁথে আছে।
একটা লাইন মিস করলেই যেন গল্পটা মিস হয়ে যাবে।
-------------------
২০০৩ সালে হাত পা কাঁপতে কাঁপতে কিভাবে ভার্সিটিতে প্রেজেন্টেশন দিসি, কে জানে। কিন্তু প্রজেক্ট আর প্রেজেন্টেশনের আগাগোড়া আমার করা, ভালো ছাত্র ছিলাম, মোটামুটি সেই ধাক্কায় সেবার পার পেয়ে গিয়েছিলাম।
-------------------
২০১৪ সাল পর্যন্ত টুকটাক অনেক প্রেজেন্টেশন করছি, কিন্তু কাঁপাকাঁপি কমে নাই।
সেই বছর অফিস থেকে পারসোনাল ডেভেলপমেন্টের জন্য প্রেজেন্টেশন কোর্সের আয়োজন করা হয়।
আমার বসকে বলে আমি ওইটা যাই।
-------------------
সেই কোর্সটা ছিলাম বোধ হয় আমার জীবনের সবচেয়ে ভয়ের কোর্স। এমনিতেই আমি প্রেজেন্টেশনে দুর্বল, আমাদের বলা হল দুইদিন ট্রেনিঙয়ের পর তোমারকে একটা করে প্রেজেন্টেশন দিতে হবে।
সেটা আবার রেকর্ড করা হবে, এবং আমরা চাইলে কারো কারোটা ভিডিও চালিয়ে ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়া হবে।
বাঁচাও!
------------------
ওই দুইদিনে অনেকগুলো টিপস পেয়েছিলাম। তবে সবচেয়ে দরকারি টিপসটা ছিল এমনঃ
প্রেজেন্টেশন বানানোর চেয়ে জরুরী বিষয় হল স্টোরিলাইন বা গল্পের আউটলাইনটা দাঁড়া করানো।
গল্পে যেমন সাসপেন্স একবার বাড়ে আবার কমে, তেমনি প্রেজেন্টেশনেও ডেটা, কণ্ঠস্বর, বিরতি, ইত্যাদি দিয়ে সাসপেন্স উঠানামা করাতে হয়।
গল্প অনুযায়ী স্লাইড বানাতে হয়।
আমাদের সবচেয়ে বড় ভুল হয় যে আমরা হরেক রকমের স্লাইড বসিয়ে, কি বলতে হবে সেটা চিন্তা করি।
এই কারণে দেখা যায় যে আমাদের কথা, ইমোশন, স্টোরিলাইনের মধ্যে কোন মিল থাকে না।
--------------------
আমরা অনেকেই প্রেজেন্টেশনের শুরুতে বলি, আমি ঠিকমতো প্রিপারেসন নিতে পারি নাই, আমি প্রেজেন্টেশনে দুর্বল, আমি হেন, আমি তেন - সেটা আরেকটা বড় ভুল।
কখনই নেগাটিভ কথা দিয়ে কথা বলা শুরু করবেন না। আপনিই যদি দৃঢ়তার সাথে কথা বলা শুরু না করতে পারেন, তাহলে লোকের মনোযোগ আকর্ষণ করতে পারবেন না।
--------------------
আমাদের শেখানো হয়েছিলো যদি ভয় লাগে, টেনশন হয়, একখানে দাঁড়িয়ে থেকো না, কোনকিছুতে ঠেস দিয়ে দাঁড়িয়ে কিংবা বসে থেকো না।
হাঁটাচলা করলে ভয় কম।
--------------------
কোন একজনের দিকে তাকিয়ে থেকো না। তাতেও মনে ভয় বাড়ে। বরং দৃষ্টি Z মতো করে মুভমেন্ট করলে, তোমার তো জড়তা কাটবেই, যাদের দিকে তাকাচ্ছো, তারা অন্য কাজ বাদ রেখে তোমার কথায় মনোযোগ দেবে।
--------------------
যাহোক, সেইবার সবার সামনে ক্যামেরায় প্রেজেন্টেশন দিলাম। আবার আমার ভিডিওটা চালিয়ে ভুলগুলো দেখাতে বললাম।
তারপর থেকে মনে হয়েছে, ওই কঠিন যাত্রা যেহেতু শেষ করতে পেরেছি, আর কোন প্রেজেন্টেশনই আটকাবো না।
এখনও কাঁপাকাঁপি হয়, তবে অনেক কমে গেছে।
-------------------
গতবছর বাংলাদেশে প্রথম একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। কেমন হয়েছিলো জানি না, অনেক টেনশনে ছিলাম, কারণ বাংলাদেশে এবং বাংলায় ওটাই আমার প্রথম প্রেজেন্টেশন ছিল।
আশা করি উপরের কথাগুলো কারো কারো কাজে লাগবে।
ধন্যবাদ।