Mona's Zone

Mona's Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mona's Zone, Video Creator, .

05/08/2024

ইবাদতের কথা নাকি বলতে হয় না কিন্তু আজ বলতে ইচ্ছে করছে। আজকে যোহরের নামাজে ২ রাকাত নফল নামাজ বেশি পরছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার নামাজ কবুল করছে।

এতো এতো হাহাকার এর পর সব ঠিক হয়েও যেন হয়নি। অবশেষে আজ ৭ দিন পর ফেসবুকে আসতে পারলাম।
26/07/2024

এতো এতো হাহাকার এর পর সব ঠিক হয়েও যেন হয়নি। অবশেষে আজ ৭ দিন পর ফেসবুকে আসতে পারলাম।

18/07/2024

আমি ঠিক বুঝতে পারছি না এখন আন্দোলনের আল্টিমেট গোলটা কি হওয়া উচিৎ। ইতোমধ্যেই প্রায় ২১ জন মত ছাত্র শাহাদাত বরণ করেছে। এতদিন পরে এসে তারা আলোচনায় বসতে রাজি হয়েছে। এখন যদি তাদের সাথে ছাত্রসমাজ আলোচনায় বসেও, তাইলে লাভটা কি? এতগুলো প্রাণের ক্ষতিপূরণ কে দিবে? শহীদদের রূহের সাথে কি বেইনসাফি হবে না?

আবার যদি আলোচনায় না-ও বসে, তাইলে কোন রাজনৈতিক নেতৃত্ব ছাড়া আন্দোলন কতটুকু এগিয়ে নেয়া যাবে? আল্টিমেট গোলটা কি হবে? যেহেতু সবাই সাধারণ ছাত্র, কারোরই আন্দোলনের পূর্ব অভিজ্ঞতা নেই, এইরকম আনস্ট্রাকচার্ড একটা আন্দোলন কিভাবে চলবে? আবার সাধারণ ছাত্ররা আন্দোলনে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর হস্তক্ষেপও চাচ্ছে না

মাথায় ঢুকতেছে না কিছু। সবকিছু উল্টাপাল্টা লাগতেছে।

কোটার মত গুরত্বপূর্ণ ইস্যু নিয়ে মানবতার ফেরিওয়ালারা কিছু বলেনা কেন বুঝিনা? আইডল হওয়ার জন্য সৎগুণ কোথায় উনাদের।উনাদের সম্...
17/07/2024

কোটার মত গুরত্বপূর্ণ ইস্যু নিয়ে মানবতার ফেরিওয়ালারা কিছু বলেনা কেন বুঝিনা?
আইডল হওয়ার জন্য সৎগুণ কোথায় উনাদের।
উনাদের সম্পর্কে ২/১ লাইন মন্তব্য করুন?এরা কোন গর্তে আছে জাতি জানতে চাই,,,,,

16/07/2024

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️
বিভিন্ন সূত্র জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী, ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।

আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।

এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পোস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।❤️

16/07/2024

চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার
বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ গড়বে মুক্তিযোদ্ধার নাতিপুতি

কোটা প্রথা নিপাত যাক,
মেধাবীরা মুক্তি পাক🤟

11/07/2024

পরন্ত বিকেল বেলা কি সুন্দর দৃশ্য ゚viralfbreelsfypシ゚viral ゚ #পুকুর #পাটশাক #নটকো

10/07/2024

রোজার ঈদের ঘুরাঘুরি। ゚ ゚viralfbreelsfypシ゚viral

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mona's Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share