30/01/2024
Self explanatory statement
ডাইরির পাতা থেকে
জীবনের প্রতিটি পথ অনেক শিক্ষা দেয়, life lesson আর কি। আমরা আল্লাহর নিকটবরতী হই, নতুন করে জীবনের মোড় পরিবর্তন হয়; এবং আমার বিশ্বাস যা যা হয় তা ভালোর জন্য ই হয়।
আমর কাছাকাছি যারা বাস করেন, আত্মীয় না হলেও যারা অতি নিকটের তাদের ভালবাসার উষ্ণতা টের পাই। কাছের তো বটেই, যাঁদের সাথে শুধুই ভাব বিনিময় হয়েছে তাদের কথা, একেকটা শব্দ আমাকে সাহস দিয়েছে। উনারা অনেক জ্ঞানী মানুষ, উনারা প্রশ্ন করেন নাই আমাকে, কেন আমি আমার প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেছি। প্রত্যেকর reaction আলাদা আলাদা হয়, যে যেই shoes পড়ে থাকি সেই shoe টা কতটা pinch করছে তা যে পড়ে আছে, সেই জানে। আমার অতি নিকটতম ভালবাসার মানুষকে আমি ছোট করি নাই, কিন্তু আমার shocking টা বা বিশ্বাস টা ভুল ছিল জেনে সম্ভিত হয়েছি। আমার পরিবার এবং আমার সন্তানদের জীবন ভাল রাখতে যা করা উচিত মনে হয়েছে তাই করেছি। এতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার দায়টাও আমি ই নিব।
মানুষের ভুল হয়, আমি ভুল টা ঘৃনা করেছি, আমার সাথে এটা unfare ছিল কারণ আমি তো তার স্বপ্নেই দিন পাড় করতাম। কিন্তু এরপরেও, ভালবাসা, শ্রদ্ধা থাকবে একজন মানুষের জন্য যিনি আমার দুটো সন্তানের বাবা। তাকে আমি পরম মমতা দিয়ে ভালবাসি এবং পাশে হাত ধরে থাকার সব চেষ্টা করব।
যে মহিলা নিজ পরিবার রেখে আরেকজনের পরিবার নষ্ট করার জন্য aggressive ভূমিকা নিয়েছে তাকে ঘৃনা করব মৃত্যুর আগ পর্যন্ত। এমন মহিলা মেয় বা মা জাতির জন্য কলন্ক। আমি একজন feminist হিসাবেই বলছি, এমন মহিলা নারীবাদী চিন্তার ফলন না বরং নোংরা পারিবারিক আবহে মাদকাসক্ত একজন নিকৃষ্ট মানুষের উদাহরণ।
আমার সংসার, আমার ভালবাসার মানুষ, আমার সন্তান, আমার বাবা-মা, ভাই, বোন এবং আমার শ্বশুরবাড়ীর লোক এবং অসংখ্য প্রিয় মানুষেরা যারা আমার সংকটে আমার পাশে এসে দাড়িয়েছেন, আমাকে শক্ত হতে সাহায্য করেছেন, তাদের নাম টা আমি উল্লেখ করবো না, কিন্তু তাদের শ্রদ্ধা করব জীবনের সব অবস্থাতেই, আমার দোয়াতে উনারা সব সময় থাকবেন।
একটাই অনুরোধ তাদের প্রতি যারা আমার প্রতিক্রিয়া নিয়ে সংকোচিত, যাঁদের নিজেদের জীবনেও কোন না কোন সময় এমন কঠিন অবস্হা আসে নাই? সেই আপনারা, আমার সমালোচনা করার আগে একবার একা একা আয়নায় দাড়িয় বলবেন, সত্য প্রকাশ করার মতো guard সবার থাকে না, আমি প্রতিটি সত্য বলেছি, যতটুকু ই আমার হাতে এসেছে, কাজেই যে এই কাজটা করেছে সে যথেষ্ট সাহস নিয়েই আর অনেক চোখের পানি ফেলেই করতে বাধ্য হয়েছে।