Mr. Arnob

Mr. Arnob May you wake up every day with a smile��

19/03/2025

একটা মেয়ের সম্পর্কে ঠিক ততটুকু বাজে মন্তব্য করবেন যতটুকু আপনার নিজের বোনের সম্পর্কে শোনার ক্ষমতা আছে 👈

12/03/2025

মানুষ তার 'পছন্দের মানুষটার' আইডি তে ঘুরতে
পছন্দ করে বেশি! আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্ট,কমেন্ট এর রিপ্লাই ফলো করে!
কবে কখন কোথায় কে কি কমেন্ট করেছিলো.
সব তার মাথায় গেঁথে যায়!

এইভাবে চলতে চলতে একদিন সে টের পায়.
'অন্য এক্টা' আইডির সাথে তার পছন্দর মানুষটার অনেক 'খাতির' জমে গেছে কমেন্টবক্সে।

সে বুঝতে পারে এ মানুষটা বোধহয় তার পছন্দের মানুষ টার 'বিশেষ কেউ! 'তখনি সে তার পছন্দের মানুষটা আইডি তে ঘুরাঘুরি করা কমিয়ে দেয়।
না না! ভালো লাগা কমেনি..

সে এখন ওই 'নির্দিষ্ট' আইডি টায় ঘুরে বেশি।
ঘুরে ঘুরে দেখে তার প্রিয় মানুষটা ওই আইডির ছবিতে কি রিয়েক্ট দিয়েছে, কি কমেন্ট করেছে। এসব দেখে সে মন খারাপ করে!

তবুও তার 'অভ্যাস' পাল্টায় না।
সে প্রতিদিন দুটো আইডি তেই ঘুরে আর অনুভব করে "কাউকে ভালো লেগে যাওয়াটা ভয়ংকর একটা ব্যাপার! ❤️

Mr. Arnob 👈
03/11/2024

Mr. Arnob 👈

01/11/2024

আমার তার প্রতি অনেক ভালোবাসা কিন্তু, আমি তাকে যে পাবো না এই ফিলিংটা আমি হার্ভার করি বলেই এই প্রেমটা সারাজীবন থেকে যায়!🤍🌸

Mr. Arnob 👈

Mr. Arnob 👈
01/11/2024

Mr. Arnob 👈

30/10/2024

যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়,সেই জুতো জোড়া ছিড়ে যায় জলদি। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়,সে জামাটায় হয়তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল! যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে উঠে,সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট! যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়,সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও 'না থাকার মতো করে' থাকবে!

আসলে সব ঝামেলা এই 'প্রিয়' শব্দটাকে নিয়েই।যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি,সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে! 💔

Mr. Arnob 👈

06/06/2024

এসো আমার শহরে❤❤

👈

13/04/2024

ফ্রেন্ডলিস্টের মেয়েরা তোমরা ছবি আপলোড করা বন্ধ কইরো না, ভালোই লাগতাছে!😷☺

Mr. Arnob 👈

23/02/2024

🥰🥰
The line would start from where we stood🔥🖤🔥

Send a message to learn more

04/02/2024

ইদানীং দেখি ভালোবাসা প্রমাণ করতে গিয়ে পাব্লিক প্লেসে কানে ধরে উঠবস করে। এটা দেখে অনেক কাপল সেটা কাপল গোলস বলে শেয়ার দিচ্ছে। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষ ধরলাম ভূলই করলো তাই বলে সবার সামনে এই জিনিসটা আপনি করতেই দিবেন কেন? এতে তো শুধু ছেলেটার না,আপনার ও খারাপ লাগার কথা।

এরকম আত্নসম্মান বিলিয়ে প্রেম ভালোবাসা হয় না,ওইটাকে এই জেনারেশন এর ভাষায় বলে “Toxic Relationship.”

© Mr. Arnob 👈

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mr. Arnob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share