Mohammad Saidul

Mohammad Saidul \\____তুমি শুধু হাসতে শিখ...�
__ �__কান্না ত সমাজ শিখিয়ে দিবে।

15/08/2025

কি করলাম ভাই জীবনে🙂

14/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/08/2025

পরিশ্রম করতে থাকো।
সফলতা এক সময় আসবেই।🌊💧

 #নিখোঁজ_সংবাদমোঃ নজরুল ইসলাম (৫০)মোঃ নজরুল ইসলাম নামের এই লোকটি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রা...
01/06/2025

#নিখোঁজ_সংবাদ
মোঃ নজরুল ইসলাম (৫০)

মোঃ নজরুল ইসলাম নামের এই লোকটি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নের লালপুর গ্রামের পশ্চিম পাড়া মোল্লা বাড়ির বাসিন্দা। তার পিতা মৃত মোঃ আবূ ইসহাক মোল্লা। গত ২৮/০৫/২০২৫ ইং রোজ বুধবার সকালে নিজ এলাকা থেকে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হালকা গোলাপী রঙের শার্ট ও চেক লুঙ্গি। লোকটি মানসিক প্রতিবন্ধী। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায় নি।

যদি কোন হৃদয়বান ব্যক্তি এই ব্যক্তিটির সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে এবং নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো।

যোগাযোগ:-
01878-982878, 01336-732526
ঠিকানা:- লালপুর, মজিদপুর, তিতাস, কুমিল্লা।

অনুগ্রহপূর্বক পোস্টটি শেয়ার বা রিপোস্ট করে লোকটিকে খুঁজে পেতে সাহায্য করুন।

  এখন কলেজে পরে🐸
18/05/2025

এখন কলেজে পরে🐸

12/04/2025

শুধু ভিসার ব্যবস্থা করে দেন ❤️

ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন : ডা. শফিকুর রহমানএটি আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের অংশ। এখানেই আমাদের প্...
12/04/2025

ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন : ডা. শফিকুর রহমান

এটি আমাদের আবেগ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যের অংশ। এখানেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ (ﷺ)-এর মেরাজের যাত্রা শুরু হয়েছিল। ফিলিস্তিনের প্রতিটি ধূলিকণায় মুসলিম উম্মাহর ভালোবাসা ও স্মৃতি লুকিয়ে আছে।

আজ সেই পবিত্র ভূমির নিরীহ মানুষগুলোর ওপর ইসরায়েলি বর্বরতা সব সীমা অতিক্রম করেছে। শিশুর কান্না, মায়ের বুকফাটা আর্তনাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা স্বপ্ন-এই দৃশ্যগুলো আমাদের চোখে অশ্রু এনে দেয়। কিন্তু আমরা এই দূর প্রান্ত থেকে যেন কিছুই করতে পারছি না, শুধুই মহান রবের কাছে প্রার্থনা করা ছাড়া।

হে আল্লাহ, আমাদের ভাইবোনদের এই কঠিন পরীক্ষা সহজ করে দিন। জুলুমের পরিণতি দ্রুত এনে দিন।

এই অবর্ণনীয় জুলুমের প্রতিবাদে আগামীকাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ ধর্ম-বর্ণ-গোত্র ভুলে, এক হৃদয়ে, এক কণ্ঠে অংশ নিচ্ছেন 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে। আমি, আমীরে জামায়াত হিসেবে, এই মহৎ উদ্যোগে আমার পূর্ণ সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি।

আসুন, সবাই সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে এই ঐতিহাসিক প্রতিবাদে অংশ নিই। পাশাপাশি, কেউ যেন অপচেষ্টা করে এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সচেষ্ট থাকি।



-Dr. Shafiqur Rahman
Ameer, Bangladesh Jamaat-e-Islami

Start now❤️
09/04/2025

Start now❤️

হায়রে বাংগালী 🐸🐸
23/03/2025

হায়রে বাংগালী 🐸🐸

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Saidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share