Rony Yousuf USA

  • Home
  • Rony Yousuf USA

Rony Yousuf USA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rony Yousuf USA, Digital creator, .

গতকাল আমি একটা এশিয়ান গ্রোসারিতে গিয়েছিলাম দেখি সদনার ছোট ছোট ৪ টা ডাল $3.49 (424 Tk) আর কলার গাছের ভিতরের যে অংশ টা থাক...
19/05/2025

গতকাল আমি একটা এশিয়ান গ্রোসারিতে গিয়েছিলাম দেখি সদনার ছোট ছোট ৪ টা ডাল $3.49 (424 Tk) আর কলার গাছের ভিতরের যে অংশ টা থাকে আমাদের এলাকায় এটাকে "অ্যাঁটা" বলে, $1.29 (156 Tk) per pound (0.450gm). কি একটা অবস্থা। হা হা হা, আহা দেশি জিনিস...।!

11/05/2025

আমেরিকা এসে প্রথমে কিভাবে কোন উপায়ে অন কাম্পাস জব (লিগাল) পাওয়া যায়।
Jahid Hasan ভাইয়ের সাথে এটা মেবি প্রথম ইন্টারভিউ ছিলো।

03/05/2025

সবার কি অবস্থা? শেষ এক বছরে প্রায় ৫০০ এর বেশিজন কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি এবং হেল্প করেছি, যারা আমার সাথে ইন বক্সে যোগাযোগ করেছে বা করে, Email for professor, SOP, Scholarship letter, লিখে দিয়েছি, ইন্সট্রাকশন দিয়েছি। এদের মধ্যে অনেকে Scholarship পায়ছে।

এখনো করে যাচ্ছি, কিন্তু ভিডিও বানানো হয় না, ইনশা আল্লাহ এখন থেকে সপ্তাহে মিলিমাম একটি টপিক নিয়ে কথা বলবো।

USA Student visa প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো এবং নিচের ক...
30/03/2025

USA Student visa প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যে সকল প্রশ্ন ফেইস করতে হয় তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো এবং নিচের কিছু প্রশ্ন আমাকে করা হয়েছিলো আমার ইন্টারভিউ এর সময়।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়।

ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু প্রশ্ন আপনার স্পনসর বা পরিবারের অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও হতে পারে। নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this major?
4. Who is your sponsor?
5. What does your father/mother do?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever traveled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada or Australia?
11. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this university?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. Are you planning to visit your home country during breaks or holidays?
20. Do you plan to live off-campus or on-campus?
21. What extracurricular activities have you been involved in?
22. How does your academic background relate to your chosen field of study?
23. What are you doing at present? What have you done last 1 year?
24. How do you plan to stay in touch with your family and friends while in the US?
25.Do you know your professors at that university? What are your professors' names?

ইন্টারভিউর সফলতার জন্য টিপস:

-আত্মবিশ্বাসী থাকুন ,ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।

-উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।

-তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।

-প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ধন্যবাদ!

12/01/2024

MOI (Medium of Instruction) Accepted Universities in the USA in 2024-2025:

Name of City/town and State:

1. Drexel University
Philadelphia, Pennsylvania
2. California State University
Longbeach, California
3. University of Arkansas
Fayetteville, Arkansas
4. University of Lowa
Lowa City, Lowa
5. University of New Orleans
New Orleans, Louisiana
6. Pacific University Oregon
Forest Grove, Oregon
7. Westcliff University
Irvine, California
8. University of Kansas
Lawrence, Kansas
9. University of Colorado Boulder
Boulder, Colorado

Note: I will make a video on this topic soon.
If you have any queries please comment 👇

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony Yousuf USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share