09/11/2025
গীর্জা থেকে মসজিদ ॥ সিডনিতে নতুন ইতিহাস ‘মসজিদ ঈসা ইবন মরিয়ম’
মোহাম্মাদ আবদুল মতিন: সিডনির মুসলিম কমিউনিটির জন্য এক অনন্য অর্জন। দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে যে স্থানে অন্য ধর্মের উপাসনা হতো, আজ সেটি আল্লাহর ঘর হিসেবে রূপ নিচ্ছে। সাবেক একটি চার্চকে রূপান্তরিত করে লাকেম্বা স্ট্রিটে গড়ে তোলা হচ্ছে নতুন ‘মসজিদ ঈসা ইবন মরিয়ম’।
গত দুই জুমার মধ্যেই সিডনির দশটিরও বেশি মসজিদে তহবিল সংগ্রহের অনুমতি মিলেছে, এবং আল্লাহর অশেষ কৃপায় বিপুল সাড়া পেয়েছে এই উদ্যোগ। কমিউনিটির প্রতিটি সদস্যের আন্তরিক দান, দোয়া ও পরিশ্রম এই স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিচ্ছে।
এই মসজিদ হোক আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির পথ।
🔗 দান করুন এখনই: www.masjidisa.au/donate