Isha's Diary

Isha's Diary আসসালামুয়ালাইকুম ❤️
(33)

আমার বাচ্চাকে কেউ যখন আমার কোল থেকে নিতে চায়🥰সে আমাকে এভাবেই ঝাপটে ধরে রাখে❤️মাশাআল্লাহআলহামদুলিল্লাহ
29/05/2025

আমার বাচ্চাকে কেউ যখন আমার কোল থেকে নিতে চায়🥰
সে আমাকে এভাবেই ঝাপটে ধরে রাখে❤️
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ

আমার ফুল কন্যা 🥰 মাশাআল্লাহ ❤️❤️ আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতি ❤️
25/01/2025

আমার ফুল কন্যা 🥰
মাশাআল্লাহ ❤️❤️
আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতি ❤️

একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন??বাচ্চারা যে কোন এক বিশেষ কারনে তার প্যাটারনাল গ্র্যান্ড প্যারেন্টস বা দাদা দাদীর থেকে ম্...
28/11/2024

একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন??
বাচ্চারা যে কোন এক বিশেষ কারনে তার প্যাটারনাল গ্র্যান্ড প্যারেন্টস বা দাদা দাদীর থেকে ম্যাটারনাল গ্র্যান্ডপ্যারেন্টস বা নানা নানীর সাথে ইমোশনালি বেশী এটাচড হয় ??

অবশ্যই এর এক্সেপশন ও আছে!!কিন্তু তার সংখ্যা খুব কম!!এমনকি শুধু নানা নানী না,মামা,খালার সাথেও তাদের সম্পর্ক ফুফু চাচা দের থেকে তুলনামুলক ভাবে গভীর!!

অথচ হওয়ার কথা কিন্তু উল্টাটা!!কারন আমাদের সমাজব্যাবস্থা পিতৃতান্ত্রীক!!জন্মের পরেই আমাদের পরিচয় হয় বাবার নামে,বার্থ সারটিফিকেট থেকে শুরু করে সমস্ত ডক্যুমেন্টস এ নেটিভ ডিস্ট্রিক এ দাদা বাড়ির জেলার নাম লেখা হয়!!শুধু তাই না,ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুত্র সন্তানরা যেহেতু বিয়ের পর বাবা মায়ের ভিটায় বসবাস করে তাই তাদের সন্তানরাও দাদাদাদী,চাচা,ফুফুর সাহচর্য,সান্নিধ্যেই বড় হয়!!

তবুও বাচ্চারা বাবা মায়ের পরে নানীকেই সবচেয়ে ভালবাসে,তারপর নানাভাই কে,এবং তারপর দাদী এবং তারপর দাদা কে!!

আমি সমাজবিজ্ঞানী,মনোবিজ্ঞানী কোনটাই না,তবুও সাধারন পর্যবেক্ষন থেকে এর কয়েকটা কারন বের করেছি!!

নানীর সাথে,নানাবাড়ির সাথে এটাচমেন্ট তৈরীর মেকানিজম শুরু হয় বাচ্চার জন্মেরও আগে,যখন সে মায়ের গর্ভে থাকে তখন!!

এটা তো সায়েন্টিফিকেলি প্রুভড যে বাচ্চারা গর্ভে থাকা অবস্থায়ও তার মায়ের মানসিক অবস্থা ফিল করতে পারে,এই জন্যেই ডাক্তাররা বলেন- টু বি মম কে যেন সবসময় হাসি খুশি রাখা হয়!!

স্বাভাবিক ভাবেই প্রেগ্নেন্সী তে যে কোন মেয়ে মেন্টালি সবচেয়ে রিল্যাক্স থাকে তার মায়ের কাছে!!সেই থেকে নানীর সাথে তার বন্ডিং শুরু!!সে জন্মের আগেই দেখে তার মাকে সবচেয়ে কেয়ার করে তার নানী!!তার মামা খালারা তার মাকে সারাক্ষন আগলে রাখে!!তাই জন্মের আগেই সে সিগ্নাল পায়,এরা তার এবং তার মায়ের জন্য সবচেয়ে সেইফ!!

তারপর ধরেন আমাদের দেশে প্রেগনেন্সীতে বউ কে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়ার একটা কালচার আছে!!বেশীর ভাগ বাচ্চার জন্ম হয় নানীনাড়িতে অথবা জন্মের পর প্রথম হস্পিটাল থেকে বাচ্চারা নানীবাড়িতে যায়!!নানী রাত জেগে নাতি কে কোলে নিয়ে বসে থাকেন,হাগু মুতুর কাথা ধুয়ে দেন!!সেইখান থেকে যে হার্ট টু হার্ট এবং হাগু টু হার্ট সবচেয়ে নিস্বার্থ একটা সম্পর্ক তৈরী হয় সেটা আজীবন থাকে!!

তারপর আসা যাক বড় হওয়ার সময়ে!!বাচ্চারা তার মাকে তার শশুরবাড়িতে নানা রকম স্ট্রাগল করতে দেখে!!দেখে তার মা সারাদিন কাজ করে,সবার জন্য এতকিছু করে তবুও মা কোন এপ্রিসিয়েশন পায় না,কেও স্যাটিসফাইড হয় না!!চাচা ফুফুরা সারাক্ষন মায়ের ভুল ধরে!!অথচ এই সিনারিও পুরা উল্টা নানীর বাড়িতে!!নানীর বাড়ীতে মা যেন একটা রাজকন্যা!!তার নানা নানী খালা মামারা তার মাকে রাজকন্যার মত প্যাম্পার করে!!দেখে তার মন ভরে যায়!!সে বোঝে তার মায়ের গুরুত্ব এই মানুষ গুলোর কাছেই সবচেয়ে বেশী!!

অতএব কনক্লুশন টা এইভাবে টানা উচিত যে- সন্তানের কাছে পৃথিবীতে মা এর চেয়ে আপন আর কেউ নাই তাই মা কে যে বা যারা সবচেয়ে বেশী ভালবাসে বাচ্চারা তাকেই বেশী ভালবাসে!!

অতএব,কোন বাচ্চার মন পেতে হলে অবশ্যই তার মাকে ভালবাসতে হবে......❤️ ©

‘আমার যখন তিন নাম্বার মাইয়াটা হইলো, আমি ওরে দুধ দিতাম না। ও কানত, আমি দরজার দাঁড়ায় ওর কান্দন দ্যাখতাম। আমি চাইতাম, দুধ ন...
25/03/2024

‘আমার যখন তিন নাম্বার মাইয়াটা হইলো, আমি ওরে দুধ দিতাম না। ও কানত, আমি দরজার দাঁড়ায় ওর কান্দন দ্যাখতাম। আমি চাইতাম, দুধ না পাইয়া অই মইরা যাক।’

আমিনা খালার কথা শুনে আমি শিউরে উঠি। তিনি আমার দিকে ঝুঁকে বললেন, ‘এই যে তোমার তিন নাম্বার মাইয়া হইলো, তুমি অখুশি হও নাই তো? আমার মাইয়াটা সেদিন মরে নাই, পরে মরছিল। বিয়ার পর বাচ্চা জন্ম দিতে গিয়া মইরা গেল। খুব ভালা ছিল।
আমি পোলার জন্য পাগল আছিলাম। আল্লায় আমারে তিন মাইয়ার পর পোলা দিছিল। সেই পোলার জন্য গ্রাম ছাড়ছি, নেশা কইরা সবখানে সে ধারদেনা করছে।
পোলায় আমাক মারতে আসে। পাওনাদারদের ডরে আমি গ্রাম ছাড়ি। এখন মানষের বাড়ি কাজ-কাম কইরা খাই।’

আমিনা খালা দীর্ঘশ্বাস ফেলে ফাতিমার কাঁথা কাপড় ধুতে বাথরুমে চলে যায়। আমি সদ্য হওয়া তৃতীয়া কন্যা ফাতিমার মুখের দিকে তাকিয়ে থাকি।

কন্যা শিশুদের আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা কত মায়া আর সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠান। আর সেই কন্যা সন্তান পিতা-মাতার কাছে বোঝার মতো মনে হয়! এই দোষ কী শুধুই পিতা-মাতার! না, এই দোষ এই সমাজের!

একজন মেয়েকে বড় করতে বাবা-মায়ের যে কী পরিমাণ এফোর্ট দিতে হয়, তা শুধু মেয়ের পিতা-মাতাই জানে।

আমি বিকেলে ভার্সিটি থেকে ক্লান্ত হয়ে ফিরতাম। সন্ধ্যেয় বড় আর মেঝো কন্যাকে মাদরাসায় রাখতে যেতাম। বড় মেয়ে আফসোস করে বলত, ‘আম্মু, আমি ছেলে হলে তোমার এত কষ্ট হতো না। আমি মারইয়ামকে সাথে নিয়ে একাই যেতে পারতাম!’

কন্যাদের আগলে রাখো, নিরাপত্তা দিয়ে বড় করো, তারপর ভালো দেখে বিয়ে দাও। বিয়ে দিতে কত মেয়ের বাপকে আমি ঋণগ্রস্ত হতে দেখেছি। পাত্রপক্ষের হাজার মানুষকে গলা অব্দি খাওয়াও। মেয়েকে সাজিয়ে দেবার কথা বলে ফার্নিচার, গয়না, মোটরসাইকেল যা পায় তারা হাতিয়ে নেয়।

মেয়ে বিয়ে দিয়েও শান্তি নাই। ইফতারি পাঠাও, কুরবানির গরু-ছাগল পাঠাও। বাচ্চা হলে অপারেশনের টাকা দাও, আকিকার ছাগল দাও। পারলে মেয়ের বাপের কলিজাটা ছিঁড়ে খাও।

কেন মানুষ কন্যা সন্তান চাইবে? জাহেলি যুগের মতো কন্যা সন্তানকে হত্যা করা ছাড়া তো উপায় নাই! কিছুদিন আগে, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে সন্তানের লিঙ্গ জানানো হাইকোর্ট থেকে নিষেধ করা হয়েছে। কেন এমন আইন করা হলো, ভাবুন তো?

আমাকে এ পর্যন্ত যতজন জিজ্ঞেস করেছে, কয় সন্তান? আমি উত্তরে বলেছি, ‘তিন কন্যা, আলহামদুলিল্লাহ!’
বলার পর অনেকেই বলেছে, ‘আহা, এতগুলা মেয়ে। একটা ছেলেও নাই!’ আবার কেউ সান্ত্বনা দিয়ে বলেছে, ‘হোক মেয়ে, এখন তো মেয়েরাই ছেলে! মেয়ে কামাই করে খাওয়াবে!’

ইতিবাচক মন্তব্য খুব কমই পেয়েছি। এই সমাজ কন্যা শিশুদের জন্য নয়। এই নোংরা সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের, যাতে বাবা-মাকে কন্যা জন্মানোর পর মুখ কালো করতে না হয়।
__________________
| আহা, এতগুলা মেয়ে! |
উম্মে বুশরা সুমনা

20/03/2024

খারাপ সময়টা আল্লাহর দেয়া একটি নিয়ামত। ধৈর্য্য ধরুন আল্লাহ সব ঠিক করে দিবেন!🤍

আম্বানী কোটিপতি হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ এর সাথে পরামর্শ...
19/03/2024

আম্বানী কোটিপতি হয়ে সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না, সে সবার সামনে প্রাউড লি বলে বউ এর সাথে পরামর্শ করে কাজ করি।

আর তুমি এলাকার মোকলেস তোমার হেডমের শেষ নাই, বউরে সবার সামনে এপ্রিসিয়েট করলে তোমার ইজ্জত জায়গা।

তোমারে কল দিয়ে বাসায় আইতে কইলে তোমার বন্ধু মোবারক কয় বউগো এত পাত্তা দিতে নাই মাথায় উঠে যাইবো।

তুই ফকিননি কেন তুই বুজ্জোস?
তোর কাছে ঘরের বউয়ের ইজ্জত নাই
তোর রিজিকে বরকতও নাই

©️

বেশি দাম দেখে কচি তরমুজ বিক্রি করা শুরু করছে😄😶তরমুজটাকে দেখে একটা প্রবাদ মনে হচ্ছে,,চক চক করলেই সোনা হয়না।এই তরমুজ যে কি...
18/03/2024

বেশি দাম দেখে কচি তরমুজ বিক্রি করা শুরু করছে😄😶
তরমুজটাকে দেখে একটা প্রবাদ মনে হচ্ছে,,চক চক করলেই সোনা হয়না।

এই তরমুজ যে কিনেছে আমি তাকে ও দোষ দেবো ৭০ টাকা কেজি তরমুজ খাইতে যা আর ও

ছবি:সংগৃহিত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Isha's Diary:

  • Want your business to be the top-listed Media Company?

Share