
06/03/2024
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার এনায়েতনগর ইউনিয়ন অফিসে চলছে দেদারসে দুর্নীতি যেন দেখার কেউ নেই। যেখানে জন্ম নিবন্ধন করতে সরকারি ফি মাত্র ৫০ টাকা সেখানে তারা নিচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। সাধারণ মানুষকে জিম্মি করে রাখা যেন তাদের কাজ। জন্ম নিবন্ধন করতে যেসকল প্রমাণিত কাগজ প্রয়োজন তা দেয়া সত্বেও অদক্ষ কম্পিউটার অপারেটরের কারনে ইংরেজি এবং বাংলা জন্ম নিবন্ধন অনলাইন আবেদনে ভুল টাইপিং নামের বানান ভুল ঠিকানা বানান ভুল করে সংশোধন করার জন্য ডাকা হয় আবেদনকারীকে। এভাবে কয়েক দফা ইউনিয়ন অফিসে ডাকা হয় আবেদনকারীকে। অদক্ষ কম্পিউটার অপারেটর ভুল করলে সে ভুল আইনত অনুযায়ী তার মাশুল দিতে হবে। কিন্তু তা না করে আবেদনকারীকে দোষারোপ করা হয়। অদক্ষ কম্পিউটার অপারেটর চাচ্ছে মানুষ তার সাথে যোগাযোগ করুক ব্যক্তিগতভাবে। এতে তার আরও অর্থ উপার্জন হবে সব তার নিজের। অফিসে যে টাকা উপার্জন হয় সে টাকাগুলো চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে প্রথম শ্রেণী ব্যক্তিবর্গ পর্যন্ত ভাগ বাটোয়ার হয়। মানুষ যেসমস্ত কাজের জন্য হয়রানী হয় জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যায়ন পত্র, চারিত্রিক সনদ, আরও অন্যান্য।