Mir Saheb

Mir Saheb "জীবন বিচিত্র, খুব অল্প সময়ের জন্য এসেছি। কিছুদিন থাকবো, ঘুরব ফিরবো, মানুষের সাথে মিশবো আর জীবনকে উপভোগ করব" এটুকুই চাওয়া

25/10/2025

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না

19/10/2025

>🎯 বাংলাদেশে কি আমিই প্রথম করলাম এটা! (হাত-পা বেঁধে সাঁতার)

এটা কোনো সিনেমার ট্রেলার নয় — এটা বাস্তব জীবনের এক সাহসিকতার শুরু।
আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, যা হয়তো বাংলাদেশের কেউ আগে চেষ্টা করেনি!

এই ভিডিওটা সেই যাত্রার শুরু — একটা ট্রেলার, একটা প্রমাণ যে ভয়কে জয় করাই জীবনের আসল চ্যালেঞ্জ।

📢 মূল ভিডিও আসছে শীঘ্রই —
প্রস্তুত থাকুন, কারণ এবার দেখবেন “অসম্ভব” কাকে বলে সম্ভব করা যায়!

💬 নিচে কমেন্ট করে জানান — আপনি কি সাহস রাখেন এমন একটা চ্যালেঞ্জ নিতে?
❤️ Follow করুন যাতে মিস না করেন মূল ভিডিওর প্রিমিয়ার!

— Mahadi Hasan

#বাংলাদেশের_প্রথম

18/10/2025

সুন্দরবনে জেলেদের নৌকায় বাঘের আক্রমণ

13/10/2025

তুমি কি রেডি হতে 😎😎

13/10/2025

পোজ ল গেদু

11/10/2025

R u Ready 😎

28/09/2025

একটা স্ক্রিপ্ট লিখবেন, ক্যামেরার সামনে যাবেন আর স্ক্রিপ্টের কথাগুলো বলবেন।
কিছু অসঙ্গতি মনে হলে তা শুধরে নেবেন।
আমি সেটাই করছি আর শিখছি প্রতিনিয়ত।
শেখার কোনো শেষ নেই, আমাদের আসল শক্তি হচ্ছে চেষ্টায় অবিচল থাকা। ✨

27/09/2025

শৈশব মানেই ছিলো নির্ভেজাল আনন্দ, বন্ধুদের হাসি আর রেডিও-টিভি থেকে ভেসে আসা প্রিয় গানগুলো। 🎧

এই গানটা সেই সময়েরই অমূল্য স্মৃতি, যা প্রায় প্রত্যেকের ছোটবেলায় শোনা।
আজ আবার মনে করিয়ে দিলাম সেই দিনগুলো—যেখানে কেবল আনন্দ আর সরলতা ছিলো। 💕

17/09/2025

👉"বাংলাদেশ টিমের ব্যাটিং দেখে মনে হচ্ছে, আমাকেই নামতে হবে এখন! 🏏
চান্স দিলে অন্তত ৩০–৪০ রান মেরে দিতাম সহজেই 😎🔥"

07/10/2024

এদের পারফরম্যান্স পুরাই আগুন 🔥 🔥 🔥 🔥 🔥

25/08/2024

আমি অপ্রস্তুত অবস্থায় রাক্ষুসে প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি⛳

ভোলা, বাংলাদেশের একটি বিচ্ছিন্ন জেলা, যেখানে আমি অপ্রস্তুত অবস্থায় এসে পৌঁছেছি। এই জেলায় পা রাখার সাথে সাথেই আমি একটি ভিন্ন জগতের সন্ধান পেয়েছি। ভোলার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই রাক্ষুসে যে, তা আমার কল্পনাতেও আসেনি। এখানে প্রকৃতি যেন তার সমস্ত রূপ এবং শক্তি নিয়ে বিরাজমান, যা একদিকে যেমন মোহিত করে, তেমনি অন্যদিকে আতঙ্কিতও করে তোলে।

ভোলা জেলা চারপাশে নদীর প্রবাহ দ্বারা ঘেরা। এখানের নদীগুলি সবসময় যেন আক্রমণাত্মক মেজাজে থাকে। তাদের প্রবল স্রোত এবং আগ্রাসী আচরণ এখানের মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে। নদীর পানির প্রবাহ এতটাই শক্তিশালী যে, তা প্রতিনিয়ত মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখে। এই জেলায় পানির সাথে সংগ্রাম করাটা যেন এখানের মানুষের নিত্যনৈমিত্তিক ঘটনা।

ভোলার আরেকটি বিস্ময়কর দিক হলো এখানের প্রাকৃতিক বিপর্যয়। এমন একটি প্রাকৃতিকভাবে বিপর্যস্ত এলাকায় এসে আমি বুঝতে পেরেছি, এখানের মানুষের জীবন কতটা কঠিন। তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এত প্রতিকূল অবস্থার মধ্যে এনজিও সংস্থার কোনো পদচিহ্ন দেখতে না পেয়ে আমি খুবই অবাক হয়েছি। এমন একটি এলাকায় যেখানে মানুষের সহযোগিতার প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে কোনরূপ সহায়তার হাত না বাড়ানো সত্যিই দুঃখজনক।

ভোলার এই অনন্য অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি যা দেখেছি, তার প্রতিচ্ছবি শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। ভোলার এই রাক্ষুসে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানের মানুষের জীবন সংগ্রাম, দুটিই আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভোলার প্রকৃতি যেমন নিষ্ঠুর, তেমনি এর মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ সৌন্দর্য। এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও এখানের মানুষ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

- #ভোলা
- #প্রাকৃতিক_সৌন্দর্য
- #বাংলাদেশ
- #জীবনসংগ্রাম
- #নদীর_বিপর্যয়
- #অবিস্মরণীয়_অভিজ্ঞতা
- #প্রাকৃতিক_দুর্যোগ
- #রাক্ষুসে_প্রকৃতি
- #বিপন্ন_জীবন
-

Address


9330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Saheb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share