26/09/2024
একাকীত্ব সুন্দর, সেটা রাত হলেই বুঝা যায়
ছোট্ট একটা জীবনে এতটুকু বয়সে হাঁপিয়ে উঠা অসহ্য যন্ত্রনা। সুখের সন্ধানে গেলে দরজা বন্ধ, ঘুমোতে গেলে ঘুম নিরুদ্দেশ, কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইলে উড়াল, ভুল বুঝাবুঝি, কাউকে বুঝাতে না পারা কষ্ট,
আর দোয়া, সব এক পাত্রে গিয়ে ভরাট হচ্ছে। একদিক আপনাকে সব ঢেলে দিবে, ততদিনে আপনি বেঁচে থাকার ইচ্ছায় হারিয়ে ফেলবেন। সময় হারিয়ে গেলে অন্য সময়ে সুখ হয় অসুখ। 👍