12/08/2025
আল্লাহর ভয়ে এক ব্যক্তির বিস্ময়কর কাণ্ড!
নিচের এই হাদিসটিতে মানুষের নিজের প্রতি দায়বদ্ধতা, তাওবাহ এবং মহান আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপারে আমাদের জন্য বিরাট এক শিক্ষা রয়েছে।
আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এমন এক ব্যক্তি তার পরিবার-পরিজনকে বলল, যে কোনো সময় কোনো ভাল কাজ করেনি। আর এক বর্ণনায় আছে, এক ব্যক্তি নিজের ওপর অবিচার করেছে। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে নিজের সন্তান-সন্ততিকে অসিয়ত করল, যখন সে মারা যাবে তাকে যেন পুড়ে ফেলা হয়। অতঃপর মৃতদেহের ছাইভস্মের অর্ধেক স্থলভাগে, আর অর্ধেক সমুদ্রে ছিটিয়ে দেয়া হয়। আল্লাহর কসম! যদি তিনি (আল্লাহ) তাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন, যা দুনিয়ার কাউকেও কক্ষনো দেননি। সে মারা গেলে তার সন্তানেরা তার নির্দেশ মতোই কাজ করল। অতঃপর আল্লাহ তায়ালা সমুদ্রকে হুকুম করলেন, সমুদ্র তার মধ্যে যা ছাইভস্ম পড়েছিল সব একত্র করে দিলো। ঠিক এভাবে স্থলভাগকে নির্দেশ করলেন, স্থলভাগ তার মধ্যে যা ছাইভস্ম ছিল সব একত্র করে দিলো। পরিশেষে মহান আল্লাহ তায়ালা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরূপ কাজ করলে? (উত্তরে বললো) তোমার ভয়ে ’হে রব!’ তুমি তো তা জানো। তার এ কথা শুনে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। -(বুখারি, হাদিস ৭৫০৬; মুসলিম, হাদিস : ২৭৫৬; মুয়াত্ত্বা মালিক, হাদিস : ৮২২)
এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় ও সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে হবে, তাওবা করতে হবে, এবং নিজের কর্মের জন্য সদা সতর্ক থাকতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নিকট ফিরে আসার পথ খোঁজা এবং তাঁর রহমত আশা করা উচিত। কেননা আল্লাহর রহমত অসীম; তিনি মানুষের অন্তরের স্থিতি ও সত্যিকারের অবস্থা বুঝেন। সত্যিকারের শপথ ও ভয়ের কারণে গ্রহণযোগ্য তাওবার মাধ্যমে তিনি ক্ষমা দান করেন।