Priyo

Priyo "আমাদের পেজে আপনাকে স্বাগতম"
"সত্য চিরন্তন এবং সত্য সর্বদাই বিজয়ী, সত্য মানুষকে মুক্তি প্রদান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে"

14/08/2025

সাগরের মাঝখানে পাহাড় সেই পাহাড়ের উপর বসে টানা ৫০০ বছর ইবাদত।

আল্লাহর ভয়ে এক ব্যক্তির বিস্ময়কর কাণ্ড!নিচের এই হাদিসটিতে মানুষের নিজের প্রতি দায়বদ্ধতা, তাওবাহ এবং মহান আল্লাহর রহমত ও ...
12/08/2025

আল্লাহর ভয়ে এক ব্যক্তির বিস্ময়কর কাণ্ড!

নিচের এই হাদিসটিতে মানুষের নিজের প্রতি দায়বদ্ধতা, তাওবাহ এবং মহান আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপারে আমাদের জন্য বিরাট এক শিক্ষা রয়েছে।

আবু হুরায়রাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এমন এক ব্যক্তি তার পরিবার-পরিজনকে বলল, যে কোনো সময় কোনো ভাল কাজ করেনি। আর এক বর্ণনায় আছে, এক ব্যক্তি নিজের ওপর অবিচার করেছে। মৃত্যুর সময় ঘনিয়ে আসলে নিজের সন্তান-সন্ততিকে অসিয়ত করল, যখন সে মারা যাবে তাকে যেন পুড়ে ফেলা হয়। অতঃপর মৃতদেহের ছাইভস্মের অর্ধেক স্থলভাগে, আর অর্ধেক সমুদ্রে ছিটিয়ে দেয়া হয়। আল্লাহর কসম! যদি তিনি (আল্লাহ) তাকে ধরতে পারেন তাহলে এমন শাস্তি দিবেন, যা দুনিয়ার কাউকেও কক্ষনো দেননি। সে মারা গেলে তার সন্তানেরা তার নির্দেশ মতোই কাজ করল। অতঃপর আল্লাহ তায়ালা সমুদ্রকে হুকুম করলেন, সমুদ্র তার মধ্যে যা ছাইভস্ম পড়েছিল সব একত্র করে দিলো। ঠিক এভাবে স্থলভাগকে নির্দেশ করলেন, স্থলভাগ তার মধ্যে যা ছাইভস্ম ছিল সব একত্র করে দিলো। পরিশেষে মহান আল্লাহ তায়ালা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরূপ কাজ করলে? (উত্তরে বললো) তোমার ভয়ে ’হে রব!’ তুমি তো তা জানো। তার এ কথা শুনে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। -(বুখারি, হাদিস ৭৫০৬; মুসলিম, হাদিস : ২৭৫৬; মুয়াত্ত্বা মালিক, হাদিস : ৮২২)

এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় ও সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে হবে, তাওবা করতে হবে, এবং নিজের কর্মের জন্য সদা সতর্ক থাকতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নিকট ফিরে আসার পথ খোঁজা এবং তাঁর রহমত আশা করা উচিত। কেননা আল্লাহর রহমত অসীম; তিনি মানুষের অন্তরের স্থিতি ও সত্যিকারের অবস্থা বুঝেন। সত্যিকারের শপথ ও ভয়ের কারণে গ্রহণযোগ্য তাওবার মাধ্যমে তিনি ক্ষমা দান করেন।

10/08/2025

দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তির জন্য স্পেশাল দুটি দোয়া।

আলহামদুলিল্লাহ খুশির খবর, তুরস্কে ডজনখানেক আমেরিকানের ইসলাম গ্রহণ। তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১১ জন আমের...
05/08/2025

আলহামদুলিল্লাহ খুশির খবর, তুরস্কে ডজনখানেক আমেরিকানের ইসলাম গ্রহণ।

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ১১ জন আমেরিকান নাগরিক ইসলাম গ্রহণ করেছেন। অনুষ্ঠানটি ছিল ‘কোনিয়ায় ইসলামের চেতনা অনুভব করুন’ শীর্ষক এই শিরোনামে। এই অনুষ্ঠান পরিচালনা করে তুরস্কের জেনারেল ডিরেক্টরেট অব ফরেন রিলেশনস এবং এতে সহযোগিতা করে কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি। ইসলামের সর্বজনীন বার্তা ও শান্তির আহ্বান বিশ্ববাসীর হৃদয়ে যে গভীর প্রভাব ফেলছে, এই ঘটনা তারই এক অনন্য দৃষ্টান্ত। এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইসলাম গ্রহণকারী ১১ জন আমেরিকানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. আলী এরবাশ। এ সময় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা আমাদের নবী মোহাম্মদ (সা.)-এর বাণী থেকে শিখি— যে আত্মীয়তার বন্ধন ও ভ্রাতৃত্বের চেয়ে ঈমানের বন্ধন ও ভ্রাতৃত্বই অধিক গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই চিরুনির দাঁতের মতো একে অপরের কাছাকাছি।’ তাঁর এ বক্তব্য উপস্থিত সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

03/08/2025

যে আমল বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে।

আলহামদুলিল্লাহ সুখবর, আইকনিক ৮ মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি আরব।আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি ...
02/08/2025

আলহামদুলিল্লাহ সুখবর, আইকনিক ৮ মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি আরব।

আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার। আটটি আইকনিক মসজিদ নির্মাণে সৌদি সরকারের রাজকীয় অনুদান থেকে এ অর্থ দেওয়া হবে। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এ কথা জানান। ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে আইকনিক মসজিদ নির্মাণের কাজ যথা দ্রুত সম্ভব শুরু করা হবে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে এ মসজিদ নির্মাণের বিষয়ে জমির প্রস্তাব পাওয়া গেছে। বাকিগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

31/07/2025

বিশ্ব নবী যেভাবে চিকিৎসা করেছেন, সেভাবে চিকিৎসা করুন।

মহানবী (সা.)-এর সম্মানিতা মায়ের কবরস্থান।নবীজি (সা.)-এর মায়ের নাম আমেনা বিনতে ওয়াহাব বিন আবদে মানাফ। তাঁর বংশধারা কিলাব ...
30/07/2025

মহানবী (সা.)-এর সম্মানিতা মায়ের কবরস্থান।

নবীজি (সা.)-এর মায়ের নাম আমেনা বিনতে ওয়াহাব বিন আবদে মানাফ। তাঁর বংশধারা কিলাব ইবনে মুররা পর্যন্ত গিয়ে কুরাইশ তথা মহানবী (সা.)-এর বাবার বংশের সঙ্গে যুক্ত হয়েছে। তিনিও মদিনার অত্যন্ত অভিজাত বংশের মেয়ে ছিলেন। রাসুলুল্লাহ (সা.)-এর ছয় বছর বয়সে তাঁর মা ইন্তেকাল করেন। মক্কা-মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে তাঁর মৃত্যু হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। বিবি আমেনা নবী (সা.)-কে নিয়ে তাঁর মামাদের বাড়ি আদি ইবনে নাজ্জার গোত্রে গিয়েছিলেন। ফেরার সময় তিনি ইন্তেকাল করেন। (সিরাতে ইবনে হিশাম, পৃষ্ঠা-৪২)। মুজামুল বুলদান গ্রন্থকার লেখেন, ‘আবওয়া মদিনা ও জুহফার মধ্যবর্তী একটি গ্রাম, মদিনা থেকে যার দূরত্ব প্রায় ২৩ মাইল।

28/07/2025

বিশ্ব নবীকে যেভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল ইহুদিরা।

আলহামদুলিল্লাহ, ১৭৫ দিনে কুরআনে হাফেজ হলেন তানভীর।চাঁদপুরের মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআন মুখস্ত করে হাফে...
27/07/2025

আলহামদুলিল্লাহ, ১৭৫ দিনে কুরআনে হাফেজ হলেন তানভীর।

চাঁদপুরের মাত্র ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর । শনিবার (২৬ জুলাই ) উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। হাফেজ ছায়েদুজ্জামান তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বাবা একজন পান বিক্রেতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কুরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে।

25/07/2025

আল্লাহু আকবার। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা কত বড় শুনুন।

যে যুবকেরা ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নেয়!পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে। যা এ উম্মতের জন্য শিক্ষা ...
24/07/2025

যে যুবকেরা ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নেয়!

পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে। যা এ উম্মতের জন্য শিক্ষা গ্রহণের পাথেয় হবে। আসহাবে কাহাফের ঘটনা তেমনই একটি। এ ঘটনা মুমিনদের বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে মহান আল্লাহর ওপর ঈমান দৃঢ় রাখতে সাহস জোগায়। পবিত্র কোরআনের ১৮ নম্বর সুরা ‘কাহাফে’ গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে। সুরা কাহাফের ৯ থেকে ২৬ আয়াতে আছে আসহাবে কাহাফের ঘটনা। ২৭ থেকে ৩১ আয়াতে আবার বক্তব্য এসেছে। কয়েকজন যুবক মহান আল্লাহর অবিশ্বাসে ভরা সমাজে তার প্রতি দৃঢ়ভাবে ঈমান এনেছিলেন। বাপ-দাদার শিরকে পূর্ণ ধর্ম ছেড়ে একত্মবাদের দীক্ষায় ইসলামে দীক্ষিত হন। এতে তাদের জন্য পরিবেশ প্রতিকূল হয়ে ওঠে। তাই তারা নিজেদের ঈমান সংরক্ষণে একটি গুহায় গিয়ে আশ্রয় নেন। মহান আল্লাহ সে গুহায় তাদেরকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখেন। দীর্ঘদিন পর তাদের ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে তারা বুঝতেই পারেননি- ঘুমের মধ্যে আল্লাহ অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন। ঘুম থেকে জেগে তারা ক্ষুধা অনুভব করণ।

এ অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে গেলেন। তিনি ভেবেছিলেন, লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলেন, কেউ তাকে চেনে না। খাবার কিনে যখন টাকা পরিশোধ করবেন লোকেরা পুরোনো মুদ্রা দেখে হতবাক হয়ে গেলেন। সুরা কাহাফের ৯ থেকে ১৩ নম্বরে আয়াতে মহান আল্লাহ বলেন, আপনি কি মনে করেন যে, কাহফ ও রাকীমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব! আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর আমরা তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম, পরে আমরা তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে, দু'দলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি; তারা তো ছিল কয়েকজন যুবক, তারা তাদের রব-এর উপর ঈমান এনেছিল। এবং আমরা তাদের হিদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share