13/08/2025
বউ বিয়ে করব সুন্দরী, ফিটফাট; কিন্তু বিয়ের পর রূপচর্চার ব্যয় বহন করতে গেলে গা জ্বলবে, কথা শুনাবো
আটা-ময়দায়, মেকআপে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চাইবো; কিন্তু আমি মেনে নিতে পারবোনা তার ট্যান পড়া শরীর, মুখের ব্রণের দাগ কিংবা গর্ত দেখে, উল্টো অপমান করবো "একটু স্টাইলিশ হতে পারোনা, একটু সেজে থাকতে পারোনা"
সারাজীবন চাকরিজীবী মেয়েদের অপমান করে গৃহিনী হবে এমন মেয়ে বিয়ে করবো; কিন্তু আবার তার কোনো এক্সট্রা খরচ দিতে আমার গা জ্বলবে, "আমি সারাদিন অফিস করি, তুমি বাসায় বসে কী করো" বলে অপমান করবো
বউ বিয়ে করবো রং-ঢং জানা, চালাকচতুর; কিন্তু বিয়ের পর তার রং-ঢং আর আমার ভালো লাগবেনা, সহ্য হবেনা
"আজকাল সহজ-সরল মেয়ে পাওয়া যায়না" বলে বিয়ে করবো শান্ত-শিষ্ট, ঘরকুনে মেয়েকে; কিন্তু বিয়ের পর তাকে "অসামাজিক, সাংসারিক জ্ঞান-বুদ্ধি নাই, দশজনের সাথে মানিয়ে চলতে পারেনা" বলে অপমান করবো
- হ্যাঁ ভাই, আমিই বাংলাদেশী ছ্যাগমা মেইল (incel)