
26/11/2024
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। আবেগের ঠ্যালায় কেউ আবার নিরীহ হিন্দুদের ঊপর আঘাত করবেন না।মনে রাখবেন, হিন্দু মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা করা হচ্ছে। এটাই তাদের সর্বশেষ ট্রাম্পকার্ড। থামুন,ভাবুন,সতর্ক হোন, বিরত থাকুন এবং বিরত রাখুন।না বুঝে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের ফাঁদে পড়বেননা। কারো খেলার পুতুলে পরিণত হয়েন না। ধৈর্য ধরুন। দয়া করে সবাই শান্ত থাকুন।কোন উস্কানিতে পা দেয়া যাবে না। আপনি-আমি সতর্ক থাকলে এবং ধৈর্য্য ধরলে বিজয় বাংলাদেশেরই হবে "ইনশাআল্লাহ''।