03/12/2023
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে এগারোটার দিকে সায়েদাবাদে গুলিস্তান ডেমরা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহন নামের একটি বাসে এবং রাত ১১টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তবে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবর বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহনের স্বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে
,,,,,,,,,,,,,,,,,_______,,,,,,,,,,,,,
রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। নবম দফার এ অবরোধ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। গত আট দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হচ্ছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল- অবরোধ অব্যঅহত রেখেছে বিএনপি- জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। তাদের দাবি, 'একতরফা' নির্বাচন বন্ধ করতে হবে। নির্বাচনী তৎপরতায় যুক্ত হ য কয়েকজন নেতাকে বহিষ্কারও করেছে দলটি। 4 ফার্মগেটে ককটেল বিস্ফোরণ ব্যাংক