Irfana's Learning Time

  • Home
  • Irfana's Learning Time

Irfana's Learning Time বাচ্চাদের ইসলামিক এবং শিক্ষনীয় বিষয়ের পৃষ্ঠাবলি।
জীবন ছোট্ট,হিংসা নয়,ভালোবাসা ছড়িয়ে দিন-❤হিজাবী আফা❤
(73)

"আপনার সন্তান কেন আপনার কথা শুনছে না?"“বাচ্চাকে নির্দেশনা দেওয়ার ধরনটা একটু বদলান—দেখবেন, ও আপনাকে শুনছে…”আমরা বলি—👉 "চু...
13/07/2025

"আপনার সন্তান কেন আপনার কথা শুনছে না?"
“বাচ্চাকে নির্দেশনা দেওয়ার ধরনটা একটু বদলান—দেখবেন, ও আপনাকে শুনছে…”

আমরা বলি—
👉 "চুপ করে থাকো!"
👉 "জলদি পড়তে বসো!"
👉 "এতবার বলছি, শোনো না কেন?"

কিন্তু আপনি কি কখনও ভেবেছেন—
আমরা যদি বলার ধরনটা বদলাই?

"তুমি চুপ থাকো" না বলে বলুন,
👉 “তুমি একটু শান্ত হয়ে বলো তো, আমি শুনছি।”

"জলদি পড়তে বসো" না বলে বলুন,
👉 “চলো, আমরা দুজন ১০ মিনিট মনোযোগ দিয়ে পড়ি, তারপর খেলব।”

বিশ্বাস করুন,
আপনার সন্তান শুধু আপনার কথায় নয়,
আপনার ব্যবহারে মানুষ হবে।

সন্তান শেখে, আপনি যেভাবে বলেন—
না আপনি কী বলেন।

🎙️
শুধু একবার বলার ভঙ্গিটা বদলান।
সন্তানকে মানুষ করতে হলে, আগে আপনাকেই একটু বদলাতে হবে।

আজ আপনার সন্তানের চিন্তা-ভাবনায় কার ছাপ বেশি পড়েছে?আপনি—না বাইরের দুনিয়া?যখন ওর মনটা ছিল একেবারে নরম, সফট ক্লে’র মতো—তখ...
13/07/2025

আজ আপনার সন্তানের চিন্তা-ভাবনায় কার ছাপ বেশি পড়েছে?
আপনি—না বাইরের দুনিয়া?

যখন ওর মনটা ছিল একেবারে নরম, সফট ক্লে’র মতো—
তখন কি আপনি ওর ভেতরে নবীজি ﷺ-র আদর্শ গেঁথে দিতে পেরেছেন?
না কি শুধু ভাবতেই থেকেছেন, "সময় তো আছে… এখন না হয় পরে করবো?"

📌 আজ সে যা ভালোবাসে, যাদের অনুসরণ করে, যেভাবে কথা বলে—
তাতে কি আপনি নিজের ছায়া দেখেন?
নাকি বাইরের জগতের ভয়ংকর ছায়া তাকে ঘিরে ফেলেছে?

😔 সত্যি বলুন, সে এখন কী ভাবছে, কী চায়, কী মানে—
তা কি আপনি জানেন?
না কি সে ধীরে ধীরে হয়ে উঠছে এমন এক মানুষ,
যাকে আপনি নিজের সন্তান বলে চিনতেই পারবেন না?

🛑 আরও ২ বছর গেলে আপনি কিছুই বদলাতে পারবেন না।
🛑 তখন শুধু থেকে যাবে আফসোস—
"সেই সময়টা যদি আমি কাজে লাগাতাম!"

অন্যের দোষ বা খারাপ দিকগুলো শিশুদের সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। এবং তারা অন্যকে...
11/07/2025

অন্যের দোষ বা খারাপ দিকগুলো শিশুদের সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে। এবং তারা অন্যকে মূল্যায়নের বদলে দোষ ধরতে শেখে।

09/07/2025
আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন,  মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখ...
08/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বরো করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।
তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন।'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়',এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।
তাকে বলেন,যেকোন কাজ সন্মানের।শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে,পিএইচডি করেও কোন ফায়দা নেই।নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।
তাকে বলেন,এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না।পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ,জাতি,মানুষ,সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন।দশ,বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।
বাচ্চাদের অভাব শিখাবেন না।অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না।এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে।খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো,নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।
যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে,তারা হতাশাগ্রস্ত লোক।এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

08/07/2025
সন্তানদের জন্য রিজিক ও নেক আমলের ৫টি আমল“বাবা-মা যারা চান তাদের সন্তানের জন্য আল্লাহর বরকত ও নেক আমল, তাদের জন্য প্রমাণি...
07/07/2025

সন্তানদের জন্য রিজিক ও নেক আমলের ৫টি আমল
“বাবা-মা যারা চান তাদের সন্তানের জন্য আল্লাহর বরকত ও নেক আমল, তাদের জন্য প্রমাণিত ও সহজ আমল এবং দোয়ার তালিকা।”

সন্তান আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানত। একজন মুমিন বাবা-মায়ের হৃদয়ের সবচেয়ে বড় চাওয়া হলো—সন্তান যেন হালাল রিজিকে বেড়ে ওঠে, নেক আমল করে, এবং আল্লাহর প্রিয় বান্দা হয়। তবে শুধু দোয়া নয়—চাই কিছু কার্যকর আমল, যা নিয়মিত করলে সন্তানের জন্য কল্যাণ ডেকে আনে ইনশাআল্লাহ।

নিচে রাসূল ﷺ ও কুরআনের আলোকে সন্তানদের রিজিক ও নেকতার জন্য ৫টি প্রমাণিত আমল তুলে ধরা হলো।

১. নামাজের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিন
📖 দোয়া:

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي
উচ্চারণ: রাব্বিজআলনি মোকীমাস সালাহ, ওয়া মিন যুররিয়্যাতি
অর্থ: হে আল্লাহ! আমাকে ও আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী করুন।
📚 সূরা ইব্রাহিম: আয়াত ৪০

🔹 প্রতিদিন ফজরের পর ৩ বার এই দোয়াটি করুন
🔹 সন্তানকে ছোটবেলা থেকেই নামাজের প্রতি উদ্দীপ্ত করুন

২. হালাল রিজিক চাওয়ার দোয়া
📖 দোয়া:

اللَّهُمَّ ارْزُقْهُمْ رِزْقًا حَلَالًا طَيِّبًا
উচ্চারণ: আল্লাহুম্মারজুকহুম রিজকান হালালান তইয়্যিবান
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানদের হালাল ও পবিত্র রিজিক দিন।

🔸 প্রতিদিন ভাত খাওয়ানোর সময় বা ঘুমানোর আগে এই দোয়া করুন
🔸 হালাল ইনকামের প্রতি গুরুত্ব দিন—তাতে সন্তানের রিজিকে বরকত আসে

৩. সন্তান জন্মের পর আজান ও iqamah দেওয়া
🔹 রাসূল ﷺ হাদীসে বলেছেন, নবজাতকের ডান কানে আজান ও বাম কানে ইকামত দিলে শয়তান তার ওপর প্রভাব ফেলতে পারে না।
🔹 এটি শুধু একটি নিয়ম নয়—বরং তার ভবিষ্যতের আত্মিক সুরক্ষার সূচনা।

৪. প্রতিদিন সূরা আল-ফালাক ও সূরা আন-নাস পড়ে সন্তানের গায়ে ফুঁ দিন
🔸 এগুলো “রুহানী সুরক্ষা ঢাল” — বদনজর, জিনের কুমন্ত্রণা ও অশুভ প্রভাব থেকে রক্ষা করে
🔸 ছোট শিশুদের ক্ষেত্রে ঘুমানোর আগে মাথায় হাত রেখে পাঠ করুন

৫. সন্তানের জন্য সাদকা দিন
🔹 রাসূল ﷺ বলেছেন, "সাদকা বিপদ দূর করে এবং রিজিকে বৃদ্ধি করে"
🔹 প্রতিমাসে অন্তত একবার সন্তানের নামে সদকা দিন — সেটা খেজুর হোক, পানি হোক, এক বাটি খাবার হোক
🔹 এতে তাদের ভবিষ্যতে আল্লাহর অনুগ্রহ নেমে আসে

সন্তানের জন্য দোয়া ও আমল মানে শুধু মুখে বলাই নয়—এটা হলো একটি রুহানী প্রস্তুতি, যার মাধ্যমে আপনি ভবিষ্যতের দিকে আল্লাহর রহমতের আলো পাঠিয়ে দিচ্ছেন।
এই আমলগুলো ছোট হলেও, এর প্রভাব সন্তানের জীবনে অনেক বড় হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ।

আজ থেকেই শুরু করুন —
👉 দোয়া করুন
👉 ভালো চরিত্র গঠনে সময় দিন
👉 আল্লাহর ওপর ভরসা রাখুন।

07/07/2025

গল্পের ছলেও শিশুকে মিথ্যে কথা বলবেন না।তাহলে বড় হয়ে আপনাকে মিথ্যে কথা বলবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Irfana's Learning Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share