
03/09/2025
স্বামীর সাথে যত ঝ গ ড়া হোক,মনমালিন্য হোক কখনো কোনোদিন নিজের শ্বশুরবাড়ির কাউকে জানাবেন না। আপনাদের মধ্যকার সম্পর্ক ভালো নেই,আপনারা সুখী নন এই জিনিস বাইরের মানুষ যত জানবে ততই খুশি হবে।
কি মনে করেন? তাদের ছেলে সম্পর্কে আপনি তাদের কাছেই নিন্দা করছেন আর তারা আপনার পক্ষ নিবে? মিল মহব্বত করিয়ে দিবে? ছেলের দোষ মেনে নিবে? বরং আপনি হবেন আলোচনার খোরাক। তারা বলবে আপনি মানিয়ে নিতে ব্যর্থ এবং তাদের ছেলে সোনা বাচ্চা।
এমনকি নিজের স্বামীকে নিয়ে কোনো ধরনের অভিযোগ বান্ধবীকেও বলবেন না। এবং যতক্ষণ পর্যন্ত মনের দিক থেকে স্থির থাকবেন এই স্বামীর সংসারই করতে হবে ততক্ষণ পর্যন্ত বাপের বাড়িতেও নিজের অসুবিধার কথা জানাবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আপনার সমস্যা সমাধান করে দিবে।
একসময় একটি কথা খুব প্রচলিত ছিলো, দুঃখ ভাগ করে নিলে কমে যায় এবং সুখ শেয়ার করলে বেড়ে যায়। ক্রমাগত তা উল্টে গিয়েছে। এখন আপনি সুখী হলেই বরং মানুষ কষ্ট পাবে! আপনাকে দুঃখের সাগরে দেখলে সামনাসামনি বলবে উফফ্-পেছনে বলবে বেশ!!
এটাই সত্য।
যত কষ্ট হোক, কাউকে বলবেন না। আপনার চোখের পানিতে কারো কিচ্ছু যায় আসবেনা। আপনি যথেষ্ট চেষ্টা করেছেন এডজাস্ট করে চলার।তাই কেবল আপনি এবং আপনার রব জানুন আপনি ব্যর্থ নন!