
29/08/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের মানবন্টন , পাশ- ফেল ও বিস্তারিত তথ্য -
B ইউনিটঃ
খ ইউনিটঃ ( মানবিক বিভাগ ও বিভাগ পরিবর্তন ইউনিট)
আবেদনের যোগ্যতা :
মানবিক ও কমার্স : SSC , HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে। এবং SSC & HSC পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০০ করে থাকতে হবে।
বিজ্ঞান : SSC , HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। এবং SSC & HSC পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.৫০ করে থাকতে হবে।
মানবন্টনঃ
MCQ: ৬০ নাম্বার
বাংলা ও ইংরেজী থেকে ১৫ টি করে এবং সাধারন জ্ঞান থেকে ৩০ টি প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মান ১
MCQ
বাংলা- ১৫*১= ১৫
ইংরেজী-১৫*১= ১৫
সাধারণ জ্ঞান - ৩০*১=৩০
লিখিত-
বাংলা- ২০
ইংরেজী- ২০
লিখিত এর বেস্ট প্রস্তুতি নিতে " রিটেন সামিট " বইটি অবশ্যই পড়বা। এক বইয়েই রিটেনের পূর্নাঙ্গ প্রস্তুতি।
পাশ মার্কঃ৪০( Written থেকে ১১ পেতে হবে, MCQ থেকে কমপক্ষে ২৪)
MCQ আলাদা আলাদা পাশ মার্ক আছে
বাংলাঃ ৫
ইংরেজিঃ ৫
সাধারন জ্ঞানঃ ১০
রিটেনেও আলাদা পাশ মার্কস আছে -
বাংলা - ৫
ইংরেজি - ৫
জিপিএ - ২০
মোট ১০০ নম্বরের পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ যোগ করে সর্বমোট ১২০ নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ জিপিএতে থাকবে ২০ নাম্বার৷ এসএসসি রেজাল্ট কে গুণ করবে ২ দিয়ে। HSC রেজাল্ট কে গুণ করবে ২ দিয়ে।
মোট ১২০ নাম্বারে রেজাল্ট হবে।
বিগত বছরের প্রশ্ন সলভ করবা এই বই থেকে -
" সামিট ভার্সিটি সলুশন " B UNIT : এক বইয়েই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক
SSC 2020/21/22/23 সালে পাশকৃত এবং HSC 2025 সালে পাশকৃত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।
ঢাবিতে এপ্লাই এর জন্য সাব্জেক্ট ভিত্তিক কোন শর্ত নেই।
ঢাবিতে MCQ - ৬০ নাম্বার, রিটেন ৪০ নাম্বার। মোট ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
MCQ - ৬০ টি। ৬০ নাম্বার৷ প্রতি প্রশ্নের মান ১। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে৷ সময় - ৪৫ মিনিট।
রিটেন - ৪০ নাম্বার। সময় - ৪৫ মিনিট।
অর্থাৎ পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
ঢাবির রিটেনের বেস্ট প্রস্তুতি নিতে অবশ্যই পড়বা " রিটেন সামিট " বইটি। এক বইয়েই পূর্নাঙ্গ প্রস্তুতি।
খ ইউনিটে - মোট আসন - ২৯৩৪ টি
এর মধ্যে
* মানবিক বিভাগের আসন - ১৭০৭ টি
* বিজ্ঞান বিভাগের আসন ৯৪৪ টা।
* ব্যবসা শিক্ষা 283
ধন্যবাদ 🥰